truelancer সাইটে যেভাবে ইনকাম করবেন? জেনে নিন বিস্তারিত। বর্তমানে বিশ্ব ডিজিটাল বিশ্ব আর এই ডিজিটাল বিশ্বে সবাই ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং এর দিকে মনযোগ দিচ্ছে কিভাবে ঘরে বসে অনলাইন এর মাধ্যমে টাকা ইনকাম করা যায়।
বর্তমানে শত শত মানুষ ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করছে এবং অনেক টাকা ইনকাম করতে ও সক্ষম হচ্ছে। তাই আপনাদের জন্য এই রকম একটা সাইট হতে পারে truelancer.com তাই চলুন এই সাইট সম্পর্কে কিছু জেনে নেই।
✔️ truelancer.com কি?
truelancer.com একটি অনলাইন ফ্রিলান্সার সার্ভিস মার্কেটপ্লেস। যেখানে আপনি বিভিন্ন রকমের কাজ করে টাকা ইনকাম করতে পারবেন বা অন্যকে দিয়ে করিয়ে দিতে পারবেন।
✔ এখানে কি কি কাজ করতে পারি?
এখানে সকল কাজ মিলিয়ে প্রায় 11 টি ক্যাটাগরি রয়েছে। ক্যাটাগরিগুলো হল;
1. IT and programming.
এই ক্যাটাগরির কাজগুলো হচ্ছে, ওয়েবসাইট ডিজাইন করা, অ্যাপ্লিকেশন ইন্টেরফেইস ডিজাইন, সফটওয়্যার ব্যবস্থা করা, ইউটিলিটি বিল, গেইম তৈরি করা, ইত্যাদি।
2. Graphic Design & Multimedia.
এই ক্যাটাগরির কাজগুলো হচ্ছে সব ডিজাইনের কাজ, যেমন, লোগো ডিজাইন, বই, পোস্টার, পেকেজ, বিভিন্ন সামগ্রীর ডিজাইন, ওয়েব ডিজাইন, বিজ্ঞাপন এর ডিজাইন ইত্যাদি।
3.Writing.. Content.
এই ক্যাটাগরির কাজগুলো হচ্ছে, আর্টিকেল লেখা, ব্লগ, কপি রাইটিং, অনুবাদ করণ , প্রেস রিলেজ, এডিটিং প্রুফরিডিং, ইত্যাদি
4.Data entry and admin.
এই ক্যাটাগরির কাজগুলো হচ্ছে, ডাটা এন্ট্রি, আর্টিকেল সাবমিট করা, এবং অন্যান্য এন্ট্রির কাজ।
5.finance & according.
এখানে মার্কেটিং এবং একাউন্টটিং ব্যবস্থার সকল কাজ রয়েছে।
6.Selse & Marketing.
এটি অনলাইনে কেনা বেচার একটি ক্যাটাগরির। যেমন, বিজ্ঞাপন দেওয়া, অ্যাফিলিয়েট মার্কেটিং, ইত্যাদি।
7.Customers support & services.
এখানেই সকল ধরনের সাপোর্ট এর কাজ করা হয়,
8. Social media, SEO & SEM.
এই ক্যাটাগরিতে সোস্যাল মিডিয়া, এস,ই,ও সোস্যাল মিডিয়ার বিজ্ঞাপন নিয়ে কাজ করা হয়।
9.Mobile application.
এই ক্যাটাগরিতে মোবাইল অ্যাপ্লিকেশান বিল্ড সহ, সব ধরনের সফটওয়্যার ডেভেলপ এর কাজ রয়েছে।
10. Music & audio.
এই ক্যাটাগরিতে, মিউজিক ইডিট করা, গানের কন্ঠ, গান লেখা, ভয়েস অভার সহ আরো অনেক কাজ রয়েছে।
✔️ কিভাবে এই সাইট থেকে পেমেন্ট নিতে পারব?
truelancer. সাইটে আপনি মূলত দুটি মাধ্যমে পেমেন্ট পেতে পারেন, এক হচ্ছে পেপাল, আর দ্বিতীয়ত হচ্ছে সরাসরি ব্যাংক ট্রান্সফার এর মাধ্যমে।
You must be logged in to post a comment.