আস্সালামু আলাইকুম! প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আবারো আমি নতুন আর ও একটি পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কম্পিউটারের জন্য সেরা ৭টি এন্টিভাইরাস সফটওয়্যার এবং এগুলোর ফিচার।
ত চলুন বন্ধুরা আর দেরি না করে চলে যাই আমাদের মূল আলোচনায়।
সূচনা:-
এন্টিভাইরাস সফটওয়্যার একটি কম্পিউটারের রক্ষাকবচ হিসাবে কাজ করে। কম্পিউটার সুরক্ষিত রাখার জন্য এন্টিভাইরাস সফটওয়্যারের কোন বিকল্প নেই।
এটি আমাদের কম্পিউটারের সমস্ত প্রয়োজনীয় ফাইল চুরি বা নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করতে সাহায্য করে।
কম্পিউটার আমাদের দৈনন্দিন জীবনের একটি অতি গুরুত্বপূর্ণ বস্তু। আর তাই কম্পিউটার সুরক্ষিত রাখা আমাদের দায়িত্ব।
এন্টিভাইরাস কি?
এন্টিভাইরাস হলো এমন একটি সফটওয়্যার যা ভাইরাসের বিরুদ্ধে কাজ করে ভাইরাস ধ্বংস করে।
এন্টিভাইরাস সফটওয়্যার কেবল একটি ভাইরাসই দূর করে না এটি ভবিষ্যতে আপনার কম্পিউটারে সংক্রামিত হতে পারে এমন ভাইরাসকে ও খুঁজে বের করে এটি ধ্বংস করে দেয়।
এন্টিভাইরাস কম্পিউটারের কি কি ক্ষতি করতে পারে?
ভাইরাস হলো একটি অপ্রয়োজনীয় প্রোগ্রাম, যা আপনার অজানতেই আপনার সিস্টেমে প্রবেশ করে প্রয়োজনীয় সব তথ্য মুহুর্তেই ধ্বংস করে দিতে পারে!
আর তার জন্য ভবিষ্যতে আপনাকে অনেক বড় ধরনের সমস্যার সম্মূখীন হতে পারে।
মানুষের ভাইরাস যেমন মানুষকে অসুস্থ করে, ঠিক তেমনি কম্পিউটার ভাইরাস ও কম্পিউটারকে অসুস্থত করে ফেলে।
কম্পিউটার ভাইরাস দ্বারা আক্রান্ত হলে নিম্নেলিখিত উপায় গুলো আপনার কম্পিউটারকে প্রভাবিত করতে পারে।
- তথ্য হ্রাস পায়।
- কম্পিউটার স্লো কাজ করবে।
- ঘন ঘন কম্পিউটার ক্রাশ হয়।
- কম্পিউটারে কোন কাজ করতে অসুবিধা হয়।
- ফাইলগুলোর ক্ষতি হয় বা ডিলিট হয়ে যায়।
- পুনরায় হার্ড ড্রাইভ ডিস্ক ফরম্যাট করতে হয়।
এতে আপনারা সচেতন হয়ে ভালো কোন এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করোন।
নিচে সেরা ৭টি এন্টিভাইরাস সফটওয়্যার আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এবং সাথে সেগুলোর স্পেশাল ফিচার বা বৈশিষ্ট ও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।
টপিক সূচি:-
- Amiti Antivirus.
- Avast Antivirus.
- AVG Antivirus.
- Adaware Antivirus.
- Avira Antivirus.
- Forticlient Antivirus.
- Baidu Antivirus.
1.Amiti Antivirus.
এন্টিভাইরাস জগতের একটি পরিচিত নাম Amita Antivirus.।এটি ভাইরাস অনুসন্ধান করার দিক দিয়ে বেশ জনপ্রিয়।
এই সফটওয়্যারটি কম্পিউটার থেকে ভাইরাস খুঁজে খুঁজে বের করে ধ্বংস করার জন্য খুব ভালো একটি এন্টিভাইরাস।
এই এন্টিভাইরাস চার ধরনের স্ক্যানিং করতে পারে।
ফিচার:-
- অতিরিক্ত মেমরি দখল করে না।
- সহজে ব্যবহার যোগ্যা।
- পরিচালনার সব নির্দেশনা স্কেনেই দিয়ে দেয়।
- সংক্রিয়ভাবে আপডেট করতে পারে।
2.Avast! Antivirus.
কম্পিউটারের যত গুলো সেরা এন্টিভাইরাস সফটওয়্যার রয়েছে তার মধ্যে অন্যতম একটি সফটওয়্যার হলো Avast!Antivirus.।
প্রাচীনতম এন্টিভাইরাস সংস্থান গুলোর মধ্যে অন্যতম একটি এন্টিভাইরাস হলো Avast!
এই এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহারকারীদের ১৯৮৮ সাল থেকেই সুরক্ষা দিয়ে আসছে।
এটি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এন্টিভাইরাস সফটওয়্যার। এটির ব্যবহারকারীর সংখ্যা কয়েক মিলিয়ন।
Windows 7,Windows 8, Windows 10,Vista কিংবা XP এগুলোর যে কোন একটি তে আপনি এটি ব্যবহার করতে পারবেন।
ফিচার:-
- স্মার্ট স্ক্যান।
- সুরক্ষিত DNS.
- বুদ্ধিমান এন্টিভাইরাস।
- অটোমেটিক সফটওয়্যার আপডেট।
- ডাটা সুরক্ষা।
- হোম নের্টওয়াক সুরক্ষা করতে পারে।
3.AVG Antivirus.
কম্পিউটারের ফ্রী এন্টিভাইরাস সফটওয়্যারের অন্যতম অগ্রদূত AVG Antivirus।
অনেক পরীক্ষায় ভালো স্কোর করার জন্য এবং ফিশিং এর বিরুদ্ধে ভালো সুরক্ষার জন্য Pc mag AVG এন্টিভাইরাস বিনামূল্যে প্রশংসা করেছে।
আর গত এক দশক ধরে তার সাফল্যের জন্য AVG অনেক পুরষ্কার অর্জন করেছে।
ফিচার:-
- অটোমেটিক ভাইরাস স্ক্যানিং।
- এন্টি-স্পাইরাল স্কেনের একটি বিশেষ গুন।
- ই-মেইল স্ক্যানিং, লিংক স্ক্যানিং সহ আর ও অনেক বিশেষ ক্ষমতা রয়েছে।
- এটি আক্রান্ত ফাইন মুছতে সাহায্য করে।
- ব্যাক্তিগত তথ্য উন্মুক্ত হওয়া থেকে রক্ষা করে।
4.Adaware Antivirus.
Adaware Antivirus পূর্বে Lovasoft নামে পরিচিত একটি সংস্থা ছিল।Adaware Antivirus ফ্রী Adaware থেকে এসেছে।
আপনাদের যদি ই-মেইল স্ক্যানিং এর কোন সমস্য থাকে তবে Adaware Antivirus ফ্রি সফটওয়্যার টি আপনাদের সেরা সহায়ক হবে।
কম্পিউটারকে ভাইরাস মুক্ত এবং সুরক্ষিত রাখতে এই সফটওয়্যারের কোন বিকল্প নেই।আর এই সফটওয়্যার আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারবেন।
Windows 7,Windows 8, Windows 10,Vista কিংবা XP এগুলোর যে কোন একটি তে আপনি এটি ব্যবহার করতে পারবেন।
ফিচার:-
- ক্ষতিকর প্রসেস বন্ধ করে।
- আক্রান্ত ফাইল ব্লক করে।
- অন ডিমান্ড স্ক্যানার।
- এক্টিভ ভাইরাস নিয়ন্ত্রন করে।
- রিয়েল টাইম সুরক্ষা।
- ই-মেইল সুরক্ষা,নেটওয়াক সুরক্ষা। ইত্যাদি।
5.Avira Antivirus.
দীর্ঘ ৩০ বছর ধরেই কম্পিউটারের সুরক্ষা দিয়ে আসছে Avira Antivirus।
এটি হাই কোয়ালিটি এবং মার্জিত টাইপের ফ্রী এন্টিভাইরাস সফটওয়্যার হিসাবে পরিচিত।
কাজের ক্ষেত্রে এটি বেশ নিট এন্ড ক্লিন তবে এটি কম্পিউটারের বেশি জায়গা দখল করে তাকে।এটি খুব সহজেই ভাইরাস দমন করতে পারে।
Windows 7,Windows 8, Windows 10,Vista , XP এবং এগুলোর পাশাপাশি MAC এবং Linux ব্যবহারকারী ও এটি ব্যবহার করতে পারবেন।
ফিচার:-
- মেইল সংযুক্তি গুলো স্ক্যান করে।
- কোন বিজ্ঞাপন নেই।
- USB ডিভিইস গুলো স্ক্যান করে।
- সীমাহীন গ্রাহক সমর্থিত।
- ডাউনলোড,টরেন্টস, ক্লাউড স্টোরেজ স্ক্যান করে।
6.Forticlient Antivirus.
ফোর্টিগেট নেটওয়াক সুরক্ষা এপ্লায়েন্স উৎপাদন কারী সংস্থার দ্বারা তৈরি একটি পরিচিত এন্টিপ্রাইজ সুরক্ষা সারঞ্জম হলো Forticlient Antivirus।
এই সরঞ্জামটি এন্টারপ্রাইজ ম্যানেজমেন্ট সার্ভের মাধ্যমে ব্যবহারের জন্য এটি ডিজাইন করা হয়েছে।
শেষ পর্যায়ে এটি কেন্দ্রীয় ভাবে পরিচালিত নেটওর্য়াক এন্টিভাইরাস সুরক্ষা সরবরাহ করে।
এই সফটওয়্যারটি ভাইরাসের পাশাপাশি Bots, worm, troyans, spywec এর দিকে ও সজাগ দৃষ্টি রাখে।
Windows 7,Windows 8, Windows 10,Vista কিংবা XP এগুলোর যে কোন একটি তে আপনি এটি ব্যবহার করতে পারবেন।
ফিচার:-
- সহজে ব্যবহার যোগ্যা।
- উন্নত হিউরিস্ট্রিক্স সহ রিয়েল টাইম এন্টিভাইরাস।
- দুর্ভল স্ক্যান এবং আউটবাউন্ড বিপিএন সংযোগ গুলো কনফিগার করতে ব্যবহার করা যায়।
- কম্পিউটার ভাইরাস মুক্ত করতে সাহায্য করে।
7.Baidu Antivirus.
Baidu Antivirus এটি সর্ম্পূণ একটি ফ্রি এন্টিভাইরাস সফটওয়্যার।কঠিন সুরক্ষা সরবরাহ করার জন্য ব্যবহারকারীরা এটি ব্যবহার করে থাকেন।
আর এই এন্টিভাইরাস সফটওয়্যার টি ব্যবহার করা অনেক সহজ। নতুনদের জন্য এটি বেশ কার্যকর একটি সফটওয়্যার।
পুরো কম্পিউটার পরীক্ষা করার জন্য এতে এমন স্ক্যান রয়েছে যা দ্রুত স্ক্যান করে নির্দিষ্ট সমস্য অনুসন্ধান করতে পারে।
ফিচার:-
- অটো আপডেট USB ডাইভ স্ক্যান ।
- বিদেশি হুমকির বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে।
- পাসওর্য়াডের ব্যবস্থা রয়েছে।
- Windows 7,Windows 8, Windows 10,Vista কিংবা XP ব্যবহারকারীরা এটি ব্যবহার করতে পারবেন।
শেষ কথা:-
ত প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকে আলোচা কম্পিউটারের জন্য সেরা ৭টি এন্টিভাইরাস সফটওয়্যার নিয়ে।
ত আশা করছি বন্ধুরা আপনারা যদি এই পোষ্টটি ভালো ভাবে শেষ পর্যন্ত পড়েন তবে ইনশা আল্লাহ আপনারা সবাই অনেক উপকৃত হবেন।
আর আপনাদের কম্পিউটারে যদি এমন কোন সমস্যা দেখা দেয় তবে উপরে উল্লেখিত এন্টিভাইরাস সফটওয়্যার থেকে যে কোনটি ব্যবহার করে কম্পিউটারকে ভাইরাস মুক্ত রাখতে পারবেন।
আর পোষ্টটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন।আর পোষ্টটি ভালো লাগলে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন।
আর পোষ্টটি সর্ম্পকে যদি কিছু জানার থাকে তবে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আমি ইনশা আল্লাহ যতটা জানি চেষ্টা করব আপনাদের সাহায্য করার।
ত বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।
আবারো খুব শীঘ্রই নতুন কোন পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবে।আর এতক্ষন মনোযোগ সহকারে ধৈর্য ধরে সমস্ত পোষ্ট পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
আল্লাহ হাফেজ।
You must be logged in to post a comment.