Picworkars একাউন্ট খুলে ছোট ছোট কাজ করে প্রতিদিন আয় করুন ২ থেকে ৩ ডলার

Picoworkers পরিচিতি

Picoworkers সাইটটি 2013 সালে ইউএস-ভিত্তিক কোম্পানি দ্বারা ক্ল্যারিয়ন কলের অধীনে প্রতিষ্ঠিত করা হয়েছিল। যেনো সবাই  অনলাইনে কাজ করতে এবং অর্থ উপার্জন করতে পারে।

আপনি যদি ইতিমধ্যেই অন্যান্য মাইক্রো জব ওয়েবসাইটগুলির সাথে পরিচিত হন, তাহলে Picoworkers একটি সাইট হতে পারে বিবেচনা করার মতো। আর এই সাইট টি একটি শতভাগ রিয়েল আরনিং সাইট ।

Picoworkers- ফ্রিল্যান্সার এবং ব্যবসার মালিকদের জন্য একটি আদর্শ ওয়েবসাইট ।

Picworkars-এ একাউন্ট খোলার পূর্বে কিছু সতর্ক বার্তা

*একটি ডিভাসে শুধু একটি একাউন্ট  তৈরি করতে পারবেন। দুটি একাউন্ট খোলা থাকলে একটি কেটে দিন। নয়তো আপনার দুটো একাউন্টই Picworkars থেকে ব্যান করে দেওয়া হবে এবং ওই ডিভাইসে আর Picworkars একাউন্ট খুলতে পারবেন না । 

*কোনো ভিপিএন ব্যবহার করে Picworkars এ কাজ করলে আপনাকে ব্যান করে দেওয়া হবে ইত্যাদি । 

( আপনি Picworkars ব্যবহার এর শর্তাবলী দেখে নিতে পারেন )

Picworkars-এ একাউন্ট কিভাবে খুলবেন ?

আপনার গুগল ক্রম এর সার্চ বারে গিয়ে লিখুন www.picoworkers.com সার্চ করুন । অতঃপর Picoworkers এর লিঙ্কে ক্লিক করুন ।

অতঃপর উপরে ছবিতে দেখানো এই রকম একটি ইন্টারফেস দেখাবে । 

উপরে ডান দিকে থ্রি ডট মেনুর পাশে সাইন-আপ এবং লগ-ইন লেখা থাকবে । যেহেতু আমরা একটি নতুন Picoworkers একাউন্ট তৈরি করবো সেহেতু আমরা সাইন আপে ক্লিক করবো । তার পর একটি নতুন ইন্টারফেস শো করবে । 

আপনাদের সুবিধার্থে কিভাবে সাইন-আপ করবেন ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি -

১. প্রথমে আপনার জাতীয় পরিচয়পত্রে যে নাম দেওয়া আছে সেটি লিখবেন । যদি আপনার না থাকে তবে আপনার পরিবারের অন্যান্য সদস্যদের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নাম দিয়ে দিবেন ।

২. তার পর আপনার একটি ভেলিড ইমেইল দিবেন 

৩. একটি ইউনিক পাসওয়ার্ড দিবেন যেমন - QaD11##fstw-এই রকম একটি পাসওয়ার্ড আপনার মন মতো দিয়ে দিবেন । ভালো করে দেখে এটি আবার পুনরায় কর্নফার্ম পাসওয়ার্ড এ টাইপ করবেন ।  

৪. আপনার পছন্দ মতো একটি নিক নেম দিবেন ।

৫. আপনি আপনার দেশ সিলেক্ট করবেন । যেমন - যদি আপনি বাংলাদেশ থেকে হয়ে থাকে তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন । 

৬. আপনার প্রোফাল টাইপ সিলেক্ট   করবেন । যেমন-

( I'm a worker / I'm an Employer ) যেহেতু আমরা Picworkars-এ কাজ করবো সেহেতু আমার I'm a worker- এ ক্লিক করবো ।

৭. নিচে দেওয়া Picworkars-এর নিয়ম ও সর্তাবলি দুটো বক্সে সবুজ টিক দিয়ে দেবো ।এর পর সাইন- আপ এ ক্লি করবো ।

আপনার ই-মেইল এ একটি Picworkars থেকে ভেরিফাইড মেইল পাঠানো হবে । সেটি ভেরিফাই করে নিবেন ব্যাস হয়ে গেলো আপনার একাউন্ট ।

৮. পুনরায় আপনার ই-মেইল এবং Picworkars এর পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করুন । এর পর দেখবেন একটি ইন্টারফেস শো করবে Picworkars এ কাজ করতে হলে কি কি নিয়ম মেনে কাজ করতে হবে । সেখানে সব লেখা থাকবে । সব কিছু ভালো করে পরে এক্সেপ্ট করে নেবেন । অতঃপর-ইন্টারফেস এ দেখানো ওপরে ডান দিকের থ্রি ডট মেনুতে ক্লিক করবেন । অতঃপর - মাই একাউন্ট এ ক্লিক করবেন । এবং সেটিংস এ যাবেন , অতঃপর- 

আপনার একটি প্রোফাইল ছবি , জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জন্ম তারিখ ,লিঙ্গ , ভাষা এবং আপনার সম্পর্কে চাইছে সেগুলো লিখে সাবমিট করে দিবেন । এর পর থেকে আপনি এখানে কাজ করতে পারেন । 

Picworkars-এ সাইন- আপে যতো জটিলতা-

Picworkars-এ সাইন আপ করতে গেলে দেখা যাচ্ছে সাইন আপ হচ্ছে না । সে ক্ষেত্রে আপনি আপনার নিক নেম পরিবর্তন করে ‌ পাসওয়ার্ড দিয়ে পুনরায় সাই আপ এ ক্লিক করুন । যদি তাও না হয় পুনরায় আবার ও নিক নেম দিয়ে পাসওয়ার্ড দিয়ে সাইন-আপ এ ক্লিক করুন ইনশাআল্লাহ হয়ে যাবে ।

১০. Picworkars- পেমেন্ট মেথড হিসেবে রয়েছে - পেপ্যাল ​​, স্ক্রিল , লাইট কয়েন , এয়ারটি এম মাত্র 5$ ডলার হলেই withdraw নিতে পারবেন ।

আর মাত্র এক থেকে দশ দিনের মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ ।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
Md Mamun Talukder - Feb 15, 2022, 9:41 PM - Add Reply

Good

You must be logged in to post a comment.
Md Mamun Talukder - Feb 16, 2022, 5:57 PM - Add Reply

Amazing

You must be logged in to post a comment.
Md Mamun Talukder - Feb 16, 2022, 8:28 PM - Add Reply

Nice

You must be logged in to post a comment.
Parvej ahmed - Feb 17, 2022, 12:10 PM - Add Reply

thanks

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

Related Articles