বৈদ্যুতিক নিরাপত্তার জন্য আমাদের যা যা করা উচিৎ

বৈনিদ্যুতিক  নিরাপত্তাঃ

(Security First)  কাজের প্রথমে নিরাপত্তা ,সর্বজনে স্বীক্রত |  যে কোন কাজের গুরুতে  সে বিষয়ে নিরাপত্তা সব থেকে আগে বিবেচনা করতে হিবে , কাজের শুরুতে নিরাপত্তা,কাজের আগে নিরাপত্তা ,কাজ চলাকালীন নিরাপত্তা এবং কাজ শেষে নিরাপত্তা , সব দিন থেকে খিয়াল রাখতে হবে |

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

বৈ্য্যুতিক কাজ করার সময় যাতে দুর্গটনা না ঘটে সে দিকে খিয়াল রাখতে হবে | যানবাহন পরিচালনা ,মেরামত,মেশিন ,পরিচালনা বৈদ্যুতিক কাজের পরিচালনা ইত্যাদি ,সকল বিষয়ের উপর নিরাপত্তা অংশগ্রহন রাখতে হবে |

বৈদ্যুতি কাজের নিরাপত্তাঃ

বৈদ্যুতিক কাজের নিরাপত্তা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে , এবং এই কাজে অনেক ঝুকি পূর্ণ কাজ রয়েছে অনেক বেশি | বৈদ্যুতিক কাজ করার সময় যে সমস্ত বিষয়ে নিরাপত্তা দিক বিবেচনা করতে হয়েছে এগুলো নিরাপত্তা তালিকা নিচে দেওয়া হলঃ

(ক) বৈদ্যুতিক বৈদ্যুতিক লাইনের বা যন্ত্রপাতিতে কাজ করার আগে সেই গুলো কে সঠিকভাবে আউট করে বা অন্যভাবে পরিপূর্ণ করে ,...।কাছাকাছি যদি বিপদজনক  লাইভ লাইন থাকে তাহলে তাকে তড়িৎ মুক্ত করে নিতে হবে | নজর রাখতে হবে সেইগুলো যেন কাজের সময় যেন ঝুঁকিপূর্ণ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে | 

(খ) বৈদ্যুতিক লোড শহরের নিয়ন্ত্রণ যন্ত্র বা সুইট সমূহের লাইভ তারের সংযোগ করতে হবে | 

(গ) কোন লাইভ লাইনের কাজ করার পূর্বে উহার সরবরাহ সংযোগ বিচ্ছিন্ন করে নিতে হবে এবং বিচ্ছিন্ন কারী ডিভাইস  দেখে নিশ্চিত করতে হবে এবং কাজ করা পর্যন্ত তা নিশ্চিত থাকতে হবে |

(ঘ) তুমি বিচ্ছিন্ন বা নবনির্মিত লাইনে বিদ্যুৎ সংযোগ করার পূর্বে অবশ্যই লাইন কেহ কাজ করছে না এই মর্মে নিশ্চিত হতে হবে |

(ঙ) বৈদ্যুতিক কাজ করার সময় যেসকল নিরাপত্তা টুলস ব্যবহার করা হয় সেগুলো ভালোভাবে পরিধান করে তারপর কাজ করতে হয় | 

(চ) ফোলে বা টাওয়ারে কাজ করতে গেলে ব্যবহারের সেফটি বেল্ট ব্যবহার করতে হবে |

(ছ) কোন সার্কিটের কিউট পরিবর্তনের সময় অবশ্যই সার্কিট এর সমস্ত লোট অফ করে নিতে হবে | 

(ঝ) জীবনের যন্ত্রপাতি বৈদ্যুতিক কাজ করার ক্ষেত্রে ব্যবহার করা বেশি গুলো যেন ঝুঁকিপূর্ণ না হয় সেদিকে খেয়াল রাখতে |

বৈদ্যুতিক সংঘটনের দুর্ঘটনা কারণসমূহঃ 

যে কোন কাজের প্রথমে নিরাপত্তা | জীবনের বিনিময়ে কোন কাজ নয় | বিষেস করে বৈদ্যুতিক কাজের হ্মেত্রে ইহা আরো জরুরি| নিরাপত্তা কাজে  হ্মেত্রে সকল কাজ করার জন্য বিপদ মুক্ত থাকায় নিরাপত্তা কাজ | বিভিন্ন কাজের হ্মেত্রে দুর্গটনা ঘটতে পারে।

যে সমস্ত কারণে বৈদ্যুতিক দুর্ঘটনার করতে সেগুলো নিম্নরূপ নিচে দেওয়াঃ

  • বৈদ্যুতিক আইন অমান্য করলে
  • কাজে অমনোযোগী হলে
  • ভয়-ভীতি ও নার্ভাস অনুভব করলে
  • অজ্ঞতা ও বুদ্ধিহীনতার কারণে
  • রুক্ষণা যন্ত্রপাতি ব্যবহার ও নিয়ন্ত্রনকারী সঠিকভাবে না করলে
  • ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি ব্যবহার করার ফলে
  • বৈদ্যুতিক মেশিন ও যন্ত্রপাতি কিংবা চলমান যন্ত্রপাতিকে যথাযথভাবে আর্থিং না করলে
  • নিউটন সুইচ লাগিয়েছো ঠিক আছে ভেবে কাজ করলে
  • সাপ্লাই কোম্পানি কানেকশন আছে কিনা সে ব্যাপারে নিশ্চিত না হয়ে বৈদ্যুতিক লাইন স্পর্শ করলে
  • বৈদ্যুতিক লাইনের কেউ কাজ করছে কিনা সেটা নিশ্চিত না হয়ে লাইন চালু করে দিন
  • শরীরের বলপ্রয়োগ করে কাজ করেনি দুর্ঘটনা অবশ্যই নিশ্চিত মৃত্যু হতে পারে
  • গুনবান মেশিন কভার না থাকিলে

বৈদ্যুতিক কাজ করার সময় সেফটি বেল্ট ও হেলমেট এবং এন্ড গুগল কিভাবে কাজ করে

দুর্ঘটনা প্রতিরোধ সরঞ্জাম:

যে সমস্ত সরঞ্জামাদি বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটে নিরাপদ ভাবে কাজ করতে সাহায্য করে সেগুলোতে দুর্ঘটনা প্রতিরোধ সরঞ্জাম বলে |নিচে সেইগুলো পদ্ধতির সেফটি সরঞ্জাম উল্লেখ করা হলো :

১ / হ্যান্ড টুলসঃ

কাজের সময় সেফটি গগলস এর ব্যবহার করলে চোখে নিরাপদ রেখে এবং কাজের গতি আসে উপরে সেফটি গগলস কাজ দেখানো হয়েছে 

হ্যান্ড গ্লাভস ইলেকট্রিক হ্যান্ড গ্লাভস

 

              ইলেকট্রিক হ্যান্ড গ্লাভস   বৈদ্যুতিক কাজ করার সময় আমরা যদি হ্যান্ড গ্লাস লাগিয়ে কাজ করি ,তাহলে আমাদের অনেক বিপদের হাত থেকে রখা পেতে পারি, তার মাঝে হলো যদি বিদ্যুত থাকে তাহলে আমদের সক  হতে রহ্মা করবে । যদি তারে দোল বাকি থাকলে আমাদের তা থেকে রখা করে ,আর   যদি আমাদের কাপর বা ,কোন আসবাব পত্র ডিলা হয়া যায় তাকে আটকে রাখতে সাহায্য করে 

                                                                 

ইলেকট্রিক সেফটি গগলস ইলেকট্রিক সেফটি গগলস

সেফটি গগলস আমাদের চৌখকে নিরাপদ রাখতে কাজে লাগে ,আর ,কাজ ন করার সময় চৌখে ময়লা থেকে দুরে রাখে এবং চৌখকে হেফাজত করে থাকে ।

ইলেকট্রিক সেফটি বেল্ট ইলেকট্রিক সেফটি বেল্ট

ইলেকট্রিক সেফটি বেল্টঃ

ওভারহেট লাইনে মুক্ত ভাবে কাজ করার ক্ষেত্রে ২ হাত দিয়ে কাজ করার সময় সেফটি বেল্ট অনেক গুরুতপূর্ণ ভূমিকা পালন করে থাকে ।আমরা কোন কাজ করতে যায় ,আর সেটা যদি উচ্চু যায়গা হয় আর অই খানে সেফটি বেল্ট আমাদের শূণ্য জায়গায় যুলে থাকতে সাহায্য করে|বিষেস কাজে আমাদের কাজে নিরাপত্তা বহন করে থাকে |

 

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

লেখক সম্পর্কেঃ