আমরা অনেকেই আছি বড় হয়ে গেছি বলে বাবা মার কাছে টাকা চাইতে কেমন জানি লাগে। বলতে গেলে সরম করে।
যা কারনে পড়ালেখার পাশাপাশি যদি নিজে কিছু করে টাকা ইনকাম করা যেতো তাহলে কত ভালো হতো। তাই না, হুম এখন পড়ালেখার পাশাপাশিও তুমি চাইলে কিছু করে টাকা ইনকাম করতে পারবে।
এখন প্রশ্ন হলো আমি কি পড়াবো। কি কাজ যদি কোনো সমস্যা হয় তাহলে বাসায় কি বলবো। এমন প্রশ্ন বেশির ভাগ মানুষের মাথাই আসে।
তাদের জানিয়ে খুশি হবো যে এই কাজে কোনো রকমের কোনো সমস্যা নেই তুমি যদি নিয়ম মেনে কাজ করো তাহলে সব ঠিক।
এখন সবাই বলতাছো হয়তো এতখন বকবক করতাছে আসল কথাই বলতাছে না। তাই না, হুম তাই। আচ্ছা আমরা আসল বিষয়ে চলে যাই
কিভাবে অনলাইনে টাকা ইনকাম করবো
১. লেখা-লেখি করে
আমরা অনেকেই আছি যারা খুব তাড়াতাড়ি লেখতে পারি। যারা এই লেখা লেখির কাজ টা পারেন তাদের জন্য এই ওয়েব সাইটি বেস্ত।
কারন এখানে যদি আপনি প্রতিদিন একটি করে আর্টিকেল /গল্প /নিজের মনে কথা ইত্যাদি লেখেন আর যদি আপনার লেখাটা তাদের পছন্দ হয় তাহলে আপনি ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন।
এখন বিভিন্ন রমক ওয়েব সাইট আছে লেখালেখি করা জন্য। কিন্তু আমি আপনাদের GIT তে কাজ করার জন্য বলবো
লিংক: https://blog.jit.com.bd/ref/Masud048
২.ব্লক করে
এখন বর্তমানে ব্লগিং থেকে অনেক মানুষ মাসে প্রচুর পরিমানের টাকা ইনকাম করছে। আর ব্লগিং করাও তেমন কঠিন না।
একটা ভালো মোবাইল আর ক্যামেরা হলেই হবে শুধু ক্যামেরা ওন করে কোনো একটা ভিডিও করে ইউটিউবে ছেরে দিলেই হবে।
৩.রেফার করার মাধ্যমে
বর্তমানে এমন অনেক অ্যাপ আছে যেখানে একাউন্ট খুলে শুরু রেফার করে মাসে ১০০০০ মতো টাকা ইনকাম করা যায়।
এখন ১০০০০টাকা দেখেই লোভের ঠেলায় চলে যেয়েন না রেফার করার অ্যাপ খুজতে। কারন রেফার করা এতো সহজ মনে কইরেই না যে একাউন্ট খুলবেন আর রেফার করা শুধু করবেন।
মনে রাখবেন একটি মোবাইল দিয়ে শুধু একটিই রেফার করা যায়। একটির বেশি করা যায় না।
আর যদি না আপনার অনেক লোক আছে যাদের আপনি রেফার করতে পারবেন তাহলে তো ভালোই। এখন রেফার যে করবেন কিভাবে করবেন।
অ্যাপ এর তো প্রয়োজন। এখন কোন অ্যাপ এটা কি জানেন? অবশ্যই না। সমস্যা নাই আমি কেনো আছি। আমি বলে দিবো কোন অ্যাপ।
এখন আমি যেই অ্যাপটির কথা বলবো সেই অ্যাপটির নাম হলো বিকাশ। আপনারা চাইলে বিকাশে রেফার করে মাসে খুব ভালো প্ররিমানের টাকা ইনকাম করতে পারবেন।
আসা করি আপনাদের ভালো লেগেছে আর্টিকেলটি।
You must be logged in to post a comment.