বিকাশ একাউন্ট খোলার নিয়ম

Screenshot_20210701-001712.jpg

আসসালামুআলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছে। আজকের পোস্টে আমি বলবো আপনারা কিভাবে বিকাশ একাউন্ট খুলবেন?

বিকাশ কি?

বিকাশের মাধ্যমে আপনি টাকা লেনদেন করতে পারবেন এবং যত রকমের টাকা আপনি অনলাইন থেকে ইনকাম  করেন অর্থাৎ বিটকয়েন বিটিসি লাইট কয়েন, ট্রাস্ট ওয়াল্লেট কনভার্ট করে আপনি বিকাশের মাধ্যমে টাকা নিয়ে আসতে পারবেন। বর্তমানে বিকাশ একাউন্ট সবার একটা করে থাকা দরকার। 

বিকাশ একাউন্ট এর মাধ্যমে আপনি যেখান থেকে কোন প্রসেস এর মাধ্যমে টাকা লেনদেন করতে পারবেন খুব সহজে । 

বাংলাদেশের মধ্যে রকেট,নগদ, বিকাশ ইত্যাদির  মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য ও ভাল মাধ্যম হলো বিকাশ । তাই অবশ্যই আজকের পোস্ট মনোযোগ দিয়ে দেখে বিকাশ একাউন্ট খুলে নিবেন । 

বিকাশ একাউন্ট খুলতে হলে আপনাকে অবশ্যই  আপনার মোবাইল ফোনে বিকাশ অ্যাপস টি ডাউনলোড করতে হবে । নিচে আমি ডাউনলোড লিঙ্ক দিয়েছি এখান থেকে আপনি ডাউনলোড করে নিন । 

https://bka.sh/nextc=signup&uuid=C10DS66G2

বিকাশ অ্যাপস ইন্সটল করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে । 

Screenshot_20210701-001352.jpg

তো এখানে যেখানে রয়েছে লগইন/ রেজিস্ট্রেশন করুন তো আপনি এখানে একবার ক্লিক করুন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেজে 

Screenshot_20210701-001417.jpg

 আপনি আপনার মোবাইল নাম্বারটা দিতে বলবে তো আপনি সেখানে নিচে মোবাইল নাম্বারটা দিয়ে দিন দিয়ে  দেওয়ার পর  পরবর্তী অপশনে ক্লিক করুন । এরপর আপনার মোবাইল নাম্বারে একটি  ভেরিফিকেশন কোড চলে আসবে। 

Screenshot_20210701-001429.jpg

 আসার পর আপনি সেখানে তা বসিয়ে দিবেন এরপর কনফার্ম করুন সেখানে ক্লিক করুন। 

ক্লিক করার পর দেখবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেজ শো হয়ে যাবে  

Screenshot_20210701-001433.jpg

সেখানে বলবে আপনার অপারেটর সিলেক্ট করার জন্য তো আপনি অবশ্যই আপনার কোন সিম সেই অপারেটর  সিলেক্ট করবেন । করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে

Screenshot_20210701-001448.jpg

আপনাকে বলবে অবশ্যই আপনার মোবাইল ফোনের  ভেরিফিকেশন কোড চেক করুন তো আপনি নিচের দিকে দেখতে পাবেন কনফার্ম করুন সেখানে ক্লিক করবেন । ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেজ দেখবেনg

Screenshot_20210701-001500.jpg

সেখানে নিচের দিকে আছে ' আমি সম্মত আছি 'সেখানে ক্লিক করবেন । ক্লিক করার পর আপনাকে বলবে  তিনটি স্টেপে তিনটি ধাপে  আপনি বিকাশ একাউন্ট খুলুন। 

Screenshot_20210701-001505.jpg

এরপর আপনি নিচের দিকে দেখবেন এনআইডি এর ছবি তুলুন সেখানে ক্লিক করুন । ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। 

Screenshot_20210701-001515.jpg

আপনি এখানে আপনার এনআইডি কার্ড এর প্রথম পেজ এর ছবি উঠাবেন । এর পর আর একটা ইন্টারফেজ আসবে

Screenshot_20210701-001528.jpg

সাবমিট এ ক্লিক করুন।  এরপর আরেকটি ইন্টারফেস আসবে সেখানে বলবে এনআইডি এর পিছনের দিকের ছবি উঠান। 

Screenshot_20210701-001539.jpg

তো আপনি পিছনের দিকে ছবি উঠাবেন । আবার আগের মতো আবার   সেখানে আপনি সাবমিট করুন অপশনটি পাবেন তো সাবমিট করুন ওখানে ক্লিক করবেন । ক্লিক করার পর আপনার সব তথ্য সেখানে শো করবে।

Screenshot_20210701-001601.jpg

 তো আপনি অবশ্যই সব তথ্য দেখে নিবেন। এরপর পরবর্তী অপশনে ক্লিক করবেন নিচের দিকে তাকিয়ে দেখলে দেখতে পাবেন ।  এরপর আরেকটা পেইজ আসবে 

Screenshot_20210701-001613.jpg

সেখানে আপনার লিঙ্গ ব্যবসায়ীক আয় ইত্যাদি যা যা দরকার তা সিলেক্ট করে দিবেন । এরপর পরবর্তী অপশনে ক্লিক করুন তারপর আপনার ছবি অর্থাৎ যার এনআইডি কার্ড অবশ্যই তার এক কপি ছবি উঠাতে হবে

Screenshot_20210701-001624.jpg

অবশ্যই ছবি উঠানোর সময় চোখ মিটমিট করবেন যেন আপনার এনআইডির সাথে মিলে যায় । তারপর আপনার সামনে চেহারা সামনে আনুন বলে একটা পেজ আসবে সেখানে আপনি আপনার চেহারাটা ধরবেন যেন এনআইডি সাথে মিলে, 

অবশ্যই যার এনআইডি কার্ড  তাকে সামনে ধরতে হবে তার পেইজটা । তারপর আরেকটা পেইজ আসবে সেখানে নিচের দিকে দেখতে পাবেন 

Screenshot_20210701-001651.jpg

নিশ্চিত করুন সেখানে ক্লিক করবেন। তারপর আবার আপনাকে বলবে কনফার্মেশন কোড এর জন্য অপেক্ষা করুন নিচে রকম নিচের ছবির মত একটা পেজ দেখতে পাবেন ।

Screenshot_20210701-001702.jpg

এরপর আবার প্রথম পেজ এর মত একটা পেজ পাবেন তো সেখানে রেজিস্ট্রেশন বাটন এ ক্লিক করুন  তারপর আবার আপনার ফোন নাম্বারটি দিন। এর পর পরবর্তি তে ক্লিক করে দেওয়ার পর অপারেটর সিলেক্ট করে দিন।

অপারেটর সিলেক্ট করার পর  আবার একটা  ভেরিফিকেশন কোড আসবে সেটা অটোমেটিকলি বসবে না বাসলে আপনি বুসিয়ে দিবেন এরপর পরবর্তী তে ক্লিক করবেন।  এরপর বলবে নতুন পিন সেট করুন 

Screenshot_20210701-001755.jpg

তো  আপনি নতুন পিন সেট করে দিবেন। ফিন দেওয়ার সময় প্রথম 0 দিবেন না কখনো 001 সংখ্যার যেমন 12345  ইত্যাদি সংখ্যা দেওয়া থেকে বিরত থাকুন । এরপর কনফার্ম করুন এ ক্লিক করুন ।

Screenshot_20210701-001817.jpg

তারপর আবার   আপনাকে পিন টা দিতে হবে তারপর নিচের লাইনে আবার পিনটা দিতে হবে । পিন দেওয়ার পর  আপনি আপনার নাম  ইত্যাদির একটা পোষ্ট দেখতে পাবেন । 

Screenshot_20210701-001839.jpg

এরপর কনফার্ম করুন এ ক্লিক করে দিবেন। তার পর আরেকটা ইন্টারফেজ আসবে Click করেন দেওয়ার পর আপনি শু রু করেন  বাটনে ক্লিক করার পর আপনি বিকাশে ইন্টারকোর্স তা দেখতে পাবেন । 

তো ভাই অবশ্যই যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন  ধন্যবাদ।  আপনার বুঝতে অসুবিধা হলে অবশ্যই অবশ্যই ইউটিউব থেকে ভিডিও দেখে নিবেন। 

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
Istiak Ahmed - Feb 9, 2022, 4:29 PM - Add Reply

অনেক সুন্দর হয়েছে

You must be logged in to post a comment.
MD OMAR FARAQUE - Feb 9, 2022, 7:55 PM - Add Reply

Comment:niec
Omar Faraque
[email protected]

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

Related Articles