টিপি লিংক রাউটার সেটাপ?

টিপি লিংক রাউটার সেটাপ কিভাবে করবেন।আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই।আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন।

আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা আপনাদের টিপি লিংক রাউটার খুব সহজেই সেটাপ করতে পারবেন।তো আর দেরি না করে নিচের দেওয়া উপায় গুলো অনুসরণ করে আপনার টিপি লিংক রাউটারটি সেটাপ করে ফেলুন 

১। টিপি লিংক রাউটারটি বৈদ্যুতিক সংযোগের সাথে যুক্ত  করুন।

২। রাউটারটি  চালু হওয়ার পর আপনার হাতে থাকা মোবাইল ফোন নিন।

৩। মোবাইলের ওয়াইফাই সেটিং এ যান।

৪।সেখান থেকে টিপি লিংক নামে একটি ওয়াইফাই নাম দেখতে পারবেন সেটির উপরে টাচ করুন

৫।এরপর সেখানে রাউটারের ৮ ডিজিটের পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করুন । 

 বিশেষ দ্রষ্টব্যঃ রাউটারের ৮ ডিজিটের পাসওয়ার্ড পাবেন আপনার রাউটারের পিছনে স্টিকারে লেখা  আছে।                                 

৬। ওয়াইফাই কানেক্ট হওয়ার পর আপনার মোবাইলে থাকা যেকোনো ব্রাউজার ওপেন করুন।

৭। ব্রাউজার ওপেন করার পর সেখানে (192.168.0.1 বা 192.168.1.1) এই দুইটার যেকোনো একটি লিখে সার্চ করুন ।

৮। এরপর ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগিন করুন। (ইউজার আইডি আর পাসওয়ার্ড হচ্ছে admin)

৯। লগিন করার পর আপনার সামনে একটি পেইজ আসবে quicke setup নামে।

১০। এরপর আপনারা নিচে দেখতে পারবেন  next নামে একটা এপশন।।পর পর ২ বার এই রকম next  এ ক্লিক করবেন।

১১। এরপর আপনাদের সামনে অনেক গুলা অপশন আসবে সেখান থেকে শুধু (PPPoE/Russia PPPoE) এইটাতে ক্লিক করে next অপশনে ক্লিক করবেন।

১২। এরপর আপনাদেরকে ইউজার আইডি আর পাসওয়ার্ড বসাতে হবে। বিশেষ দ্রষ্টব্যঃ ইউজার আইডি আর পাসওয়ার্ড না জানলে আপনারা যাদের থেকে লাইন নিয়েছেন ওনাদের কাছ থেকে জেনে নিবেন  আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ড কি?

১৩। ইউজার আইডি আর পাসওয়ার্ড বসানোড় পর next বাটনে ক্লিক করবেন।

১৪। এরপর আপনারা আপনাদের মন মতো একটা ওয়াইফাই নাম আর ৮ ডিজিটের বা তার উপর একটা পাসওয়ার্ড দিয়ে next অপশনে ক্লিক করে দিবেন।

১৫। এরপর সব কিছু ঠিক আছে কি না একবার চেক করে দেখে নিবেন আর নিচে দেখবেন save অপশন দেওয়া আছে ।সেখানে ক্লিক করে সেইভ করে নিবেন।

ব্যস আপনাদের রাউটার সেটাপ করার কাজ শেষ।।এরপর রাউটারের যেই নাম আর পাসওয়ার্ড দিয়ে সেটাপ করেছেন সেটা দিয়ে ওয়াইফাই কানেক্ট করে নিবেন ।।

এভাবেই খুব সহজে আপনার রাউটারটি সেটাপ করে নিতে পারবেন।।

আশা করি উপরের দেওয়া পদ্ধিতিগুলো অনুশরণ করে আপনি রাউটার সেটাপ করতে পারবেন, ধন্যবাদ।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.