অনলাইন থেকে টাকা আয় করুন

অনলাইন থেকে আসলেই কি উপার্জন করা সম্ভব? অনেকের মনে প্রশ্ন থাকে "অনলাইন থেকে আয় !! " আসলেই কি সম্ভব?

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

আজকাল অনলাইনে অনেক প্রকার ওয়েব সাইট বা এপস রয়েছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ঐ সব ওয়েব সাইট বা এপস পেমেন্ট করে না।

কিন্তু আপনাদের দিয়ে কাজ করিয়ে নেয়। তা বলে এটা মানা যাবে না যে অনলাইন থেকে টাকা আয় করা যায় না।

অনলাইনে এখনও কিছু বিশ্বাস যোগ্য  ওয়েব সাইট রয়েছে যারা এখন ও পেমেন্ট করে।

আয় করার উপায়:

আপনাদের জন্য নিয়ে এলাম একটা বিশ্বস্ত ওয়েব সাইট যার মাধ্যমে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন থেকে  ভালো পরিমাণ টাকা উপার্জন করতে পারবেন।

বিশেষ করে ছাত্র-ছাত্রীদের জন্য এটা খুবই চমৎকার একটা পন্থা।  যারা অবসর সময়ে বাড়ীতে বসে আছেন তারাও কিছু ছোট ছোট কাজ করে ভালো একটা আনিং করতে পারবেন।

এটি পার্ট টাইম জব এর মতোই। যার মাধ্যমে ছাত্র-ছাত্রীরা নিজেদের হাত খরচ এর টাকা নিজেরাই বের করতে পারবে। এখন প্রায় সবার হাতেই একটা স্মার্টফোন রয়েছে।

ইচ্ছা করলেই তা দিয়ে অবসর সময়ে কাজ করে আয় করা যায়। এখন বেকার সমস্যা বেড়েই চলেছে। তাই অনলাইন থেকে ইনকাম করে এখন অনেকেই টাকা উপার্জন করছে‌।

আর করোনা ভাইরাস এর কারনে অনেকেই কাজ হারিয়েছেন । তাই অনলাইন ইনকাম হতে পারে একটা পরিবার বাঁচানোর হাতিয়ার।

যতক্ষণ সময় আমরা বিনোদন হিসেবে ফেসবুক, ইউটিউব ইত্যাদি চালাই এর অর্ধেক সময় যদি অনলাইন এ কাজ করি তাহলে ভালো একটা আর্নিং হয়ে যাবে।

তাই সময় কে কাজে লাগিয়ে কিছু আয় করলেও সেই সময় টা বৃথা যাবে না।

আপনি কাজ গুলো সহজেই স্মার্টফোন অথবা কম্পিউটারের মাধ্যমে করতে পারেন। তবে যেকোনো কাজ করার জন্য ৩ টি শর্ত মেনে চলতে হবে:

১: সততা
২: পরিশ্রম
৩: ধৈর্য

ওয়েব সাইট সম্পর্কে বিস্তারিত:

Work Up Job নামে একটি ওয়েব সাইট রয়েছে, যারা সততার সাহায্য এখন পর্যন্ত তাদের কাজ করে আসছে। খুবই বিশ্বস্ত একটি ওয়েব সাইট এবং এখন পর্যন্ত পেমেন্ট করে আসছে ।

এটি একটি বাংলাদেশী সাইট,তাই বেশিরভাগ কাজ বাংলাতেই দেওয়া হয়।আপনারা সততার সাথে এখানে কাজ করে আয় করতে পারেন।
ভালোভাবে কাজ করলে প্রতিদিন ৫০-১০০ টাকার মতো আয় করতে পারেন।

আপনার কাজের পরিমাণ বেশী হলে আরও বেশী টাকা আয় করতে পারবেন। এই সাইট এ কাজ করতে হলে অবশ্যই এডমিন এর দেওয়া শর্তাবলী মেনে চলতে হবে।

আর কেউ যদি শর্তাবলী লংঘন করে তাহলে তার একাউন্ট টা সাসপেন্ড করা হবে। তাছাড়া যেকোনো প্রয়োজনে এডমিন এর সাথে সরাসরি মেসেজ করা যায়।

Work Up Job এর একটি গ্রোপ রয়েছে যেখানে আপনারা আপনাদের সমস্যাগুলো তুলে ধরতে পারবেন। এডমিন খুব অল্প সময়ে উওর দিয়ে থাকে।

এই সাইট এ এখনও অনেক ইউজার রয়েছে । যারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এখানে সর্বোচ্চ ইউজার বা টাকা উপার্জন কারি প্রথম তিন জন কে প্রতি মাসে ১০০০০ টাকা দেওয়া হয়।

তারপর সর্বোচ্চ রেফার কারিকে পুরষ্কার দেওয়া হয়। এই কাজ গুলো করে Work Up Job থেকে আনলিমিটেড টাকা উপার্জন করা যায়।

যেভাবে রেজিস্ট্রেশন করবেন:

প্রথমে আপনার স্মার্টফোন অথবা কম্পিউটারের যেকোনো একটি ব্রাউজার ওপেন করবেন।
তারপর সার্চ করবেন Work up job. তখন আপনাদের সামনে কতগুলো লিঙ্ক চলে আসবে।

তখন ঐ লিঙ্ক এ চলে যাবেন এবং রেজিস্ট্রেশন বা সাইন আপ এর জন্য যা যা প্রয়োজন তা বসিয়ে দিয়ে একাউন্ট খোলবেন। একাউন্ট তৈরির সাথে সাথে $0.200 বোনাস হিসেবে পেয়ে যাবেন।

তারপর সেটিংস এ গিয়ে আপনি আপনার একাউন্ট এর প্রোফাইল সহ বিভিন্ন কাজ করার এক্টিভিটি গুলো দেখতে পারবেন। আপনার সকল কাজের বিস্তারিত তথ্য সেখানে দেওয়া থাকবে।

যেমন :- আপনার মোট কাজের হিসাব, এপ্রুভ হওয়া কাজ, পেন্ডিং এ থাকা কাজ এবং নট সেটিসফাইড এর হিসাব সহ আরো অনেক তথ্য।

রেফার করে টাকা আয়:

আপনি রেফার করে অর্থাৎ আপনার একাউন্ট এর লিঙ্ক শেয়ার করার মাধ্যমে টাকা আয় করতে পারবেন।
আপনার লিঙ্ক ব্যবহার করে আপনার বন্ধু যদি একাউন্ট তৈরি করে তাহলে আপনি তখনি টাকা পাবেন না।

তবে আপনার বন্ধু কাজ করে যখন উইড্রে করবে তখন ঐ টাকার কিছু পরিমাণ আপনার নিজের একাউন্টে যোগ হবে।বলতে গেলে রেফার করে টাকা আয় করার পরিমাণ টা একটু কম। 

তবে যদি সবোর্চ্চ রেফার করা যায় তবে Work Up Job থেকে পুরষ্কার হিসেবে টাকা দেওয়া হয়।

এখানে আরো একটা সুবিধা রয়েছে তা হলো প্লে & আর্ন । এটা থেকে কিছু প্রশ্নর উওর দিয়ে জিতে যেতে পারেন $1 পর্যন্ত।
এই কাজ প্রতিদিন দেওয়া হয় এবং রাত ১২ টার পর রিফ্রেশ হয়ে আবার নতুন কাজ আসে। প্রথম তিন জন উওর দাতাকে  পুরষ্কার দেওয়া হয়।

কাজের ধরন:

আপনি একাউন্টে লগইন করার পর নিচে অনেক কাজ পেয়ে যাবেন। যেখানে একটি কাজ এ ক্লিক করার পর কাজ করার নিয়ম দেওয়া থাকবে।

ক্যাটাগরি:-

1. YouTube
2. Facebook
3. Tiktok
4. Ads click
5. Comments
6. Share
7. Like
8. Twitter
9. Talegram
10. Linkden

আরো অনেক রকমের ক্যাটাগরির কাজ রয়েছে।আপনি চাইলে আলাদা ভাবে বিভিন্ন ক্যাটাগরির কাজ করে টাকা আয় করতে পারেন। তবে ইউটিউব এ সাবস্ক্রাইব এর কাজ গুলোর পরিমাণ একটু বেশী থাকে।

যেমন: ইউটিউব এ সাবস্ক্রাইব, ফেসবুকে ফলো করা বা গ্রোপ এ জয়েন করা,টিকটকে ফলো,এডস ক্লিক, এপস ডাউনলোড করা, ভিডিও তে লাইক কমেন্ট করা, ভিডিও দেখা সহ বিভিন্ন ক্যাটাগরির কাজ দেওয়া হয়।

আপনি চাইলে নিজেও ইউটিউব সাবস্ক্রাইবার বা ফলোয়ার এর জন্য কাজ দিতে পারবেন।কাজ করার জন্য বিশেষ কোনো যোগ্যতার প্রয়োজন হয় না এবং কাজ গুলো সহজ হওয়ায় খুব দ্রুত করা যায়।

আপনি যেই কাজ গুলো করবেন তা পেন্ডিং এ থাকবে এবং রিভিউ করার পর আপনার একাউন্টে ব্যালেন্স এড হয়ে যাবে।
Work Up Job থেকে সততার সাথে কাজ করলে খুব দ্রুত পেমেন্ট দেওয়া হয়।

উইড্রো করার নিয়ম:

যেহেতু এটি একটি বাংলাদেশী সাইট তাই আপনারা পেমেন্ট সরাসরি বিকাশ অথবা নগদ এর মাধ্যমে নিতে পারবেন।

আপনার একাউন্ট এর ব্যালেন্স $3.500 অর্থাৎ (৩০০৳) হলেই টাকা উইথড্র দিতে পারবেন। তবে উইড্রো করার পূর্বে আপনাদের একাউন্ট টা ভেরিফাই করতে হবে।

আপনার উইড্রো দেওয়া টাকা ১২ থেকে ২৪ ঘন্টার মধ্যে আপনার নগদ বা বিকাশ একাউন্টে জমা হয়ে যাবে।

আপনি যত ইচ্ছা তত টাকা এই সাইট থেকে উপার্জন করতে পারেন । আপনি যদি $100 উইড্রো দেন তাহলে Work Up Job এর লেভেল ১ এ পৌঁছাবেন ।

এর ফলে যখন টাকা উইড্রো দিবেন তখন এডমিন ফি হিসেবে কিছু টাকা  কম কাটবে।

ভেরিফাই করার নিয়ম:

আপনার একাউন্ট ভেরিফাই না করলে টাকা তুলতে পারবেন না। তাই সেটিংস এ গিয়ে ভেরিফাই এ ক্লিক করবেন ।

তারপর আপনার আইডি কার্ড বা জন্মনিবন্ধন দিয়ে আইডি টা ভেরিফাই করবেন। ভেরিফাই করার সময় আপনার প্রোফাইল এর নাম, আইডি কার্ড বা জন্মনিবন্ধন এর নামের সাথে মিল রাখতে হবে।

বুঝতে অসুবিধা হলে বা যেকোনো সমস্যার জন্য ইউটিউব এ ভিডিও দেখতে পারেন। আসা করি এই সাইট সম্পর্কে ভালোভাবে জানাতে পেরেছি।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
Shakil Mollik - Mar 6, 2022, 6:56 PM - Add Reply

Hi

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ