ফেসবুক কি শুধুই যোগাযোগ মাধ্যম? নাকি ফেসবুক মানুষের কোনো উপকারে আসে? ফেসবুক আমাদের কাদের জন্য?
ফেসবুক কি শুধু উপকারে আসে?
ফেসবুক আমাদের যেমন উপকারে আসে ঠিক তেমনি আমাদের জন্য ক্ষতির কারণ ও হয়ে দাঁড়ায় কোনো কোনো সময়, তবে তাদের জন্যই ক্ষতির কারণ হয়, যারা বেশি আবেগপ্রবণ হয়ে যায় কিন্তু এই আবেগের মধ্যে পড়ে যারা উদাসীন হয়ে যায় নিজের ব্যাপারে, তাদের জন্যই ফেসবুক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
Caption
ফেসবুক মানুষের কোনো উপকারে আসে?
তবে কিছু কিছু মানুষের জন্য উপকারী হয় সেই ফেসবুক যেমন,
- ফেসবুক কখনো যোগাযোগ মাধ্যম হয়,
- কখনো নিজের মুখের ভাষাকে ফুটিয়ে তুলতে সক্ষম হয়,
- মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে সেটা শিক্ষা দেয়,
- সুন্দর চরিত্র গঠনেও অনেক ভূমিকা রাখে সেই ফেসবুক,
ফেসবুক কি শুধু যোগাযোগ মাধ্যম?
ফেসবুক শুধু যোগাযোগ মাধ্যম মূলত তা নয়, বরং এটাও হতে পারে ফেসবুক সম্পর্ক সৃষ্টি করার মাধ্যম, এই ফেসবুকের মাধ্যমে এমন অনেক প্রীয়জন আছে যাদের সাথে মিশে আছে আমাদের রক্তের সম্পর্ক কিন্তু যোগাযোগ না থাকার কারণে কেমন যেন সম্পর্ক দুরে সরে যাচ্ছে ঠিক সেই সময় এই ফেসবুক আমাদের সম্পর্ক কে নতুন জীবন দান করে, শুধু তাই না অনেক এমন আছে যারা ফেসবুকের মাধ্যমে অনেক অসহায় মানুষের পাশে দাঁড়াতে সক্ষম হতে পারে, এজন্য ফেসবুক শুধু যোগাযোগ মাধ্যম না বরং ফেসবুক হলো।
- সম্পর্ক ঠিক রাখার মাধ্যম,
- অসহায়দের পাশে দাঁড়ানোর মাধ্যম,
- অগোছালো জীবনকে গুছিয়ে তুলার মাধ্যম,
- মানুষকে প্রকৃত মানুষ বানানোর মাধ্যম,
ফেসবুক আমাদের কাদের জন্য?
ফেসবুক আমাদের প্রত্যেকের জন্য তবে প্রতিটা মানুষ তার বিবেকের কাছে যখন কিছু প্রশ্ন ছুড়ে দিয়ে তাঁর উত্তর নিজের থেকেই ফিরে আনতে পারে তাদের জন্য ফেসবুক উপকারী হবে, নয়তো ফেসবুক বাকি অন্যদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।
সারকথা
ফেসবুক থেকে মানুষ যেমন উপকার অর্জন করতে পারে, ঠিক তেমনি অপকার ও অর্জন করতে পারে, এজন্য আমাদেরকে আবেগময় অবস্থায় ফেসবুক না চালিয়ে বিবেক দিয়ে ফেসবুক ব্যাবহার করাতে প্রত্যেকের কল্যান বয়ে আনতে সক্ষম হবে সেই ফেসবুক।
You must be logged in to post a comment.