আপনি কি অনলাইনে ব্যবসা করতে চান,আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে অনলাইনে একটি ব্যবসা শুরু করতে পারেন।
অনলাইনেব্যবসা করে টাকা ইনকাম করতে চান?
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে অনলাইনে একটি ব্যবসা শুরু করতে পারেন।
অনেকেই মনে করেন অনলাইনে ব্যবসা করা অনেক সহজ কাজ! তারা জেনে রাখুন অনলাইনে ব্যবসা সহজ কাজ হলেও তা সহজভাবে নেয়া যাবে না। ব্যবসা করতে গেলে অনেক কিছু জানতে হয়ে, যোগ্যতা লাগে, অভিজ্ঞতা লাগে।
এসব গুন যদি আপনার মাঝে না থাকে তাহলে আপনার দ্বারা ব্যবসা সম্ভব না। Why not? আপনার দ্বারা সম্ভব হবে তখনি, যখন আপনি ব্যবসার পরিস্থিতি বুঝতে পারবেন। ব্যবসা করার কৌশল কি তা যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলেই আপনার দ্বারা ব্যবসা সম্ভব।
আপনি কি একদিনে ব্যবসার অভিজ্ঞতা লাভ করতে চান?
impossible. its not possible. এটা কিছুতেই সম্ভব না। আপনি একদিনে যতই নেট ঘাটাঘাটি করেন না কেন, একদিনে আপনি কখনো ব্যবসার সম্পর্কে সম্পূর্ণ ধারণা লাভ করতে পারবেন না ৷
আপনি কি একদিনে বড় হয়েছেন? নিশ্চয়ই না, আপনি দিনে দিনে বড় হয়েছেন। তেমনি ব্যবসা করতে গেলে একদিনে সবকিছু জানা যায় না । তাই আপনি যদি একজন সফল ব্যবসায়ী হতে চান তাহলে আপনাকে দীর্ঘদিন সে ব্যবসা নিয়ে থাকতে হবে।
দীর্ঘদিন বলতে দুই এক বছরের কথা বলছি। এছাড়া অনলাইনে ব্যবসা করতে গেলে বেশি যোগ্যতা,
অভিজ্ঞতার দরকার হয় না। শুধু বয়বসার টেকনিকটা ভালোভাবে বুঝতে পারলেই আপনি অনলাইনের ব্যবসায় লালে- লাল।
আপনি অনলাইনে কিসের ব্যবসা করতে চানঃ
আপনি কি অনলাইনে ছেলেদের শার্ট, প্যান্ট ও জুতা ইত্যাদির ব্যবসা করতে চান?
নাকি মেয়েদের শাড়ি, সালোয়ার কামিজ, বোরকা, থ্রি - পিছ, এসবের ব্যবসা করতে চান?
বেশিরভাগ মানুষই পণ্য ও বাজার নিয়ে রিসার্চ করতে ভুল করে। আপনার সফলতার সম্ভাবনা বৃদ্ধি করার জন্য বাজার যাচাই করা শুরু করে দিন। অনলাইনে কোন পন্যের চাহিদা বেশি সেটা নির্বাচন করা জরুরি।
সম্ভাবনা যাচাই করার কৌশলটা অনেকটা এরকম যে, আপনাকে খুঁজে বের করতে হবে কোন মানুষ কি খুঁজছে, এবং তাদের চাহিদা কি রকম? তাহলেই আপনি সফলতার সাথে উত্তীর্ণ হতে পারবেন।
অনলাইনে ব্যবসা করার টেকনিকঃ পয়েন্টগুলো মনোযোগ দিয়ে দেখুন
(১) এমন একটি ব্যবসা নির্বাচন করুন যার চাহিদা বাজারে রয়েছে।
(২) অনলাইনে আপনার পণ্যটি বিক্রি করার জন্য একটি ওয়েবসাইট তৈরি করুন।
(৩) পণ্য বিক্রি করার জন্য কিছু প্রক্রিয়া অনুসরণ করুন।
(৪) আপনার ওয়েবসাইটে কাস্টমার আনার জন্য সার্চ ইঞ্জিনের সহায়তা নিন।
(৫) ওয়েবসাইটটির ভিউ বাড়ানোর জন্য আপনি বিভিন্ন গ্রুপ বা মেসেঞ্জারে শেয়ার করুন।
(৬) সম্ভব হলে ইমেইল মার্কেটিং করুন।
(৭) ডিজিটাল মার্কেটিং করার জন্য গুরুত্ব দিন।
(৮) সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করতে হবে।
(৯) অনলাইনে ব্যবসার আইডিয়া হলো খুব সুন্দরভাবে ওয়েবসাইট সাজানো। সুন্দরভাবে ওয়েবসাইট সাজাতে পারলে আপনার ওয়েবসাইটে ভিউ বাড়বে এবং আপনি অনেক পণ্য বিক্রি করতে পারবেন।
অনলাইনে ব্যবসা করার জন্য আপনাকে প্রথমে অনলাইন সম্পর্কে ভালোভাবে আইডিয়া নিতে হবে। আপনাকে দেখতে হবে আপনি যে বিষয়ে অনলাইন বিজনেস করতে চাচ্ছেন। সে বিষয়ে অন্যান্য আপনার প্রতিযোগিরা কিভাবে ব্যবসা করছে?
(১)কিভাবে বিষয়টিকে পরিচালনা করেন তারা পণ্যের প্রচারণা চালাচ্ছে ? কিভাবে পণ্য বিক্রি করছে ?
(২)তারা ব্যবসায় কেমন লাভ করছে ? ইত্যাদি এরকম নানান বিষয় সম্পর্কে আপনার প্রথমেই আইডিয়া নিতে হবে।
(৩)যদি আপনি পরিপূর্ণভাবে আইডিয়া না নেন তাহলে এ অনলাইন ব্যবসা থেকে বেশি লাভ অর্জন করা সম্ভব হবে না।
সুতরাং অনলাইন ব্যবসা করার জন্য আপনাকে অনেক ভাবতে হবে।
এছাড়াও আপনি যদি দারাজ থেকে পণ্য অর্ডার করতে চান তাহলে,
দারাজের পণ্য কিনে হতে পারেন ধন্য।
দারাজ থেকে পণ্য কেনার নিয়মে প্রথমে আপনাকে Buy Now অপশনটি ক্লিক করলে আপনাকে আপনার ঠিকানাটি দিতে হবে।
এরপর আপনার যে মোবাইল নাম্বারটি আপনি ব্যবহার করছেন সেটি দিতে হবে। সব কিছু ঠিক ঠাক মত পূরণ করার পর আপনাকে Proceed To Pay অপশনে ক্লিক করতে হবে।
এরপর আপনার জন্য অনেকগুলো পেমেন্ট অপশন আসবে।তারপর যেকোনো একটি মাধ্যমে আপনি দারাজে পেমেন্ট করতে পারবেন।
https://www.facebook.com/profile.php?id=100087366003509&mibextid=ZbWKwL
আশা করি সম্পূর্ণ পোস্টটি আপনারা পড়েছেন। আমি সর্বদা সঠিক তথ্য দেয়ার চেষ্টা করেছি ৷ আমার পোস্টের লেখাতে যদি কোনোপ্রকার ভূল পেয়ে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন।
আপনারা আমার লেখা পোস্টটি Facebook, messanger, বিভিন্ন সামাজিক মাধ্যমে ইত্যাদি ছড়িয়ে দিতে পারেন, এতে অনেকেরই উপকার হতে পারে।
নামাজ বাদ দিয়ো না বন্ধু । নামাজ পড়ো বন্ধু ,
এপারের থেকে ওপারের জীবন অনেক সুন্দর♥️। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এ কামনায় করি।..…. 🥀আল্লাহ হাফেজ🥀🥀
You must be logged in to post a comment.