তোমাদের মধ্যে অনেকই আছো যারা আর্টিকেল লেখে ইনকাম করতে চাও। যার জন্য তোমারা হতো অনেক রকম information সংগ্রহ করেছো আর সেই information এর মধ্যে হয় তো তুমি জে-আইটি সম্পর্কে জেনেছো।
আর জে-আইটি তে কাজ করতে চাইতেছো। কিন্তু কাজ করার আগে তোমাদের অবশ্যই জে-আইটি সম্পর্কে সঠিক ধারণা আনতে হবে।
যদি কোনো রকম ধারণা ছাড়াই কাজ করতে চলে যাও তাহলে তো প্রথমে তোমার কাছে সব কাজই কঠিন মনে হবে।
তাই জে-আইটি বা যে কোনো জায়গায় কাজ করার আগে সেই কাজ সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে।
এই আর্টিকেলে আমি তোমাদের জানাবো যে জে-আইটি তে কাজ করার জন্য কি কি প্রয়োজন হয়? আর কোনো কোনো বিষয় সম্পর্কে আর্টিকেল লেখা হয়?
জে-আইটি এটি একটি আর্টিকেল লেখা-লেখি করার ওয়েব সাইট। যার কারনে বুঝাই যায় যে এখানে আর্টিকেল লেখা ছাড়া অন্য কোন কাজ নেই। তাই এই ওয়েব সাইট এর কাজ কি এই সম্পর্কে বলতে হবে না।
কিন্তু এই কাজ গুলো করার জন্য আমাদের কিছু জিনিস এর প্রয়োজন হবে। আর সেই জিনিস গুলো হলো :-
১.একটি স্মার্টফোন। (কম্পিউটার থাকলে আর ভালো)
২.কিবোর্ড ভালো ভাবে ব্যবহার করা জানতে হবে।
৩. category এর বাইরে না যাওয়া।
৪.ইন্টারনেট।
আর তেমন কিছু প্রয়োজন নেই। শুধু নিয়ম গুলো একবার পড়ে নিবেন।
এখন কোন কোন বিষয় এর উপর এখানে আর্টিকেল লেখা যায় সেই সম্পর্কে এখন আপনাদের ধারণা দিবো।
কারন বিষয় এর বাইরে এখানে আর্টিকেল পাবলিক করা হয় না। তাই আপনাদের অবশ্যই এই সকল বিষয় সম্পর্কে ভালো মতে জানতে হবে। বিষয় গুলো হলো।
১.অনলাইন আয়।
২.ইউটিউব।
৩.সফটওয়্যার।
৪.মোবাইল।
৫.প্রযুক্তি।
৬.ব্লগ/ওয়েব সাইট
৭.টিউটোরিয়াল
৮.টিপ্স অ্যান্ড ট্রিক্স
৯.অন্যান্য
এই হলো জে-আইটি এর আর্টিকেল লেখার বিষয় গুলো। আপনি এই বিষয় এর উপর ভিত্তি করে আর্টিকেল লেখবেন। আমার মতে আপনি এখান থেকে যে কোনো একটি বিষয় নিন আর সেই বিষয় এর উপরই লেখেন।
মনে করে আপনি অনলাইন আয় এই বিষয়টা নিলেন তাহলে আপনি অনলাইনে কিভাবে আয় করা যায় শুধু সেই বিষয় সম্পর্কেই লেখবেন।
আপনি চাইলে সব বিষয় নিয়েও আর্টিকেল লেখতে পারবেন কোনো সমস্যা নেই। এখন বিষয় গুলো কিভাবে লেখবে বা কি লেখবেন তা আপনারে দরিয়ে দেই।
১.অনলাইন আয় : আপনি অনলাইনে কিভাবে আয় করা যায় এই বিষয় সম্পর্কে লেখবেন।
২.ইউটিউব : ইউটিউবে কিভাবে একাউন্ট খুলতে হয়। বা কত ভিও তে কত টাকা ইত্যাদি সম্পর্কে লেখবেন।
৩.সফটওয়্যার : আপনি যদি কোনো সফটওয়্যার সম্পর্কে কে জানে তাহলে তার বর্ণনা দিবেন। বা কিভাবে সফটওয়্যার বানানো হয় সেই সম্পর্কে লেখবেন।
৪.মোবাইল : মার্কেটে বিভিন্ন রমক মোবাইল আসে আপনি চাইলে সেই মোবাইল সম্পর্কে লেখতে পারেন। কোনো মোবাইল ভালো বা খারাপ তাও লেখতে পারেন।
এক কথায় যেই বিষয় নিয়ে লেখবেন সেই বিষয় নিয়ে যা যা আছে তাই লেখতে পারবেন। ভালো, খারাপ সব। আশা করি আপনাদের বুঝতে পেরেছি।
আর যদি না বুঝে থাকেন আমাকে কষ্ট করে কমেন্টে বলে দিবে আমি আপনার সমস্যা সমাধান করে দিবো।
ধন্যবাদ
ঠিক বলেছেন আমার পোষ্ট দেখে আসেন।
You must be logged in to post a comment.