সিপিএ (CPA) মার্কেটিং করে আয় করার অসাধারণ সাইট
অনলাইনে আয়ের সহজ মাধ্যম গুলোর একটি CPA মার্কেটিং ।এখানে কোন প্রোডাক্ট আপনাকে কোন সেল করতে হবে না। কোম্পানির জন্য লিড জেনারেট করার বিনিময়েই কমিশন পাওয়া যাবে। সহজ
কথায়, কোন কোম্পানির প্রোডাক্ট বিক্রির জন্য কাস্টমার নিয়ে আসাকে বুঝায়। যতজন কাস্টমার নিয়ে
আসা যাবে তার বিনিময়ে কোম্পানি কমিশন দিবে। সে কাস্টমার প্রোডাক্ট না কিনলেও কোম্পানি
কমিশন দিবে। আবার কিনলেও কমিশন দিবে।
CPA মার্কেটিং বলতে কি বুঝায়:
সিপিএ মার্কেটিং এর পূর্ন অর্থ হচ্ছে Cost Per Action। এফিলিয়েট মার্কেটিং এর গুরুত্বপূর্ন একটি পার্ট
হচ্ছে সিপিএ মার্কেটিং। এটা নতুন একটি এডভাটাইজিংমডেল এটা কাজের উপর নির্ভর করে পেমন্ট
দেওয়া হয়। সি. পি. এ. (CPA) মার্কেটিং হল এমন এক ধরনের এফিলিয়েট মার্কেটিং, যার মাধ্যমে ছোট
কিছু কাজ যেমন ইমেইল সাবমিট, জিপ কোড সাবমিট, ডাউনলোড, শেয়ার, কোন সাইটে রেজিষ্ট্রেশন
ইত্যাদি কাজের মাধ্যমে ইনকাম করা যায়। এজন্যই একে বলা হয়ে থাকে কস্ট পার এ্যাকশন তার মানে
যে কোন এ্যাকশন ফুলফিল হলেই কমিশন পাওয়া যায়। সিপিএ মার্কেটিং এর মাধ্যমে গড়ে প্রতিটা লিড
থেকে ১ ডলার থেকে ৪ ডলার আয় করা যায়। তাই বর্তমানে প্রচলিত এডভাটাইজিং পেমেন্ট মডেল
গুলির চেয়ে সিপিএ মার্কেটিং এর মাধ্যমে সহজে কয়েকগুন বেশি আয় করা সম্ভব। সিপিএ মার্কেটিং এর
ক্ষেত্রে অনেক বেশি গবেষণা ছাড়াই শুধুমাত্র নিয়ম মত কাজ করলে প্রথম থেকেই ভালো আয় করা যায়।
এটি অনলাইনে কাজের একটি গুরুত্বপূর্ন মাধ্যম।
অনলাইনে আয়ের সহজ মাধ্যম গুলোর একটি CPA মার্কেটিং ।এখানে কোন প্রোডাক্ট আপনাকে কোন
সেল করতে হবে না। কোম্পানির জন্য লিড জেনারেট করার বিনিময়েই কমিশন পাওয়া যাবে। সহজ
কথায়, কোন কোম্পানির প্রোডাক্ট বিক্রির জন্য কাস্টমার নিয়ে আসাকে বুঝায়। যতজন কাস্টমার নিয়ে
আসা যাবে তার বিনিময়ে কোম্পানি কমিশন দিবে। সে কাস্টমার প্রোডাক্ট না কিনলেও কোম্পানি
কমিশন দিবে। আবার কিনলেও কমিশন দিবে।
এ্যাকশন বলতে কি বুঝায়:
কোন কোম্পানীর কাছ থেকে কোনো অফার কেনা, গেম অথবা কোনকিছু ডাউনলোড করা, কোন
সাইটে সাইন আপ করা, অনলাইনে কোন গেইম এর জন্য অ্যাকাউন্ট খোলা, গেইম ডাউনলোড করা,
ইমেইল আইডি দেয়া, সাবস্ক্রাইব করা, এমনকি কোন সাইটে নিজের পোস্ট কোড দেয়াও এক একটা
এ্যাকশন।
CPA মার্কেটিং কাজ করে কিভাবে:
CPA মার্কেটিং এর জন্য কোন বিনিয়োগ করতে হবে না। শুধুমাত্র কোম্পানির মার্কেটিং করে লিড তৈরি
করার জন্য কমিশন দেওয়া হবে। যেমনঃ আপনার মাধ্যমে কেউ ফর্ম পূরণ করলে, ফর্ম পূরণের জন্য
আপনাকে কোম্পানি নির্দিষ্ট পরিমাণ কমিশন দিবে। অথবা আপনার মাধ্যমে কেউ আমার কোম্পানির
গেইম ডাউনলোড করলে কিংবা গেইম খেলার জন্য অ্যাকাউন্ট তৈরি করলে আপনি কমিশন পাবেন।
আর এ কারনই CPA মার্কেটিং অধিক জনপ্রিয় ও আয়ের সহজ মাধ্যম।
CPA মার্কেটিংয়ে কি অফার পাওয়া যায়:
ক.পে পার লিড- এই অফার গুলোতে মূলত থাকে সাইনআপ, ইমেইল সাবমিট ইত্যাদি ।
খ.পে পার ডাউনলোড- এই অফার গুলোতে মূলত থাকে সফটওয়ার, গেম ডাউনলোড ইত্যাদি ।
গ.পে পার সেল- এই ধরণের অফার গুলোতে মূলত যে প্রোডাক্ট থাকে ঐ প্রোডাক্ট সেল হইলে কমিশন
পাওয়া যায়। যেমন: হেল্থ, ইনসিওরেন্স ইত্যাদি।
সিপিএ মার্কেটিং এর কিছু আলোচিত বিষয় সর্ম্পকে সংক্ষিপ্ত আলোচনা :
1. CPA নেটওয়ার্ক এর মাধ্যমে প্রোডাক্ট বা সার্ভিসের বিজ্ঞাপন দিয়ে থাকে। হতে পারে সে রিটেইলার,
অনলাইন রিটেইলার অথবা মার্চেন্ট।
2.পাবলিশার কমিশনের জন্য কোন প্রোডাক্ট বা সার্ভিস প্রমোট করে। সহজ কথায় এক্ষত্রে আপনি, আমিই
সেই পাবলিশার বা মার্কেটার।
3. আপনাকে প্রতিটি লিডের জন্য পে করা হবে। ধরুণ, আপনি কোনো CPA অফার সিলেক্ট করে
আপনার সাইটে প্রচার করলেন, একজন ঐ লিংকের মাধ্যমে প্রবেশ করে এ্যাডভারটাইজার সাইটে গিয়ে
রেজিস্ট্রেশন করলো, তারমানে একটি লিড তৈরি হল। এই একটি লিডের জন্য আপনাকে কমিশন দেওয়া হবে।
4.এটা হল সেই কমিশন বা নিদিষ্ট টাকা যা পাবলিশারকে পে করা হয়ে থাকে ।তার সাইটে থাকা
প্রোডাক্টের ব্যানার বা লিংকে প্রতিটা ক্লিকের জন্য।
5.নেটওয়ার্ক নির্বাচনের ক্ষেত্রে একটু ভেবে চিন্তে তারপর নির্বাচন করবেন। বর্তমানে সেরা সিপিএ
নেটওয়ার্ক গুলোর মধ্যে ৩ টি নিচে উল্লেখ করা হলঃ
ক. Adwork Media
খ.CPAGrip
গ. CPALead
6. CPA মার্কেটিং করতে আপনার অবশ্যই একটি ওয়েবসাইট থাকতে হবে। ফ্রি ডোমেইন ব্যবহার করে
একটি নিজস্ব ওয়েব সাইট বানানো যাবে। কিন্তু আমি বলবো আপনি একটি ওয়েব সাইট কিনে নিয়ে
তারপর কাজ করা ভাল হবে।
7. CPA মার্কেটিং করার জন্য পে-পার-ক্লিক সম্পর্কে ধারণা থাকতে হবে।
Nice
Tnx
Welcome
Thanks
Welcome
Tnx
Thanks
God
.
Hmm
https://blog.jit.com.bd/getlike-website-4071
ai gulak income vole kare vai 🤣
ভাই, আমরা একে অপরের পোস্টে ভিজিট করে সবাই সবাইকে ইনকাম বৃদ্ধি করতে সাহায্য করি। আমি আপনার পোস্টে ভিজিট করেছি।এখন আপনি আমার পোস্টে ভিজিট করুন।
https://blog.jit.com.bd/learn-mobile-usage-4048
সকলের পোস্টে সবাই লিংক দিয়ে দিলে ভিজিট করতে সুবিধা হবে তাই কমেন্টে সবাই লিঙ্ক দিয়ে দিবেন
W0w
Thanks
অ্যাপ গুলো পেমেন্ট দেয় না। প্রতারক
You must be logged in to post a comment.