অনলাইনে ইনকাম করার জনপ্রিয় উপায়

আজকে আমি আপনাদের সামনে  জনপ্রিয় একটি অনলাইনে ইনকাম সাইট সম্পর্কে আলোচনা করব, যা বিপুল ভাবে জনপ্রিয়তা লাভ করেছে এবং 100% পেমেন্ট দেয়।

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

এই সাইটি হলো একটি micro-earnging সাইট। এই সাইটে মূলত আপনি বিভিন্ন ধরনের ছোটখাটো কাজ করে ইনকাম করতে পারবেন। 

[অনলাইনে ইনকামিংএর জন্য জনপ্রিয় উপায়]

কেন এই সাইটটিতে কাজ করবেন:

হয়তো আপনি অনলাইন জগতে সবচেয়ে বড় ইনকাম সাইট ( fiiver, upwork,ইত্যাদি) এর নাম শুনে থাকবেন। এই সব সাইটে মাত্র একটি client থেকে অনায়াসে 100-200 ডলার ইনকাম করতে পারবেন। আর ঐ খানে কাজ গুলো অতটা পরিশ্রমের নয়।

অথাৎ আপনি এই সব সাইটে মাত্র কয়েক ঘণ্টার কাজের বিনিময়ে বেশ ভালো টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু এই সব সাইট থেকে ইনকাম করা বেশ কষ্টসাধ্য। Proper guide ছাড়া এই সব সাইট থেকে ইনকাম করা প্রায় অসম্ভব।

কিন্তু অনলাইনে এই সব সাইটের পাশাপাশি আরো কিছু website রয়েছে যারা ছোটখাটো কাজের বিনিময়ে টাকা দিয়ে থাকে।

এদের বলা হয় micro-earnging site. এই সব mico earning website গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয়তার সাইট গুলোর মধ্যে অন্যতম হলো microworker.com 

এই article শেষে জানতে পারবেন 

  • Microworker এ কিভাবে সঠিক নিয়মে account create করবেন।

  • Microworker থেকে প্রতিটি কাজের বিনিময়ে কত টাকা ইনকাম করা যায়। 

  • Microworker থেকে টাকা কিভাবে withdraw করবেন।

  • কিভাবে Microworker থেকে টাকা কিভাবে bkash এ নিবেন।

  •  Microworker এ কেমন কাজ করে পাওয়া যায়।

  • Microworker এ কোন কাজ গুলো করে বেশি ইনকাম  করা যায় এবং এই কাজ গুলো করার কিছু tips.

[অনলাইনে ইনকামিংএর জন্য জনপ্রিয় উপায়]

আজকে আমরা  microworker.com থেকে কিভাবে আপনারা ইনকাম করতে পারবেন সে বিষয়ে আলোচনা করব।

Microworker এ কিভাবে সঠিক নিয়মে account create করবেন।

Microworker এ কাজ করতে হলে আপনার কাছে যে যে জিনিস গুলো লাগবে তা হলো 

  1. একটি smart phone বা computer বা laptop 

  2. একটি Gmail account 

  3.  একটি browser (যেমন: gogle chrome, Firefox ইত্যাদি)

  4. একটি অনলাইন wallet ( যেমন PayPal, airtm, bkash,)

যদি আপনার কাছে এই সব জিনিস থাকে তাহলে congratulations আপনি freelancer হিসেবে select হয়ে গেছেন। এখন microworker থেকে কিভাবে আপনারা টাকা bkash এ নিবেন এই বিষয়ে "কিভাবে Microworker থেকে টাকা কিভাবে bkash এ নিবেন"এই পযায়ে আলোচনা করা হয়েছে।

[অনলাইনে ইনকামিংএর জন্য জনপ্রিয় উপায়]

Note:

Microworker এ  account create করার জন্য আপনাকে সর্বপ্রথম chrome browser এ গিয়ে microworker নামে Search করতে হবে। এরপর আপনার কাছে microworker এর official  website চলে আসবে এরপর আপনারা website টির উপর click করে আপনার নাম ও email  address,address, postal code  দিয়ে account create করবেন। এর পর তারা আপনার email এ একটি verification link পাঠাবে সেই link এ click করে আপনাকে আপনার account টি active করতে হবে ।

Microworker থেকে প্রতিটি কাজের বিনিময়ে কত টাকা ইনকাম করা যায়

যেহেতু এটি একটি micro-earnging site তাই আপনি এই website থেকে প্রতিটি কাজের বিনিময়ে একেবারেই প্রচুর টাকা ইনকাম করতে পারবেন না। এই site টি  প্রতিটি কাজের বিনিময়ে প্রায় 0.03$-3$ পযন্ত ইনকাম করতে যায়।

Microworker থেকে টাকা কিভাবে withdraw করবেন

এখন আমি আপনাদের কাছে এই website থেকা কিভাবে  টাকা আপনার হাত পযন্ত আনবেন সে বিষয়ে আলোচনা করব। microworker থেকে  টাকা  withdraw করার জন্য  আমার কাছে সবচেয়ে সহজ হলো  airtm. এখন হয়তো আপনারা ভাবছেন airtm টা আবার কি? Airtm হলো  একটি online wallet. এইটার মাধ্যমে আপনি আপনার টাকা সহজেই bkash এ নিতে পারবেন।

কিভাবে Microworker থেকে টাকা কিভাবে bkash এ নিবেন

Microworker এ আপনাকে সরাসরি টাকা দেওয়া হবে না, তারা আপনাকে ডলার  দিবে এবং এই ডলার বিক্রি করে আপনাকে টাকা নিতে হবে। কিন্তু এই কাজ একেবারেই কয়েক second এর মধ্যে করতে পারবেন airtm দিয়ে। এখন এই article এ airtm সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা সম্ভব নয়। কিভাবে একটি airtm account create করে সেখান থেকে টাকা bkash এ নিবেন এই বিষয়ে আপনি youtube এ একটি video দেখে নিতে পারেন।

Microworker এ কেমন কাজ করে পাওয়া যায়

Microworker থেকে ইনকামিং এর মূল হলো কাজ। আপনি  যত বেশি কাজ করতে পারবেন আপনার তত বেশি ইনকাম হবে। microworker এ যে সকল কাজ গুলো পাওয়া যায় তা হল

  • বিভিন্ন website এ account create করার মাধ্যমে ইনকাম 

  • Youtube channel subscribe করে ইনকাম 

  • Facebook page, follow করে ইনকাম 

  • Apps download  করে ইনকাম …...ইত্যাদি 

 অনলাইনে ইনকামিংএর জন্য জনপ্রিয় এই website টির মধ্যে কোন কাজটি থেকে বেশি ইনকাম করা যায়।

Microworker এ a TTV এর কাজ করে বেশি টাকা ইনকাম করা যায়। এটি মূলত Typing এর কাজ। অথাৎ capta typing.

Note: এই সাইটে কাজ করার সময় কখনো আপনারা vpn use করবেন না। এতে টাকা withdraw করতে সমস্যা হতে পারে।

[ অনলাইনে ইনকামিংএর জন্য জনপ্রিয় উপায়]

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ