ইউটিউব ভিডিও ডাউনলোড করার সেরা ৫টি ওয়েবসাইট

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে ৫টি ইউটিউব ভিডিও ডাউনলোড করার ওয়েবসাইট সম্পক বলবো,

আশা করি আপনাদের ভালো লাগবে,তো দেরি না করে শুরু করে দেই আমাদের আজকের আর্টিকেলে।

আমরা অনেক এ আছি যারা Android ফোন ব্যাবহার করি আর আমার জানা মতে সকল Android মোবাইলে ইউটিউব থাকে।

তো আমরা অবশ্যাই সবাই ইউটিওব দেখি। কিন্তু আমরা চাই আমাদের পছন্দের গান বা ভিডিওটি মেমরি তে ডাউনলোড করে রাখতে।

ইউটিউব এ এমন কোনো অপশন এখন নেই যার মাধ্যমে আমরা ভিডিওটি মেমরিতে রাখতে পারব, ইউটিওব ডাউনলোড অপশন আছে,

তবে সেটা ডাউনলোড করা হলে শুধু ইউটিওব অ্যাপ এই থাকে আর ফোন যদি রিসেট করা হয় তাহলে আপনার পছন্দের ভিডিওটি ডিলেট হয়ে যায়,

যেটা মেমরিতে রাখলে হয় না,তাই আমরা ইউটিওব ভিডিও ডাউনলোড করার জন্য থাড পাটি অ্যাপ বা ওয়েবসাইট ব্যাবহার করে থাকি, কিন্তু কিছু থাড পার্টি অ্যাপ বা ওয়েবসাইট এ ads শো হয় অনেক বেশি তাই আমাদের অনেক সমস্যয় পড়তে হয়।

তাই আপনাদের সাথে ৫টি ভালো ওয়েবসাইট শেয়ার করব।

10convert.Com

10convert হলো সবচেয়ে জনপ্রিয় একটি ওয়েবসাইট । এই ওয়েবসাইটে প্রবেশ করলে আপনি একটি অ্যাডস ও দেখতে পারবেন না. এখান থেকে আপনি Mp3, mp4, HD,3GP সকল ফরম্যাটে ভিডিও ডাউনলোড করতে পারবেন।

কিভাবে ডাউনলোড করবেন

প্রথমে আপনার ইউটিওব ভিডিওর লিংকটি কপি করুন। ফোনের যেকোনো একটি ব্রাউজার ওপেন করে কপি করা লিংকটি পেস্ট করুন m.youtube.com/video_id লিংক থেকে m. টা কেটে দিয়ে cs বসিয়ে দেবেন ব্যাস
এখন আপনি সকল ফরম্যাট দেখতে পারবেন যেটা ইচ্ছে সেটাতে ক্লিক করে ডাউনলোড করে নিন

আশা করি বাকি ওয়েবসাইটগুলো থেকে কিভাবে ডাউনলোড করতে হয় বলতে হবেনা।

বাকি চারটি সাইট

  1. Genyt.Com
  2. tube71.xyz
  3. YT1S.Com
  4. ytmate.Xyz

শেষ কথা

এইটা আমার ট্রিকবিডিতে পোষ্ট যদি কিছু ভুল থাকে ক্ষমা করে দেবেন, আর স্কিনশট না দিতে পারায় আমি দুঃখিত, অনেক কষ্টে বাটন মোবাইল দিয়ে লিখেছি তাই আশা করছি সবাই একটা করে কমেন্ট করে যাবেন। ধন্যবাদ* ভালো থাকবেন।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ

লেখালেখি করতে ভালোবাসি চাইলে আমার ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন http://askguru.Xyz