ফটোগ্রাফি করে অনলাইনে টাকা ইনকাম

সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। কিন্তু যদি ভালো না থাকেন বা যদি টাকা ইনকাম এর বিষয় নিয়ে দুশ্চিন্তায় থেকে থাকেন তাহলে আমি বলবো দুশ্চিন্তা করবেন না।

বর্তমান সময় এ অনলাইন এ ইনকাম করার অনেক জায়গা আছে যেখানে কাজ করে আপনি যথেষ্ট ইনকাম করতে পারবেন।

কিন্তু দরকার একটু ধৈর্যের। এমন এ একটা অনলাইন ইনকাম ও প্লাটফর্মের বেপারে আজ আপনাদের বলবো।

আপনারা প্রায় সময় এ শখের বশে অনেক ফটোগ্রাফি করে থাকেন ও অনেক সুন্দর সুন্দর ফটো শুট করেন যা আপনারা ফেইসবুক এ পোস্ট করে থাকেন লাইক পাওয়ার জন্য।

কিন্তু যদি এই শখের বশে তোলা ফটো আপনার জন্য কিছু ইনকাম এর মাধ্যম হয়ে দাঁড়ায় তাহলে কেমন হয় ?

জি, আপনি যে ফটো শখের বশে তুলেছেন সেগুলোর দ্বারা আপনি হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন।

এইরকম অনেক প্লাটফর্ম আছে যেখানে নানা ধরণের প্রাকৃতিক ফটো, খাবারের ফটো, পশু পাখির ফটো ও নানান সংস্কৃতিক বিয়ের ফটোসহ অনেক ধরণের ফটো বিক্রি করা যায়। তেমনই একটি প্লাটফর্ম হলো Sutterstock Contributor.

Sutterstock Contributor কি ?

Shutterstock একটি জনপ্রিয় অনলাইন স্টক ফটোগ্রাফি, ফুটেজ, সঙ্গীত এবং সম্পাদনা সরঞ্জাম প্রদানকারী সংস্থা। সংস্থাটি 2003 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে।

এখানে প্রতি সপ্তাহে 1 মিলিয়নেরও বেশি নতুন ফটো/ভিডিও আপলোড করা হয়।

Shutterstock কোম্পানি বিভিন্ন গ্রাহকের চাহিদা এবং বাজেটের জন্য বিভিন্ন সাবস্ক্রিপশন প্ল্যান এবং অন-ডিমান্ড ক্রয়ের বিকল্প অফার করে।

উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া এবং অস্ট্রেলিয়াতে অফিস এবং দলগুলির সাথে Sutterstock এর একটি বিশ্বব্যাপী বিস্তার রয়েছে। 

Sutterstock এ কিভাবে ফটো বা ভিডিও আপলোড করবেন ?

প্রথমত,আপনাদের sutterstock.com লিংকটিতে ক্লিক করে ওয়েবসাইট টি তে প্রবেশ করতে হবে। তারপর ওপরে ডান পাশে sign up অপশন দেখতে পাবেন।

ঐখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করবেন।রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হয়ে গেলে আপনাকে ফটো বা ভিডিও আপলোড করতে বলা হবে। এবার আপনি আবার তোলা সবথেকে ভালো ফটোগুলো বা আপনার বানানো এনিমেটেড ভিডিও আপলোড করে দিবেন।এবার, আপনাকে আপনার আপলোড করা ফটো বা ভিডিও সম্পর্কে কিছু তথ্য দিতে হবে; যেমনঃ  ফটো সম্পর্কে টাইটেল, ফটোটি যে বিষয় সম্পর্কিত সে বিষয় সম্পর্কিত ৭ টি বার তার বেশি কীওয়ার্ড, ফটোটির লোকেশন এইসব ভালোভাবে লিখে সাবমিট করতে হবে।

সাবমিট করার ৫ দিন এর মধ্যে আপনার ফটো বা ভিডিও রিভিউ করা হবে।

যদি আপনার ফটো গ্রহণযোগ্য হয় তাহলে সেটা তারা accept করে নিবে এবং অটো জন আপনার ওই ফটো বা ভিডিও ডাউনলোড করবে আপনি তত টাকা পাবেন। কিন্তু ফটো বা ভিডিও তে কোনো সমস্যা থাকলে তারা সেটা reject করে দিবে। 

আপনারা চাইলে আপনাদের এন্ড্রয়েড ফোনে  Sutterstock app ডাউনলোড  করে নিতে পারেন।

কি কি কারণে ফটো বা ভিডিও reject করা হয় ?

কয়েকটি কারণে আপনার ফটো বা ভিডিও recject হতে পারে। সেগুলো হলো :-

  • ছবি বা ভিডিও তে watermark থাকলে।
  • ছবিতে ফোকাস ঠিক না থাকলে। 
  • ফটো ঘোলা হলে।  
  • ফটোটি এর আগেও অন্য কোথাও আপলোড করে থাকলে বা বিক্রি করে থাকলে। 
  • ব্রাউজার থেকে ফটো ডাউনলোড করে সেগুলোই আবার আপলোড করলে। 

আশা করছি আপনাদের সাহায্য করতে পেরেছি ও ব্যাপারটা বুঝতে পেরেছি। কোনো ভুল করে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।আরেকটা কথা,অনলাইন এ টাকা ইনকাম করার জন্য প্রচুর ধৈর্যের প্রয়োজন হয়।তাই ধৈর্য রাখবেন।হাল ছাড়বেন না। ধন্যবাদ।       

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles