এই ইফেক্ট করার জন্য আগে একটি ইমেজ ফটোশপে ওপেন করতে হবে।
নিচে সেই ধাপ গুলো আমি বলে দিচ্ছি-
১- ছবি এড করুন
২-ঢেউ এর ইফেক্ট দেয়ার জন্য ঢেউ এর কোনো ছবি এই ছবির ওপর প্লেস করুন।
৩-এখন এই প্লেস করা ছবিটির ব্লেন্ড মোড বদলে Overlay করে দিন।
৪-এবার লেয়ার মাস্ক এড করুন
।
৫-এবার ফরগ্রাউন্ড কালার কালো রেখে ছবিতে ব্রাশ টুল দিয়ে শুধু দরকারি স্থান গুলো বাদ দিয়ে বাকি জায়গা গুলো ডিসসিলেক্ট করে দিন।
৬-এবার ব্যাকগ্রাউন্ড এর যে ছবিটি ছিলো সেটির আরেকটি কপি করে সবার ওপরে নিয়ে আসুন এবং সেই লেয়ারটির কালার ব্লেন্ড মোড Color করে দিন।
এবার আপনার ছবি বা ম্যানিপুলেশন শেষ।
You must be logged in to post a comment.