আমরা বর্তমানে অনেকেই আছি যারা আর্টিকেল লেখতে পছন্দ করি। আর এই আর্টিকেল লেখে মাসে নিজের হাত খরচ চালানো মতো কিছু টাকাও ইনকাম করি।
এখন আপনাদের মধ্যে অনেকই আছে যারা আর্টিকেল লেখন ঠিকই খুব সুন্দর করেও লেখেন এমনকি আপনার আর্টিকেলটি পাবলিকও হয় কিন্তু কোনো রকম টাকা ইনকাম করতে পারছেন না।
এখন আপনার মনে অবশ্যই একটি প্রশ্ন কাজ করছে যে এত সুন্দর করে লেখার পরও টাকা কেনো ইনকাম করতে পারছি না।
এখন আপনাদের মধ্যে অনেকই আসলে জানে না যে আর্টিকেল লেখে কিভাবে টাকা ইনকাম করা যায়। আপনাদের মধ্যে অনেকই আছে ইউটিউব থেকে একটি ভিডিও দেখে যে লেখা লেখি করে টাকা ইনকাম করা যায়।
তারপর তাদের মতো করে একটা একাউন্ট খেলে আর্টিকেল লেখা শুরু করে দেয়।
কিছু যখন দেখে কোনো রকম টাকা ইনকাম করতে পারছে না। তখন যার ভিডিও টা দেখেছে তাকেও খারাপ কথা বলে আর যেই সাইটে একাউন্ট খুলেছে সেই সাইটাকেও নকল মনে করে।
কিন্তু এটা আর বুঝতে পারে না তার ভুল আছে বলেই সে টাকা ইনকাম করতে পারছে না। এখন ভুল গুলো কি।
যেই সকল ভুল এর কারেন টাকা ইনকাম করা যায় না
আপনারা সবাই একটি মাএ ভুল করেন যার কারনে আপনাদের আর্টিকেলটি খুব সুন্দর হলেও কোনো কাজ হয় না। এখন ভুলটা কি??ভুলটা হলো এই যে আপনাদের আর্টিকেল লেখার বিষয় টি সঠিক হয় না।
এখন কোন কোন বিষয়ে আর্টিকেল লেখতে হয়। আপনাদের একটি মাএ কথা বলে দিবো যদি আপনি ঠিক মতো বুঝতে পারেন তাহলে আপনাকে টাকা ইনকাম করতে ঠেকায় কে।
আপনারা আর্টিকেল লেখা সময় একটি মাএ জিনিস লক্ষ করবেন। আর এই বিষয় এর উপরই আর্টিকেল লেখবেন। এখন বিষয় টি কি?
আপনারা বর্তমানে সমাজে কি চলছে সেই বিষয়ে আর্টিকেল লেখবেন। কারন আর্টিকেল লেখার পর শুধু একটি মাধ্যমেই ইনকাম হয়।
তাহলে ভিউতে আর আপনি যদি ২০২৩ সালের যুগে ২০২০ সালের কাহিনি লেখেন তাহলে কে আপনার আর্টিকেল ভিউ করবে?
অবশ্যই না। তাই বর্তমানে কোন জিনিস টি বেশি চলছে সেই বিষয়ে আর্টিকেল লেখেন। মনে করেন কয়েক দিন পর ssc পরিক্ষা এখন এই সময় সবাই ssc পরিক্ষা সম্পর্কে বেশি জানতে চাইবে যার কারনে ssc সম্পর্কে বেশি র্সাচ করবে।
এখন আপনি যদি একটি আর্টিকেল লেখেন:-ssc পরিক্ষায় কিভাবে ভালো রেজাল্ট আনতে হয়। তাহলে আপনার আর্টিকেল টি একজন হলেও দেখবে।
কিন্তু আপনি যদি ssc পরিক্ষার সময় লেখেন। কিভাবে অনলাইনে shopping করতে হয়। তাহলে কি আপনার আর্টিকেল কেউ দেখবে। তাই বর্তানের চলমান বিষয় নিয়ে লেখলে বেশি টাকা ইনকাম করতে পারবেন।
মনে রাখবেন যে তরকারিতে লবন দিতে হয় চিনি না।
ধন্যবাদ, আপনার অতি মূলবান সময় এখানে ব্যয় করার জন্য। ভালো থাকবেন। Good Bey..
You must be logged in to post a comment.