বর্তমানে আমরা অনেকে আছি যারা টাকা ইনকাম করতে চাই কিন্তু সঠিক কোনো মাধ্যম না জানার জন্য করতে পারি না।
আবার কিছু কিছু মাধ্যমে টাকা ইনকাম করতে হলে আগে টাকা দিতে হয় পরে ইনকাম করতে হয়। এখন টাকা দিতেও ভয় করে।
যদি টাকা আর না পাই। যদি এরা প্রতারক হয়। তাহলে কি করবো। আবার এখন প্রতারকের অভাব নেই। তো এখন কি করবো।
এমন কোনো মাধ্যম ও তো জানি না যে কোনো রকম টাকা ছাড়াই ইনকাম করা যায়।
প্রায় এক মাস আগে আমি এমনই চিন্তা করতাম। কিন্তু এখন আমিও নিজের হাত খরচ নিজেই চালাতে পারি।তাই আজকে তোমাদের এই সমস্যা সমাধান করতে আসলাম। যাতে তোমরাও টাকা ইনকাম করতে পারো।
আমি এখানে কয়টি মাধ্যমে নিয়ে আলোচনা করা এই আলোচনায়। যা যা থাকবে
১. এক টাকা ছাড়া ইনকাম
২ .কোনো রকম ইনকাম
৩ .বসে বসে ইনকাম
৪. বিকাশ পেমেন্ট।
তো বন্ধু তোমরা যদি কোনো রকম টাকা না দিয়ে ইনকাম করতে চাও তাহলে আমি তোমাদের দুইটি মাধ্যমের কথা বলবো।
আর অনেক মাধ্যম আছে কিন্তু এই দুই মাধ্যম Best। তাই তোমাদের এই দুইটি মাধ্যম সম্পর্কে বলবো
১.লেখালেখি করে :তোমারা চাইলে লেখা -লেখি করে
মাসে ভালো টাকা ইনকাম করতে পারবে। এই মনে করো ১০০০-৫০০০টাকার মতো ইনকাম করতে পারবে। কিন্তু তোমার লেখা-লেখি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
কারন অনেক আছে আপনার মতো যারা কিনা প্রতিদিন লেখালেখি করে ইনকাম করার জন্য অনেক রকম মাধ্যম ব্যবহার করে লেখা ভালো করার জন্য । এখন লেখা ভালো বলতে যে আপনাকে হাতের লেখার কথা বলছি তা না।
লেখবেন তো র্কিবোডে কিন্তু আপনি যে বিষয় নিয়ে লেখবেন তা যদি পড়তে খারাপ লাগে বা এলো মেলে থাকে তাহলে তো কেউ আপনার লেখাটি পড়বে না।
আর যদি কেউ নাই পড়ে তো আপনার লেখে লাভ কি হলো। ইনকাম তো আর করতে পারবেন না। তাই বললাম। লেখা সুন্দর হতে হবে।
এখন লেখা-লেখি করে ইনকাম করতে হলে আপনাকে কি করতে হবে। তেমন কিছু না নিজের দেওয়া নামের মধ্যে যেকোনো একটি তে কাজ করলেই আপনি ইনকাম করতে পারবেন।
১. টেকটিউনস
২. গ্রাথোর
৩. ইনকাম টিউনস
৪. অর্ডিনারী আইটি
৫. জেআইটি
৬. রোর বাংলা
৭. প্রতিবর্তন.ক
৮. গেট পেইড বাংলা
আপনারা এই সকল ওয়েব সাইটে কাজ করার আগে এদের নিয়ম গুলো পড়ে নিবে।
আবার তোমারা চাইলে YouTube থেকে ইনকাম করতে পারবে। কিন্তু ইউটিউব থেকে ইনকাম করা জন্য তোমাকে ১০০০ subscriber ও ৪০০০ watch time আনতে হবে আবার তোমার নিজের ভিডিও হতে হবে অনের ভিডিও দিতে পারবে না।
আরো অনেক নিয়ম আছে। কিন্তু একবার ইনকাম করা শুধু হলে তোমাকে আর দেখে কে। তোমাকে ইউটিউব থেকে ইনকাম করার জন্য বেশির থেকে বেশি ১২মাস পরিশ্রম করতে হবে।
তাহলে তুমি ইনকাম করতে পারবে। আর তুমি অবশ্যই YouTube community guideline সম্পর্কে ধারণা রাখবে।
এখনো তোমারা অনেকে আছো এতো পরিশ্রম করতে চাও না বা কোনো কারনে সময় পাও না পরিশ্রম করে ইনকাম করার জন্য।
তাই তোদের জন্য আমি কিছু টুকি টাকি কাজ নিয়ে আসলাম যা থেকে তোমারা ভালো একটি টাকা ইনকাম করতে পারবে।
তার জন্য তোমাদের তেমন কিছু করতে হবে না। শুধু কিছু অ্যাপ এর সম্পর্কে জানতে হবে। আর সেই অ্যাপ গুলো হলো
১. পকেট-মানি অ্যাপ।
2. টাকা ইনকাম অ্যাপ।
৩. বিকাশ।
৪. নগদ।
৫. কামাই।
এই সব অ্যাপ তুমি Google Play Store থেকে পেয়ে যাবে। এই সকল অ্যাপ থেকে তোমারা তেমন টাকা ইনকাম করতে পারবেন না।
মাসে ১০০০টাকা বা তার থেকে কিছু বেশি ইনকাম করতে পারবে। কিন্তু পরিশ্রম তেমন নেই। সহজে টাকা ইনকাম করতে পারবেন।
এখন তোমারা চাইলে আর একটি মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। আর তোমারা চাইলে কোনো রকম কাজ করা ছাড়া ইনকাম করতে পারবে।
কিন্তু তার আগে তোমাদের একটু পরিশ্রম করতে হবে। যদি তুমি ঠিক মতো কাজ করো তাহলে তোমার বসে বসে ইনকাম কেউ আটকাতে পারবে না।
তাহলে কাজ টা কি?কাজটা হলো রেফার করা। তুমি যদি রেফার করতে পারো তাহলে তুমি ভালো টাকা ইনকাম করতে পারবে।
এখন অনেকেই আছো রেফার কি বুঝো না। তাহলে তারা কি করবে তারা কিছুনা শুধু একটা কমেন্ট করো তাহলেই হবে। আমি সব বলে দিবো।
এখন তোমাদের কিছু মাধ্যম বলে দেই যাতে তোমারও রেফার করে টাকা ইনকাম করতে পারো।
১. বিকাশ
২. নগদ
৩. জে-আইটি
৪. টাকা ৩১.কম
আরো আছে কিন্তু সব তো বলা যাবে না কারন যত বলি তোমাদের তোমরা একটা মাধ্যম একদিনের বেশি দেখবে না মনে করবে আরে আরো আছে।
কিন্তু ধর্জ দরে যে একমাস থাকতে হয় পরিশ্রম করতে হয় এটা কে বুঝবে।
তাই তোমাদের বেশি option দিলাম না। এই গুলো থেকেই ভালো টাকা ইনকাম করতে পারবে যদি চাও
আর যদি তোমাদের কোনো রকম প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করো। আমি দেখা মাএই তোমার উত্তর দিয়ে দিবো।
সবাইকে ধন্যবাদ তোদের এত গুরুত্বপূর্ণ সময় আমায় দেওয়ার জন্য ?
You must be logged in to post a comment.