টি-শার্ট ডিজাইন করে ইনকাম করার উপায় জেনে নিন

আপনি যদি ঘরে বসেই প্রতি মাসে ৩০০ থেকে ৫০০ ডলার পর্যন্ত ইনকাম করতে চান তাহলে আপনার জন্য টি-শার্ট ডিজাইন একদম বেষ্ট একটি কাজ হবে আশা করি।

আমাদের বাংলাদেশের ভিতরে অনেক তরুণ-তরুণীরাই আছে যারা বর্তমান সময়ে  এই পেশাকে বেছে নিচ্ছে। 

গ্রাফিক্স ডিজাইনের অন্যতম ১টি পার্ট হল টি-শার্ট ডিজাইন এর কাজ করে ইনকাম করা, দেশী এবং বিদেশী সকল ধরনের ক্লায়েন্ট এর কাছে এই কাজের অনেক গুরুত্ব আছে।

টি-শার্ট ডিজাইন করে ইনকাম করার উপায় আপনাদের ভিতরে যারা ডিজাইন এর কাজ জানে তার কিন্তু ইচ্ছা করলে যেকোনো রকমের ডিজাইন এর কাজই করতে পারবেন অনায়াসে।

টি-শার্ট ডিজাইন এর বাহিরে কোন কিছু নেই। আর এই টি শার্ট ডিজাইন করেই কিন্তু আপনারা প্রতি মাসে বেশ ভাল পরিমানে একটা টাকা রোজগার করতে পারবেন।  

টি-শার্ট এর কাজের নিয়ম 

কিভাবে আপনি টি -শার্ট ডিজাইন করতে পারবেন সে বিষয় নিয়ে আজকের লেখার মধ্যে বিস্তারিত জানতে পারবেন। 

সবার প্রথম আপনাকে একটি ডিজাইন পছন্দ করে নিতে হবে বায়ারের পছন্দমত। 

আর ডিজাইন এর কাজ আপনি ফটোশপের মাধ্যমে করতে পারেন আবার ইলাস্ট্রেটর দিয়ে করতে পারেন। 

আপনি যে ডিজাইন এর কাজটি করবেন সেই ডিজাইনের কাজটি আপনার কম্পিউটার স্কিনের জন্য দেখতে যতটা ভালো লাগছে, 

তার থেকে আরো বেশি পরিমাণে ভালো করা লাগবে যদি আপনি একটি muck up এ প্রতিস্থাপন করে থাকেন।

muck up কি?

তাহলে চলুন সবার আগে জেনে নেই যে, মোকআপ কি? মোকআপ হল আপনি কোন ১টি ডিজাইন করার পর সেই ডিজাইনের প্রিভিউ।

মনে করুন আপনি একটি টি-শার্ট ডিজাইন এর কাজ কমপ্লিট করেছেন। আর এখন সেই ডিজাইন করা টি-শার্টের প্রিন্ট করার পর দেখতে  কিরকমের দেখাবে সেটাই হলো মূলত মোকআপ এর মাধ্যমে আমরা বায়ারকে দেখিয়ে থাকি।  

মোকআপ বিজনেস কার্ড, flyer, ব্যানার,ফেস্টুন ,পোস্টার ,টি-শার্ট এই সকল বিষয়গুলোতে  ও হয়ে থাকে। 

আর আপনাকে প্রথমে আপনার বায়ার এর কাছে আপনার টি-শার্ট ডিজাইন এর মক আপটি দিতে হবে। 

আর তারপরে তিনি সেটাকে দেখে আপনার ডিজাইনটি সিলেক্ট করবেন, তারপরে আপনি আপনার ডিজাইন করা মেইন ফাইলটি তার কাছে পাঠিয়ে দিবেন। 

ডিজাইন করার মাধ্যমগুলো সম্পর্কে জেনে নিন -

গ্রাফিক্স ডিজাইন করার জন্য যে সমস্ত সফটওয়্যার গুলো রয়েছে সেগুলোর মাধ্যমে আপনি খুব সহজে টি-শার্ট ডিজাইন এর কাজটি করতে পারবেন। যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর ইত্যাদি।

তবে আপনি যদি অন্য মাধ্যমে ব্যবহার করে টি-শার্ট ডিজাইন করতে চান তাহলে সেটাও করতে পারবেন। তবে ডিজাইন করার সময় আপনাকে অবশ্যই একটি বিষয় খেয়াল রাখা লাগবে যে কলোর যেনো CYMK টাইপের হয়। 

যেসমস্ত বিষয়ের উপরে আপনাকে খেয়াল রাখতে হবে

  • আপনি কখনো অনেক ডিজাইন নকল করবেন না। 
  • তবে আপনি চাইলে অন্য ডিজাইন থেকে একটি আইডিয়া নিতে পারেন তারপরে নিজের মত করে বানাতে পারেন। 
  • তবে সবসময় চেষ্টা করবেন একদম ইউনিকভাবে ডিজাইন করার জন্য।
  • অনলাইনে ফ্রিতে এভেলেবেল এরকম ডিজাইন কখনো করবেন না। 
  • সময়ের সঙ্গে তাল মিলিয়ে আপনাকে ডিজাইনের কাজটি করতে হবে। 
  • আপনি যে লোগো আইকন গুলো ব্যবহার করবেন সেগুলো আপডেট হতে হবে। 
  • ভালোভাবে মার্কেটিং করতে হবে। 
  • আপনি যদি অন্য কারো ডিজাইন অনুসরণ করেন তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রতিষ্ঠিত ডিজাইনারের ডিজাইন অনুসরণ করা লাগবে। 
  • কিছু পরিমাণ সেম্পেল আগে থেকে সংগ্রহ করে রাখার চেষ্টা করবেন। 

পরিশেষে 

তাহলে আজকের আর্টিকেল থেকে আপনারা টি-শার্ট ডিজাইন কিভাবে করবেন এবং টি-শার্ট ডিজাইন করে কিভাবে ঘরে বসে রোজগার করতে পারবেন সেই বিষয়ে সম্পর্কে বিস্তারিত জানতে পারলেন। 

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles