আস্সালামু আলাইকুম, প্রিয় বন্ধুগন সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ;- অনলাইন ইনকাম (online income) করার সেরা ৭ টি সাইট।
Online income :- সবাই চায় এখন অনলাইন থেকে আয় করতে। আর বর্তমানে করোনা মহামারির কারনে সবধরনের ব্যবসা বানিজ্য শিক্ষা প্রতিষ্টান বন্ধ রয়েছে।
আর তাই এখন অনলাইনে কাজের চাহিদাও বৃদ্ধি পেয়েছে। এখন অনেকেই ঘরে বসে ইনকাম করার উপায় খুঁজে। আর বর্তমানে অনলাইনে এমন অনেক ওয়েবসাইট রয়েছে যা আপনাকে ঘরে বসে ইনকাম করার সুযোগ দেয়।
আজ আমি আপনাদের সাথে ঘরে বসে ইনকাম করার ৭টি সাইটের সাথে পরিচিত করে দেব। যেগুলো দিয়ে খুব সহজে আপনার ঘরে বসে ইনকাম করতে পারবেন।
ত চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে শুরু করে দেই আমাদের আজকের মূল আলোচনা।
টপিক সূচিঃ-
1.Creative Marketplace.
2. Themeforest.
3. 99 design.
4. Bikroy.com
5. Ajkerdeal.com
6. Freelancer.com
7. Shutter Stock.
1. Creative Marketplace.
Creative Marketplace হচ্ছে মূলত একটি ডিজিটাল প্রোডাক্ট মার্কেটপ্লেস। এখানে ওয়েবসাইটের বিভিন্ন সফটওয়্যার পাওয়া যায়।
এখানে বিশ্বের বিভিন্ন দেশের কাস্টমাররা তাদের প্রোজেক্টের এর জন্য অ্যাসেট কিনে থাকেন। যেমনঃ-
- বিভিন্ন টেম্পলেট।
- ফন্ট।
- স্টক ফটো।
- ব্লগ/ওয়েবসাইট থিম।
- বিভিন্ন ধরনের গ্রাফিক ডিজাইন।
- ফটোশপ এর বিভিন্ন ধরনের সেট।
আপনিও চাইলে এই ধরনের ডিজিটাল অ্যাসেট তৈরি করে মার্কেটপ্লেসে লিস্টিং করে বিক্রি করতে পারবেন।আর এখানে আপনার তৈরি করা অ্যাসেট যত বেশি বিক্রি হবে আপনার ইনকাম তত বৃদ্ধি হবে।
2. Themeforest.
Themeforest হচ্ছে জনপ্রিয় একটি ডিজিটাল প্রোডাক্ট মার্কেটপ্লেস। আর আপনারা হয়ত অনেকেই এই ওয়েবসাইট সর্ম্পকে জানেন।
একটি ওয়েবসাইটের জন্য যত ধরনের সফটওয়্যার প্রয়োজন তা সব সফটওয়্যার থিম এই ওয়েবসাইটে রয়েছে।
তাছাড়াও এখানে ভিডিও ক্লিপস, মিউজিক ক্লিপস, বিভিন্ন গ্রাফিক ডিজাইন, স্টক ফটো ইত্যাদি ডিজিটাল প্রোডাক্ট এখানে সেল করা হয়।
বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশের কন্টেন্ট ক্রিয়েটাররা তাদের ডিজিটাল অ্যাসট সেল করছেন।
3. 99 design.
ডিজাইনার দের জন্য সেরা একটি ওয়েবসাইট হচ্ছে 99 design। বিশেষ করে যারা ব্রান্ডিং ডিজাইনার তাদের জন্য এটি বেস্ট সাইট।
প্রায় প্রতিটা কোম্পানি বা প্রতিষ্টানের জন্য ব্রান্ড ডিজাইন প্রয়োজন হয় যেমন, লোগো ডিজাইন।বর্তমানে পৃথিবীর বিভিন্ন কোম্পানি লোগো ডিজাইনের জন্য এখানে কন্টেন্ট পাবলিশ করে থাকে।
আর এই কন্টেন্ট গুলোতে ডিজাইনাররা তারাদের ডিজাইন সাবমিট করতে পারবেন।আর যে উইনার হবে সে ডলারগুলো পেয়ে যাবে।
আর আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন তবে আপনিও 99 design ওয়েবসাইটে কাজ শুরু করে ইনকাম করতে পারবেন।
4. Bikroy.com
Bikroy.com বাংলাদেশী একটি প্রোডাক্ট এবং সার্ভিস বেজ মার্কেটপ্লেস।আর এই মার্কেটপ্লেসে প্রতিদিন প্রচুর কাস্টমার ভিজিট করেন নতুন পুড়াতর বিভিন্ন পণ্য ক্রয় করার জন্য।
আর তাই এই সুযোগ কাজে লাগিয়ে আপনিও এটি ব্যবহার করে খুব সহজে নিজের আয়ের একটি পথ তৈরি করতে পারবেন।
5. Ajkerdeal.com
Ajkerdeal.com হচ্ছে বাংলাদেশের একটি অনলাইন ইনকাম সাইট।আপনার তৈরি করা বিভিন্ন প্রোডাক্ট এখানে বিক্রি করে আপনি আয় করতে পারবেন।
যারা ওয়েবসাইট মেইনটেইন করতে পারেন না বা মার্কেটিং সর্ম্পকে তেমন কোন জ্ঞান নেই তাদের জন্য ই কর্মাসের এই সাইটি বেস্ট।
তার জন্য প্রথমেই আপনাকে একটি মার্চেট একাউন্ট তৈরি করতে হবে।আর এটি আপনি সর্ম্পূণ ফ্রীতে তৈরি করে এই একাউন্টের আন্ডারে আপনার প্রোডাক্টগুলো আপলোড করবেন।
আর Ajkerdeal.com এই মার্কেটপ্লেসে আপনার কোন পণ্য বিক্রি হলে ১০%-১৫% মার্কেটপ্লেস রাখবে আর বাকি সব আপনার একাউন্টে দিয়ে দেবে।
বর্তমানে Ajkerdeal সাইটটি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে যেমনঃ- পণ্য কাস্টমারদের কাছে পৌঁছাতে কোরিয়ার সার্ভিসের সুবিধার প্রদান করছে।আর আপনি নতুন হলেও এই সাইটে খুব সহজে নিজের পণ্য সেল করতে পারবেন।
6. Freelancer.com
ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এর জন্য একটি সেরা সাইট হচ্ছে Freelancer.comcom। ফ্রিল্যান্সিং অন্যান সাইট এর মতো এই সাইটেও অনলাইন বিত্তিক বিভিন্ন কাজ পাওয়া যায়।।যেমনঃ-
- এক্সেল।
- ভিডিও এডিটিং।
- কাস্টমার সাপোর্ট।
- এমএস ওর্য়াল্ড।
- ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট।
- কন্টেন্ট রাইটিং।
- কনস্লাল্টিং।
- ছবি এডিটিং।
- গ্রাফিক ডিজাইন।
- সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO)।
- ওয়েব ডেভেলপমেন্ট। ইত্যাদি আরও বিভিন্ন ধরনের কাজ পাওয়া যায়।
আপনি যদি এই কাজ ভালো ভাবে করতে পারেন তবে আপনি বিশ্বের বিভিন্ন বড় বড় কোম্পানির ফ্রিল্যান্সার হিসাবে কাজ করতে পারবেন।
আবার ভালো কাজ করলে অনেক সময় কোম্পানি সরাসরি আপনার সাথে পার্সোনালি কন্টাক্ট করে কাজ দিয়ে দিতে পারে
7. Shutter Stock.
shutter stick বর্তমানে অনলাইনে ছবি কেনা বেচার সবচেয়ে জনপ্রিয় একটি সাইট। shutter stock প্রিমিয়াম স্টক ফটো, ভিডিও ফুটেজ, মিউজিক ট্র্যাক ইত্যাদির জন্য বিখ্যাত।
আপনি যদি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে ভালোবাসেন আর এগুলো দিয়ে যদি নিজের ক্যারিয়ার গড়তে চান তবে Shutter stock মার্কেটপ্লেস হবে আপনার জন্য সেরা।
আর এই মার্কেটপ্লেসে আপনার তৈরি করা ছবি, ভিডিও বা মিউজিক ট্র্যাক খুব ভালো দামে বিক্রি করতে পারবেন।
আর বর্তমানে প্রতিদিন পৃথিবীর বড় বড় কোম্পানি প্রতিষ্টানের মালিক এই সাইটে ভিজিট করে এখান থেকে ডিজিটাল অ্যাসেট গুলো কিনেন।
আর আপনি যদি একজন ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার হতে চান তবে Shutter stock সাইটে আপনার ফটো, ভিডিও, অডিও ট্র্যাক আপলোড করুন।
শেষ কথা:-
ত প্রিয় বন্ধুগন এই ছিল আমাদের আজকের আলোচনা;-অনলাইন ইনকাম (online income) করার সেরা ৭ টি সাইট।
বর্তমানে ফ্রিল্যান্সিং এর প্রচুর চাহিদা তাই আমি বলব ফ্রিল্যান্সিং সাইটে কাজ করা যায় এমন কোন বিষয়ে কোর্স করেনিন। কারন ফ্রিল্যান্সিং কাজ এর চাহিদা ভবিষ্যতে আরো বৃদ্ধি পাব।
ত আশা করছি পোষ্টটি পড়ে আপনারা সবাই অনেক উপকৃত হবেন।
আর পোষ্টটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্য কমেন্ট করে আপনাদের মতামত আমাদের জানাবেন। আপনাদের মূলবান মতামত আমাদের ভবিষ্যতে আর ও ভালো কাজ করার জন্য উৎসাহ যোগাবে।
আর পোষ্টটি সর্ম্পকে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে, তবে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারেন।আমি ইনশা আল্লাহ আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।
ত বন্ধুরা আবার ও খুব শীঘ্রই নতুন কোন পোষ্টে নতুন কোন বিষয়ে আপনাদের সাথে আলোচনা করতে হাজির হয়ে যাব।আর এতক্ষন ধৈর্য ধরে মনোযোগ সহকারে পোষ্টটি পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।ত বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ হাফেজ।
good
You must be logged in to post a comment.