আপনি ও কি ঘরে বসে অনলাইনে হাজার হাজার টাকা আয় করতে চান অন্যদের মতো। কিন্ত আপনি জানেন না অনলাইনে অন্যরা কীভাবে টাকা আয় করে। তাহলে আপনি নিশ্চিত হয়ে যান। কারন আজ আপনারা এই আর্টিকেল পড়ার পড়ে অনলাইনে আয় করার কোনো তথ্যই আপনার কাছে গোপন থাকবেনা। তাহলে বন্ধুরা নিজেদের সিটবেল্ট শক্ত করে বেধে ফেলুন। কারন আমরা এখন লেন্ড করতে যাচ্ছি অনলাইনে টাকা আয় করার জগতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জানা যাক আমাদের আজকের বিষয়টি।
অনলাইনে ঘরে বসে হাজার হাজার টাকা আয় কথাটা ভরসা হয় না। কিন্তু আপনি যখন নিজে অনলাইনে বসে টাকা আয় করবেন এবং সে টাকা নিজের বিকাশ একাউন্ট এ নিজের হাতে পেয়ে যাবেন তখন অবশ্যই আপনার ভরসা হয়ে যাবে।
কিন্তু আপনারা অবশ্যই এটা ভাবচেন যে সবাই বলে যে অনলাইনে ঘরে বসে আয় করুন হাজার হাজার টাকা। কিন্ত কোথায় করবেন, কীভাবে করবেন,বা কী বিষয়ে করবেন আপনি বুজে ওঠতে পারচেন না। তাহলে আপনাদের সব প্রশ্নের উওর আজ আপনারা পেয়ে যাবেন।
অনলাইনে আয় করার সহজ উপায়
এই আর্টিকেলটি আপনি শুরু থেকে শেষ পযর্ন্ত পড়ুন ।
১. আর্টিকেল রাইটিং করে আয়
আপনারা হয়ত বুঝতে পারছেন আমি আপনাদের কি বলতে চাচ্ছি। হ্যা বন্ধুরা আপনারা একদম সঠিক বুঝতে পেরেচেন। আমি আপনাদের অনলাইনে আয় করার যে সহজ উপায়গুলো বলতে যাচ্ছিলাম তার মধে্য একটি সহজ ও আরামদায়ক উপায় হলো আর্টিকেল রাইটিং।
হুমম আর্টিকেল রাইটিং কী আপনারা হয়ত এর আগে অন্যদের মুখে শুনেছেন। কিন্ত আজ যদি তাদের মত আপনিও অনলাইনে টাকা আয় করতে চান। তাহলে আপনাকে ও হতে হবে তাদের মত আর্টিকেল রাইটিং এ অবিজ্ঞ। কারন তারা আর্টিকেল রাইটিং করেই হাজার হাজার টাকা আয় করে। আর আমার মতে অন্যকোনো কাজ করে টাকা আয় করা কিন্ত খুবই কষ্টের।
যেখানে ডিজিটাল বাংলাদেশের কারনে ঘরে বসে অনলাইনে আর্টিকেল লিখে আমরা টাকা আয় করতে পারি। শুধু যদি আপনাদের আর্টিকেল রাইটিং এর উপর মোটামোটি কিছু দক্ষতা থাকে।আর্টিকেল রাইটিং এর ফলে আপনাদের যেমন টাকা আয় হবে। তেমনই আপনি যদি একজন শিক্ষার্থী হন তাহলে আপনার পড়াশোনায় অনেক সাহায্য হবে। আপনি নতুন নতুন তথ্য পাবেন যা আপনার পড়াশোনার কাজে আসবে।
২.আর্টিকেল কীভাবে লিখতে হয়
আর্টিকেলেল কীভাবে লিখতে হয় এটা হয়ত অনেকেই জানেন না।কিন্ত এটা কোনো বড় বিষয় না আর্টিকেল লেখা খুবই সহজ।কিন্ত সবার জন্য আর্টিকেল লেখা সহজ নয়,আর্টিকেল লেখার কিছু নিয়ম আছে যা আপনাকে ধাপে ধাপে অনুসরন করতে হবে। আর যারা আর্টিকেল লেখার এই সব গুলো নিয়ম শিখে ফেলেন তাদের জন্য আর্টিকেল লিখা খুবই সহজ। আচ্ছা বন্ধরা আমরা যেহেতু আর্টিকেল লিখার নিয়ম নিয়ে কথা বলছিলাম তাহলে চলুন আমরা আর্টিকেল লিখার কিছু নিয়ম দেখে আসি কারন আপনি যদি অনলাইনে আয় করার জন্য আর্টিকেল রাইটিং এর সাইট টি বেছে নিয়েছেন।তাহলে আর্টিকেল লিখার নিয়ম আপনাকে শিখতে হবে।
৩. আর্টিকেল রাইটিং এর নিয়ম
(১) আপনার আর্টিকেলটি হতে হবে সহজ ও সরল ভাষার।
(২) আপনার আর্টিকেল টি হতে হবে ৩৫০ শব্দের ও বেশি।
(৩) আপনার আর্টিকেলে কোনো জিলাপির প্যাচ রাখবেন না।
(৪) সবসময় আপনাদের আর্টিকেল লিখা শুরু করার আগে একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যে বিষয়ে আর্টিকেল টি লিখতে চাচ্ছেন সে বিষয়ে আপনি কতটুকু জানেন।কারন এমন কোন বিষয়ে যদি আপনি আর্টিকেল লিখেন যে বিষয়ে আপনি কিছু জানেন না। তাহলে সে আর্টিকেল টি দিয়ে টাকা আয় করা খুবই কষ্টের হয়ে দাড়াবে আপনার জন্য। সেজন্য যে বিষয়ে জানেন সে বিষয়ে আর্টিকেল লিখার চেষ্টা করবেন। তাতে আর্টিকেল লিখাটা আপনার জন্য সহজ হবে।
(৫)আরেকটি কথা আর্টিকেল লিখার আগে যত বেশি করে পারেন তত বেশি করে আর্টিকেল পড়বেন। যার ফলে আপনার আর্টিকেল রাইটিং এর দক্ষতা বাড়বে এবং মনের মধে্য নতুন নতুন শব্দের উত্ত্বপত্তি হয় যা আর্টিকেলের গুনগত মান বাড়াতে সাহায্য করে।
(৪) অনলাইনে ঘন্টার পর ঘন্টা বসে লিখেছেন আর্টিকেল তবু না হয়ে সিলেক্ট হয় শুধু রিজেক্ট তার কারন কী?
ও মা এই বিষয়ের সমস্যার সমাধান করার কথা টা আমি বুলেই গিয়েছিলাম। কিন্ত এখন যখন মনে পড়েই গেল চলুন এ সমস্যার সমাধান টাও দেখে পেলুন। তাহলে বাবুসোনা আর্টিকেল লিখেছেন কিন্তু আর্টিকেল সিলেক্ট হলো না যার ফলে মন টা খারাপ হয়ে গেল। দুংখ হলো একসময় বিরক্ত হয়ে বললেন যে আর আর্টিকেল লিখতে চাননা। কিন্ত আপনারা যদি রাগ না করেন তাহলে একটা কথা বলি যারা অল্প থে হার মেনে নেয় তারা আসলে এক নাম্বারে একটা ভিতুর ডিম আর আপনি যদি চান না আপনাকে কেউ ভিতু বলে।
তাহলে আপনি হার না মেনে আবার চেষ্টা করোন।এখন চেষ্টা করোন এটার যে আপনার আর্টিকেল শুধু সিলেক্ট ই নয়।হয়ে যায় সবচেয়ে সেরা আর্টিকেল।আর্টিকেল প্রথম প্রথম সিলেক্ট না ই হতে পারে তার কারন হলো আর্টিকেল রাইটিং এর বিষয়ে তেমন বেশি দক্ষতা নেই আপনার সেখারনে।
আর্টিকেল রিজেক্ট হওয়ার বেশির ভাগ কারন অহেতুক পালতু কথা লিখা আর্টিকেলের মধে্য।আর্টিকেলে বাবার নাম লিখার কথা থাকলে দাদার নাম লিখে ফেলা।মানে বলতে চাচ্ছিলাম আর্টিকেলটি যে টপিকে লেখার কথা সেবিষয়ে না লিখে অন্যবিষয়ে চলে যাওয়া। আর্টিকেল অতিরিক্ত ছোট হওয়া বা অযথা একই শব্দ কে ঘুরিয়ে ফিরিয়ে আর্টিকেল কে লম্বা করার চেষ্টা। আর আর্টিকেল লিখার সময় এই ধরনের কাজ গুলো করলেই আর্টিকেল রিজেক্ট হয়ে যাওয়ার সমভাবনা বেশি থাকে।
তাহলে বন্ধুরা আমার মনে হচ্ছে আজকে আমার আপনাদের কাছ থেকে বিধায় নিবার সময় হয়ে গেছে।আপনারা যারা যারা আজ জে আইটির লিখা এই আর্টিকেল টি পড়েছেন তারা সবাই জেনেই গেছেন অনলাইনে আয় করার সবচেয়ে সহজ উপায়হলো আর্টিকেল রাইটিং।তার সাথে আমরা এটাও শিখলাম আর্টিকেল কীভাবে লিখতে হয়।তাহলে
আশা করি আমার আজকের আর্টিকেল থেকে আপনারা কিছু নতুন শিখতে পেরেছেন।তাহলে আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে।আপনারা কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন।ততক্ষন পযর্ন্ত
☄☄ ☂☂ সুস্থ থাকুন
☂☂ ☄☄ ঘরে থাকুন জনসমাগমে মাস্ক পড়ুন।
⛱⛱ ⛰⛰ বারবার সাবান দিয়ে হাত পরিষ্কার করুন।
আর জে আইটির সাথেই থাকুন।
☂💛☂আলল্লাহ হাফিজ ⛰💛⛱
⛰ ☂☂☂ বাবুসোনারা ⛱⛱⛱
wow
Osm
nice
💛💛💛💛💛💛🌙🌙🌙♥♥♥♥♥
Nice💔💔💔💔💔💔
.nc
Wow
Wow
🌙🌙🌙🌙🌙🌙😎
You must be logged in to post a comment.