হ্যালো বন্ধুরা । আশা করি তোমরা ভালো আছ। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি বাটন ফোন ব্যবহার কারী ব্যক্তিদের বাটন ফোনে ইনকাম নিয়ে করা বলব।
বাটন ফোনে ইনকাম নিয়ে অনেকে হাসি তামাশা করে অনেকে ভাবে বাটন ফোনে আবার কীভাবে ইনকাম করা যায়।হ্যা বাটন ফোনেও ইনকাম করা যায়।
এমনি একটি ইনকাম সাইড হলো Jit.Com এখানে আপনি আপনার হাতে রাখা বাটন ফোনটি দিয়ে ব্লোগিং করে ইনকাম করতে পারবেন।
তবে আপনার হাতে রাখা বাটন ফোন জাভা সাপোট হতে হবে। এখন কথা হলো ব্লোগিং কি ব্লোগিং হলো লেখালেখি করা।
অর্থাৎ jit.Com এ আপনারা লেখালেখি করে ইনকাম করতে পারবেন।এখন কথা হলো কীভাবে কাজ করব?
তো এখন আপনার বাটন ফোনের যে অপেরা মিনি আছে সেখানে ঢুকে গুগলে Jit.Com Registration লিখে সার্চ দিন এবং রেজিষ্টেশন করুন তারপর লোগিন করে এড আর্টিকেল এ গিয়ে লেখা লেখি শুরু করুন।
এখন কীভাবে টাকা তুলব? যদি আপনার 20 টাকা হয় তাহলে আপনি মোবাইল রিচার্চ দিতে পারবেন আর যটি 100 বা তার বেশি হয় তাহলে বিকাশ,নগদ,রকেটে তুলতে পারবেন।
আশা করি আপনারা বুজতে পেরেছেন।লেখার মধ্যে কোন ভুল হলে মাফ করে দিবেন আর কিছু না বুঝলে জানাবেন। আল্লাহাফেজ
Aro Vay Incam Kora Jay Baton Phone?
আমি ফেচবুক ব্যবহার করি
You must be logged in to post a comment.