২০২২ সালে অনলাইন ইনকাম করার সেরা ৫ টি উপায়

অনলাইন ইনকাম ২০২২ঃ বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ।আর বর্তমানে কমবেশি আমরা সবাই ইন্টারনেটের সাথে যুক্ত। তাই অনলাইন থেকে ইনকাম করার কথা প্রায় সব সময়ই আমাদের মাথায় ঘুরে।

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

আর তাই অনলাইন ইনকাম এখন  বেশ জনপ্রিয় একটি আয়ের উৎস হিসাবে পরিচিত হয়েছে। তবে ইন্টারনেট থেকে আয় করার উপায় সর্ম্পকে ভালো ধারনা না থাকার কারনে অনেকেই অনলাইনে আয়ের সুযোগ থাকলেও আয় করতে পারেন না।

আর সত্যি কথা বলতে অনলাইনে কাজের কোন শেষ নেই। তবে দুঃখের বিষয় আমাদের মধ্যে অনেকেই নিজেদের দক্ষতা থাকলে ও সঠিক গাইডলাইনের অভাবে অনলাইন ইনকাম করতে পারে না। 

আর তাই আমার আজকের এই পোষ্টে আমি আপনাদের সাথে শেয়ার করব ২০২২ সালে অনলাইন ইনকাম করার সেরা ৫ টি উপায়। ত আশা করছি পোস্টটি পড়ে আপনারা সবাই অনেক উপকৃত হবেন। 

টপিক সূচিঃ-

১/ ওয়েবসাইট তৈরি করে / ব্লগিং করে ইনকাম। 

২/ ফেসবুক থেকে ইনকাম। 

৩/ ট্রান্সলেশন করে আয়।

৪/ ভিডিও এডিটিং করে আয়।

৫/ ভাচ্যুয়াল সহকারী।

*Online income 2022

১/ ওয়েবসাইট তৈরি করে / ব্লগিং করে ইনকাম

বর্তমানে অনলাইন ইনকাম এর সবচেয়ে জনপ্রিয় একটি উপায় হচ্ছে ওয়েবসাইট তৈরি / ব্লগিং করে ইনকাম।আর আমারা কয়েক জন বন্ধু আছেন যারা ব্লগিং করে ঘরে বসে অনলাইন থেকে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করছেন।

আর আপনি হয়তো শুনলে বিশ্বাস করতে পারবেন না যে, তাদের মধ্যে অনেকেই আছেন যারা প্রতিমাসে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করেন।

এই জন্য আমি আপনাদের ওয়েবসাইট তৈরি করে ইনকাম করার পরামর্শ দেব। কারন এখানে আপনি পার্মানেন্ট ভালো পরিমান টাকা ইনকাম করার পথ তৈরি করতে পারবেন। 

আর একটি ওয়েবসাইট তৈরি করা কিন্তু খুব সহজ। এজন্য আপনার প্রয়োজন হবে শুধু একটি ওয়েব-হোস্টিং এবং ডোমেইন। 

এছাড়াও আপনারা চাইলে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তবে, আমি মনেকরি এভাবে ওয়েবসাইট তৈরি না করাই ভালো। কারন এতে আপনারা পরবর্তীতে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে পারেন।

ওয়েবসাইট থেকে যেভাবে টাকা ইনকাম করবেনঃ-

ওয়েবসাইট থেকে মূলত ৩ টি উপায়ে টাকা ইনকাম করা যায় : 

১/ গুগল এডসেন্স ব্যবহার করে।

২/ এফিলিয়েট মার্কেটিং করে। 

৩/ স্পনসর লিংক ব্যবহার করে।

২/ ফেসবুক থেকে ইনকাম। 

বর্তমানে ফেসবুক হচ্ছে একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া। পৃথিবী মানবের একটি বড় অংশ এখন Facebook এর সাথে যুক্ত। আর প্রতিদিন হাজার হাজার লোক Facebook ব্যবহার করে। 

আর তাই এই সুযোগ কাজে লাগিয়ে আপনিও অনলাইনের মাধ্যমে Facebook থেকে টাকা ইনকাম করতে পারবেন। 

Facebook থেকে টাকা ইনকাম করার অনেক উপায় রয়েছে। তবে তার মধ্যে থেকে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জনপ্রিয় ২ টি মাধ্যম;

  • Facebook page থেকে ইনকাম। 
  • Facebook group থেকে ইনকাম। 
  • Facebook page থেকে ইনকাম। 

facebook page এ ভিডিও আপলোড করে টাকা আয় করার কথা প্রায় সবাই জানেন। এটি সাধারনত ভিডিওতে এড দেখানোর মাধ্যমে হয়ে থাকে। 

তবে, ফেসবুক পেজ এর ভিডিওতে এড আসার জন্য আগে আপনাকে ফেসবুকের দেওয়া কিছু শর্ত পূরণ করতে হবে।শর্ত গুলো হচ্ছে ;-

* একটি Facebook page থাকতে হবে। 

* ফেসবুক পেজে ১০,০০০ ফলোয়ার থাকতে হবে। 

* আপনার আপলোড করা ভিডিও তে বিগত ৬০ দিনে কমপক্ষে (১মিনিটের বেশি সময় দেখা হয়েছে এমন) ৩০,০০০ ভিউ থাকতে হবে। 

২/ Facebook group থেকে ইনকাম। 

ফেসবুক থেকে ইনকাম করার আরো একটি জনপ্রিয় উপায় হলো Facebook group। বর্তমানে আমাদের দেশেও অনেক জনপ্রিয় facebook group রয়েছে । 

যেখানে বাংলাদেশের অনেক চাকরির ওয়েবসাইট এর মালিকরা তাদের ওয়েবসাইট এর লিংক শেয়ার করেন।আর এই লিংক শেয়ার করার জন্য ঐ ফেসবুক গ্রুপ গুলোর মালিকদের টাকা দিতে হয়।

তবে, মনে রাখবেন ফেসবুক গ্রুপ থেকে টাকা ইনকাম করার জন্য ঐ গ্রুপে প্রচুর পরিমাণ active members প্রয়োজন।

৩/ ট্রান্সলেশন করে আয়।

বর্তমানে অনলাইনে বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে ট্রান্সলেশনের জন্য অনেক বিজ্ঞপ্তি পাওয়া যায়। 

আপনারা জানলে হয়তো অবাক হবেন, যে বর্তমানে শুধুমাত্র অনলাইনে ট্রান্সলেশন করেই আপনি প্রতি মাসে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন! 

পৃথিবীতে কয়েক শত দেশ এবং অঞ্চল রয়েছে। আর তাদের রয়েছে নিজ নিজ ভাষা। তাই যখন অন্য কোন দেশের বা অঞ্চলের লোক একে অন্যের সাথে যোগাযোগ করতে চান কিন্তু তারা অন্য ভাষা না জানার কারনে তা করতে পারেনা। 

তাই তারা উক্ত ভাষাটি বোঝার জন্য ঐ ভাষা জানেন এমন কোন অনুবাদকের সাহায্য নিয়ে থাকেন।

৪/ ভিডিও এডিটিং করে আয়।

ভিডিও এডিটিং করে টাকা ইনকাম কথাটি এখনও অনেকের কাছে স্বপ্নের মতো। তবে সময়ের পরিবর্তনে এখন সে স্বপ্ন সত্যি হয়েছে। আপনিও চাইলে ভিডিও এডিটিং করে ঘরে বসে ইনকাম করতে পারবেন। 

ভাব প্রকাশের সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো ভিডিও। আমরা বর্তমানে ইন্টারনেটে যত ভিডিও দেখি তার শতকরা ৯৯.৯% ভিডিও এডিট করা। আর এডিট ছাড়া ভিডিও মানও ভালো হয় না।

বর্তমানে ভিডিও কন্টেন্ট এর চাহিদা অনেক, তাই একজন ভিডিও এডিটর এর চাহিদা ও প্রচুর রয়েছে। 

তবে ভিডিও এডিটিং করে আয় কেমন হবে তা আপনার অভিজ্ঞতার উপর নির্ভর করবে। তাই আপনিও  যদি ভালো মানের ভিডিও এডিটিং শিখতে পারেন, তবে এই সেক্টর থেকে আপনার ইনকাম করার সম্ভাবণা ও প্রচুর পরিমাণ হবে।

তবে আমি আনুমানিক বলতে পারি, এখানে প্রতি প্রজেক্টের জন্য আপনি ৫$-১০০০$ + খুবই  সহজে ইনকাম করতে পারবেন। 

৫/ ভাচ্যুয়াল সহকারী।

ভাচ্যুয়াল সহকারী হলো এমন এক ধরনের কাজ যা একজন সহকারী বা এসিস্ট্যানের মতোই তবে, পার্থক্য শুধু এখানে ঘরে বসে আপনি একজন সহকারীর চাকরি করতে পারবেন। 

একজন ভাচ্যুয়াল সহকারীর যোগ্যতা যত বেশি হবে তত বেশি তার মাল্টটাস্কিং ক্ষমতা হবে।ভাচ্যুয়াল সহকারীর প্রচুর কাজ রয়েছে  যেমনঃ- ডাটা এন্ট্রি, লেখা-লেখি, ডিজাইন সহ আরো অনেক কাজ রয়েছে। 

আর একজন ভাচ্যুয়াল সহকারী ঘন্টায় প্রায় ৫$-২০০$+ পর্যন্ত চার্জ করে থাকেন। তবে, এটি নির্ভর করে সম্পূর্ণ ব্যাক্তির অভিজ্ঞতা এবং কাজের দক্ষতার উপর। 

অনলাইন ইনকাম সর্ম্পকে শেষ কথাঃ-

প্রিয় বন্ধুরা আজকের এই পোষ্টে আমি আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করছি ; ২০২২ সালের অনলাইন ইনকাম করার সেরা ৫ টি উপায়।

তবে, এগুলো ছাড়াও online income করার আরো অনেক সহজ এবং কঠিন উপায় রয়েছে। তবে যে অনলাইন ইনকাম করার জন্য সবগুলো শিখতে হবে তা কিন্তু নয়।

আপনার মধ্যে যদি কোন কাজে দক্ষতা তাকে তবে আপনি সেই দক্ষতাকে কাজে লাগিয়ে অনলাইন ইনকাম করতে পারবেন।

ত আশা করছি পোষ্টটি পড়ে আপনারা সবাই অনেক উপকৃত হবেন। 

আর পোষ্টটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্য কমেন্ট করে আপনাদের মতামত আমাদের জানাবেন। আপনাদের মূলবান মতামত আমাদের ভবিষ্যতে আর ও ভালো কাজ করার জন্য উৎসাহ যোগাবে।

আর পোষ্টটি সর্ম্পকে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে, তবে নিচে কমেন্ট বক্সে  কমেন্ট করে আমাকে জানাতে পারেন।আমি ইনশা আল্লাহ আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।

ত বন্ধুরা আবার ও খুব শীঘ্রই নতুন কোন পোষ্টে নতুন কোন বিষয়ে আপনাদের সাথে আলোচনা করতে হাজির হয়ে যাব।আর এতক্ষন ধৈর্য ধরে মনোযোগ সহকারে পোষ্টটি পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।ত বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন,  সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।

আল্লাহ হাফেজ।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
mone moni - Feb 8, 2022, 12:36 AM - Add Reply

hi

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ

আস্সালামু আলাইকুম, আমি জহুরা। বর্তমানে রাষ্ট্রবিজ্ঞানে অর্নাস করছি। এবং পাশাপাশি একজন কন্টেন্ট রাইটার হিসাবে কাজ করছি।