অনলাইন এ আয় করুন Sproutgigs এর মাধ্যমে।

আপনাদের আজকে আমি এমনে একটি অনলাইন আয়ের সাইট এর সম্পর্কে আলোচনা করব যেটা দিয়ে আপনারা ছোট বড় বিভিন্ন কাজ খুব কম সময়ের মধ্যে সাবমিট দিয়ে ডলার আয় করতে পারবেন।

Sproutgigs এটি একটি মাইক্রোজবস সাইট। এটিতে কাজ করতে কোনো ধরনের অভিজ্ঞতা বা আগে থেকে কাজ শিখা লাগে না।

প্রথমে যেকোনো ব্রাউজার এ গিয়ে Sproutgigs.*com লিখে সার্চ দিবেন (ছবিতে ওয়েবসাইট টি দেওয়া আছে)।

তারপর Sproutgigs এর সাইটে ঢুকবেন। সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে একটি একাউন্ট ক্রিয়েট করবেন। আইডি ক্রিয়েট করা একেবারেই সহজ যা আপনারা নিজেই করতে পারবেন।

তারপরেও যদি কোনো কনফিউশন থাকে আপনি ইউটিউবে সার্চ দিলে বিভিন্ন ভিডিও পেয়ে যাবেন আইডি কিভাবে ক্রিয়েট করতে হয়।

আইডি ক্রিয়েট করা হয়ে গেলেই আপনার কাজ করার সুযোগ হয়ে যাবে। প্রতিদিন গড়ে ৪০০ এর মতো কাজ থাকে।

তারমধ্যে যেগুলো আপনি সহজ মনে করবেন সেগুলো করবেন। তুলনামুলক ভাবে বেশিরভাগ কাজ ই খুব সহজ যদি আপনি ইংরেজি ভালো বুঝতে পারেন ও ইন্টারনেট ব্রাউজিং ও মোটামুটি দক্ষ হোন।

এখানে বিভিন্ন ধরনের কাজ থাকে তারমধ্যে সবচেয়ে সহজ কাজগুলোর কথা বলি-

১. টুইটার (বিভিন্ন পোষ্ট এ লাইক দেওয়া, ফলো করা, রিটুইট করা, পোষ্টক্যাড শোনা।

২. বিভিন্ন সাইট ও সাইন আপ এর কাজ করা। 

৩. ইউটিউব এ ভিডিও দেখা, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা।

৪. জিমেইল একাউন্ট তৈরি করে দেওয়া।

৫. বিভিন্ন সাইট এ ভোটিং করা।

৬. ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, টিকটক এ লাইক কমেন্ট, ফলো করা।

৭. বিভিন্ন এপস ডাউনলোড দেওয়া (কাজ স্যাটিসফাইড হয়ে গেলেই এপস ডিলিট দিলে সমস্যা নাই)

৮. ডিসকর্ড, টেলিগ্রাম এর বিভিন্ন চ্যানেল ও গ্রুপ এ জয়েন হওয়া।

৯. পিসিতে বিভিন্ন এক্সটেনশন এড করা।

১০. সার্ভে তে অংশগ্রহণ করে ডলার আর্ন করা।

আমি যে কাজগুলো উপরে লিখেছি এই কাজগুলো অনেক অনেক সহজ ও এই কাজগুলিই অনেক বেশি আসে।

আরো অনেক অনেক কাজ আছে যেগুলো একটু কঠিন কিন্তু ধৈর্য্য নিয়ে করলে প্রতিদিন অনেক বেশি ডলার আয়ের সুযোগ রয়েছে।

কাজ কিভাবে করবেন?

প্রথমত যেকোনো কাজে ঢুকবেন। তারা ইংরেজিতে আপনাকে কাজ বুঝিয়ে দিবে। আপনি ঠিক সেভাবে সেভাবে কাজ করবেন।

যারা ইংরেজিতে দুর্বল তারা ট্রান্সলেশন করে বাংলায় কাজ বুঝে তারপর কাজ করতে পারবেন।

তবে হ্যা কাজ যত দ্রুত সম্ভব করে ফেলা ভালো, কারণ সাইটে অনেক অনেক ওয়ার্কার আছে যারা কাজগুলো দ্রুত করে সাবমিট দিয়ে দিবে।

আপনি সঠিকভাবে কাজটি সাবমিট দিয়ে দিয়ে ১ দিন, ২ দিন অথবা ৭ দিনের দিন স্যাটিসফাইড দিয়ে দিবে এবং ডলার ও পয়েন্ট পাবেন।

পয়েন্ট বাড়লে আপনার ওয়ার্কিং লেভেল বাড়তে থাকবে। আপনি যদি ভুল কাজ সাবমিট করেন তাহলে ভুল কাজ এর জন্য ডলার পাবেন না ও পয়েন্ট মাইনাস হবে যা আপনার জন্য ক্ষতিকর।

পেমেন্ট কত হলে তুলতে পারবেন?

৫ ডলার হয়ে গেলেই আপনি উইথড্র দিতে পারবেন। তবে প্রতি ১ ডলার এর জন্য Sproutgigs 0.২০ সেন্ট সার্ভিজ চার্জ হিসেবে কেটে নিবে। তাহলে ধরা যায় আপনি ৫ ডলার উইথড্র দিলে ৪ ডলার পাবেন।

পেমেন্ড মেথড

পেমেন্ট মেথড হিসেবে AIRTM, LTC, BINANCE, PAYPAL ইউজ করতে পারবেন। তবে বাংলাদেশ এর জন্য AIRTM আমি সবচেয়ে বেস্ট পেমেন্ট মেথড হিসেবে  মনে করি।

সর্বোপরি, মোবাইল বা পিসি দিয়ে সবচেয়ে সহজে এই সাইট থেকেই মাস শেষে অনেক ডলার আয় করে নিজের পকেট খরচ চালিয়ে যেতে পারবেন।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles