এনড্রয়েড আপডেট করার সহজ পদ্ধতি। নিজেই নিজের ফোন আপডেট করে নিন

বর্তমানে এন্ড্রয়েড একটি জনপ্রিয়  অপারেটিং সিস্টেম। সময়ের সাথে সাথে  এর আপডেট  হচ্ছে।এই আপডেটগুলো দুই ভাবে ব্যবহার করা যায়। ১.অফিসিয়াল ২.আনঅফিসিয়াল(কাস্টম  রম)

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

মোবাইলে আমরা দুই ধরনের সফটওয়্যার দেখি।যথা:

১. ইন বিল্ট

২. থার্ড পার্টি

সময়ের সাথে সাথে এন্ড্রয়েড এর অনেক ভার্সন তৈরি হয়েছে।এটি ১.৫ থেকে বর্তমানে এন্ড্রয়েড ১১ পর্যন্ত রিলিজ হয়েছে।যতই আপডেট  ভার্সন ব্যবহার  করবেন ততই বেশি সুবিধা ভোগ করবেন।কিন্তু  সিস্টেম  Os পরিবর্তন  করা একটু জটিল।দুইভাবে এটি করা য়ায়।যথা:-

১. অফিসিয়াল

২.আনঅফিসিয়াল(কাস্টম রম)

অফিসিয়াল আপডেট

এন্ড্রয়েডের অফিসিয়াল আপডেট হলো এর নব্য সংস্করণ  যা আপনার  মোবাইল  কোম্পানি  সকল মডেলের জন্য আপলোড  করবে এবং আপনি  এটি সহজে ও নিরাপদ  ভাবে ব্যবহার  করতে পারবেন। চলুন ধাপগুলো দেখে নিই:

১. প্রথমে সেটিং  এ গিয়ে "About  phone "/"Phone  status " এ ক্লিক করুন।

২. আপনার বর্তমান  এন্ড্রয়েড ভার্সন দেখে নিন।এরপর উপরের "Software Update " এ ক্লিক করুন।

৩. এবার "Cheak for update " এ ক্লিক করুন।অবশ্যয় ইন্টারনেট ওন করে করবেন।

৪. যদি আপনার  মোবাইল  কোম্পানি  আপডেট রিলিজ করে থাকে তাহলে আপডেট  দখাবে। এখান থেকে আপডেট  টি ইনস্টল করুন।

★কিন্তু  যদি আপনার  মোবাইল  কোম্পানি আপডেট  প্রকাশ  না করে থাকে তহলে কি করবেন।

উপায় দুই টি। যথা:

১. আপডেট  প্রকাশ  না হওয়া পর্যন্ত  অপেক্ষা করুন।

২. কাস্টম  রম ব্যবহার  করুন।

এখন প্রশ্ন  হচ্ছে, কাস্টম  রম কি?  এটি কিভাবে ব্যবহার  করব?  এর উপকারিতা বা অপকারিতা কি?চলুন দেখে নেওয়া যাক:

★ কাস্টম  রম কি?

কাস্টম  রম হলো এক ধরনের  সফটওয়্যার।  এটি বিভিন্ন অপারেটিং সিস্টেম  বা ভার্সনের হয়।

আপনার মোবাইল  এর রমে যদি এন্ড্রয়েড ৪.১ বা ৪.৪.২ বা এর নিচের বা উপরের ভাড়সনের হয়ে থাকে এবং আপনি যদি এই ভার্সন পরিবর্তন করতে চান?এবং আপনার মোবাইল  এ অফিসিয়াল আপডেট  না এলে যে সফটওয়্যার ব্যবহার  করে ফোনে নতুন এন্ড্রয়েড ভার্সন চালু করবেন, সেই সফটওয়্যার হলো কাস্টম  রম।

একটি মোবাইল  এর রমে যেমন এন্ড্রয়েড ভার্সন, বিভিন্ন সফটওয়্যার, বিভিন্ন এপস ইন বিল্ট থাকে সেরকম কাস্টম  রমেও বিভিন্ন এন্ড্রয়েড ভার্সন, প্রয়োজনীয়  কিছু সফটওয়্যার দেওয়া থাকে।ফ্ল্যাস করার পর এটিই আপনার মোবাইল  এর ইন বিল্ট রম এর মতো কাজ করবে বা ব্যবহৃত হবে।তবে আপনার মোবাইল  এর মডেলের সাথে খাপ খায় এরকম এন্ড্রয়েড ভার্সন সংবলিত রম ইনস্টল করুন।

★কাস্টম  রম কিভাবে ব্যবহার  করব?

কাস্টম  রম সম্পর্কে জানা হলো।আপনি কি কাস্টম  রম ইনস্টল করতে প্রস্তুত? চলুন দখে নিই পদ্ধতি:

১. প্রথমে আপনার একটি রুটেড মোবাইল  লাগবে। রুট করা না থাকলে Kingroot বা Kingoroot ইত্যাদি সফটওয়্যার ব্যবহার করে করে নিন।এর পর রুট চেকার বেসিক এপটি থেকে নিশ্চিত  হন যে মোবাইল  টি রুট হয়েছে কিনা।

২. এবার গুগলে সার্চ দিয়ে আপনার মোবাইল  এর মডেলের জন্য যে কাস্টম  রমটি রয়েছে সেটি এপিকে ফাইল ডাউনলোড করে এসডি কার্ডে কপি করে নিন।

৩. এবার মোবাইল  টি শাট ডাউন করে ফেলুন। 

৪. এরপর ভলিউপ আপ +পাওয়ার +হোম স্ক্রিন বাটন একসাথে  চেপে ধরুন।আপনার  মোবাইল  এর রিকভারি মোড অন হবে।এবার আপনার মোবাইল  এর আসল রম টি এসডি কার্ডে ব্যাক আপ করে নিন।এজন্য মেনু থেকে Backup  তারপর স্টোরেজ  সিলেক্ট  করুন।এটা ৬থেকে ৭ মিনিট  লাগতে পারে।

৫. এরপর Wipe data তে ক্লিক করুন। তারপর ওয়াইপ ক্যাশে, wipe dalvic cache তে ক্লিক করুন।(এটি আপনি advanced  options  এ পাবেন)

৬. এরপর Mount  and storage  এ যান।এরপর Format data,format system  এ ক্লিক করুন।

৭. এরপর cwm/twrp তে ফিরে আসুন।এসডি কার্ড থেকে রমটি ইনস্টল করে ফেলুল।

৮. এরপর ফোনটি রিবুট করুন।এটি ১০ মিনিট  সময় নিতে পারে  

ব্যাস কাজ শেষ।এখন আপনি কাস্টম  রম ব্যবহার  করতে পারবেন।

★ কাস্টম  রম এর উপকারিতা:

কাস্টম  রম এর উপকারিতার শেষ নেই। আপনার আসল রম সর্বোচ্চ যে ভার্সন পর্যন্ত  আপডেট  দিতে পারে, তার চেয়ে ওপরের ভার্সন আপডেট  দিতে পারে।সেই সাথে আপনার মোবাইল  এর ওল্ড ভার্সন এর জন্য যে সমস্যা গুলো হতো সেগুলো দুর হয়ে যাবে।নতুন ফিচার ব্যবহার  করতে পারবেন।

কাস্টম  রম এর বাগ এর সমস্যা  ছাড়া অন্য সমস্যা হয় না।তবে ভুলভাবে করলে মোবাইল  ব্রিক করতে পারে।

ধন্যবাদ

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
Arpon Kumar - Jul 2, 2021, 3:13 PM - Add Reply

১০০% কার্যকর।

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ