যে কোনো ভিডিও ও অডিও ডাউনলোড করুন ঝড়ের গতিতে

হ্যলো বন্ধুরা, আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন।

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

আজ আপনাদের জানাব কিভাবে দ্রুত ও স্বল্প ইন্টারনেট ডাটা ব্যবহার করে ভিডিও ও অডিও সকল প্রকার মুভি, গান, ওয়াজ, গজল ও আপনার পছন্দের সকল কিছু ডাউনলোড করবেন।

শুরু করার আগে https://blog.jit.com.bd কে ধন্যবাদ জানাচ্ছি আমার আগের আর্টিকেলটি পাবলিস করার জন্য ও আমাকে লেখার সুযোগ করে দেওয়ার জন্য। 

আজকের পোস্টটি অনেক ইন্টারেস্টিং তাই অবশ্যই শেষ পর্যন্ত পড়বেন। আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।

আমরা সকলে নানা প্রয়োজনে ভিডিও ও অডিও ডাউনলোড করি। কিন্তু আমাদের দেশের ইন্টারনেট স্পিড অনেক দূর্বল। তাই আমাদের যেকোনো প্রকার ভিডিও ও অডিও ডাউনলোড করতে অনেক সময় ও ডাটার প্রয়োজন হয়। এই সমস্যার সমাধান হলো Snaptube। হ্যাঁ বন্ধুরা এই অ্যাপ ব্যবহার করে আপনারা খুবই দ্রুত ভিডিও ও অডিও সকল ফাইল দ্রুত ডাউনলোড করতে পারবেন।

এটি কোনো ভিপিএন দ্বারা পরিচালিত নয় বা ভিপিএন নয়। তাই আপনি নিরাপদে ও নিশ্চিতে ব্যবহার করতে পারেন। আমি নিজে এই অ্যাপ ব্যবহার করে ডাউনলোড করি। 

আপনি এই অ্যাপটি কোথায় পাবেন ?

এই অ্যাপটির মূল কপি আপনি গুগল প্লে স্টোরে পাবেন না। আপনি চাইলে গুগল প্লে স্টোরে  সার্চ করে দেখতে পারেন। এখানে একই নামের  অনেক অ্যাপ দেখতে পাবেন। কিন্তু আমি যে অ্যাপটির কথা বোলতেছি সেটি এখানে পাবেন না।

আপনাকে গুগল ক্রোম ওপেন করে সার্চ বক্সে লিখুন 'Snaptube APK ' এখানে অনেক গুলো অ্যাপ আসতে পারে আপনি আমাদের এখানে অ্যাপের যে লগো বা ছবি দেওয়া আছে সেই অ্যাপটি প্রথমে চলে আসবে এবার ভেতরে ঢুকুন ও ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড  করুন।

আপনি এখন দুই ভাবে অ্যাপটি ইনস্টল করতে পারেন।

টেকনিক ০১

  • ডাউনলোড হয়ে গেলে আপনি যে পেজের ভেতরে আছেন তার নিচের দিকে একটি নোটিফিকেশন আসবে সেখানে ওকে করুন।
  • আবার আরেকটি নোটিফিকেশন আসবে সেখানে ক্লিক করলে ইনস্টল অপশন আসবে। আপনি এখন অ্যাপটি ইনস্টল করে নিন।

আপনি অন্য ভাবেও অ্যাপটি ইনস্টল করতে পারেন।

টেকনিক ০২

  • আপনি যদি অ্যাপটি গুগল ক্রোম থেকে ডাউনলোড করে থাকেন তাহল আনি আপনার ফোনের ফাইল ম্যানেজারে চলে যান।
  • এখানে অ্যাপগুলো যেখানে থাকে সেখানে গিয়েও ইনস্টল করতে পারেন।

আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন।আপনি কিভাবে ইনস্টল করবেন সেটা আপনার ইচ্ছের উপর নির্ভর করবে।তবে আমার মতে আপনি এক নম্বর টেকনিকের মতো করে ইনস্টল করলে ভালো হয়।

এবার আসি কিভাব স্নেপ টিউব থেকে ডাউনলোড করবো?

  •  আপনি যদি অ্যাপটি ইনস্টল করে থাকেন  তাহলে আপনার ফোনের মূল মেনুতে চলে আসুন। দেখতে পাবেন অ্যাপটি চলে এসেছে।
  • অ্যাপটিতে ক্লিক করুন আপনাকে ভেতরে নিয়ে যাবে।
  • আপনাকে প্রথমে জিজ্ঞেস করা হবে আপনি কি তাদের অ্যাপটি ব্যবহার করতে সম্মত। আপনি অবশ্যই 'আই এগরি ' অপশনটি সিলেক্ট করুন।
  • আবার আপনার এখানে আরেকটি নোটিফিকেশন আসবে আপনি 'এলাও' ক্লিক করুন। তাহলে আপনাকে ভেতরে নিয়ে যাওয়া হবে।
  • এবার অ্যাপটির ভেতর ঢুকুন ও আপনি যা ডাউনলোড করতে চান তার নাম সার্চ বক্সে লিখুন ও সার্চ করুন।
  • সেখানে আপনার সার্চ করা লেখাটির সাথে সম্পর্কিত অনেকগুলো ভিডিও আসবে আপনার পছন্দের ভিডিও টির পাশে থাকা নিম্ন মুখী তীর চিহ্ন অর্থাৎ ডাউনলোড আইকনে  ক্লিক করুন।
  • আপনার সামনে এখন একটি ডেস বক্স চলে আসবে। এখান থেকে আপনাকে ভিডিওর কোয়ালিটি সিলেক্ট করতে হবে। আপনি যদি আপনার স্মার্ট ফোনে দেখতে চান তাহলে ৭২০ এইচডি সিলেক্ট করুন তা না হলে ভিডিওটি ফাটা ফাটা দেখা যাবে । এলইডি বা কম্পিউটারে দেখতে চান তাহলে ১০৮০ এইচডি সিলেক্ট করলে ভালো হয় কারণ ১০৮০ এইচডি কোয়ালিটির কম হলে ভিডিও টি ঘোলা দেখা যাবে। আর  বাটান ফোনের জন্য ২৪০ পি সিলেক্ট করুন তা না হলে আপনি ভিডিও টি আপনার বাটন ফোনে দেখতে পাবেন না।

ভিডিও তো ডাউনলোড করলেন এখন কথা হলো অডিও ফাইল কিভাবে ডাউনলোড করবেন?

অডিও ফাইল ডাউনলোড করতে আপনাকে ভিডিও ফাইল ডাউনলোড করার মতো একই প্রোসেসে কাজ করতে হবে। শুধু মাত্র আপনাকে ফাইলের কোয়ালিটিটা আলাদা সিলেক্ট করতে হবে। ডেস বোর্ডে যে মিউজিক অপশনটা আছে সেখানে যে সকল কোয়ালিটি গুলো আছে তার থেকে যে কোনো একটি বেছে নিলেই হবে।

স্নেপটিউব ব্যবহারের সুবিধা -

  • আপনি অতি দ্রুত ডাউনলোড করতে পারবেন।
  • ইন্টারনেট ডাটা কম ব্যায় হয়।
  • আপনি এখানে আলাদা ভাবে ও একই সাথে গুগল ও ইউটিউবে সার্চ করতে পারেন যা অন্য অনেক ডাউনলোড করার অ্যাপটি থেকে পাবেন না।
  • আপনি চাইলে খুব সহজেই আপনার সার্চ হিস্টোরি সহ সকল হিস্টোরি ডিলিট করতে পারবেন।

আশা করি আমি আমার ক্ষুদ্র প্রয়াসে আপনাদের বোঝাতে পেরেছি। আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জনাবেন। আমি আপনাদের যথাসাধ্য সাহায্য  করার চেষ্টা করবো।আমার পোস্টটিতে যদি কোনো বানান বা উপস্থাপনায় ভুল হয় তা হলে অবশ্যই কমেন্টে জানান। করণ মানুষকে ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে চলতে হয়। 

আপনি যদি কোনো ভাবে উপকৃত হন তাহলে শেয়ার করে আপনার বন্ধুদেরও বিষয়টি জানান তারাও উপকৃত হবে আমিও অনুপ্রেরণা পাব। ধন্যবাদ। 

অবহেলা নয় সচেতন হোন নিজে বাঁচুন পরিবারকে  নিরাপদ রাখুন।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
Abrar Rahin - Aug 14, 2021, 9:42 PM - Add Reply

Good content

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

লেখক সম্পর্কেঃ