আমরা সোসাল মিডিয়ার অনেক পোস্ট দেখে ও ভিডিও দেখে অনেক সময় নষ্ট করেছি। আবার অনেককে মেসেজ দিয়েছি কিন্তু কোনো উপায় হয় নাই।
অথচ এই সময়টুকু যদি বাংলা আর্টিকেল লিখতাম তাহলে কমপক্ষে ৮ থেকে ১০ হাজার টাকা ইনকাম করতে পারতাম।
এখন কীভাবে ও কোথায় এবং কী বিষয়ে লিখে মাসে উক্ত পরিমাণ টাকা ইনকাম করা যায় তা নিয়ে ফুল গাইড লাইন নিচে দেওয়া হলো।
১/ কোথায় লিখবো
২/ কী বিষয়ে লিখবো ও কীভাবে লিখবো
৩/ যে বিষয়ে লিখবো সে বিষয়ে তথ্য কোথায় থেকে সংগ্রহ করব
১/ কোথায় লিখবো: আপনি চাইলে জেআইটি ব্লগ সাইটে লিখে ইনকাম করতে পারেন।এখানে ইনকাম করতে হলে আপনাকে আগে রেজিষ্ট্রেশন করতে হবে।
১০০ টাকা হলেই তুলতে পারবেন। এখানে সর্বনিম্ন ৫০০ শব্দের আর্টিকেল লিখতে হয়। আপনার আার্টিকেল প্রকাশ করা হলে পাবেন ১০-১০০ টাকা।আবার আপনার আর্টিকেলে যদি ১০০০ ইউনিক ভিও হয় তার জন্য পাবেন ১০০০-২০০০ টাকা।
আর্টিকেল লিংক শেয়ার করে ইনকাম করতে পারবেন।
আপনি যদি কাওকে রেফার করেন তাহলে তার মোট আয়ের ২০% আপনাকে দেওয়া হবে।
আপনি যদি মাসে ৬০ টি আর্টিকেল প্রকাশ করেন প্রতি লেখার জন যদি আপনাকে ৭০ টাকা করে দেওয়া হয় তাহলে পাচ্ছেন ৪২০০ টাকা।
যদি ২০ জনকে রেফার করেন তারা সবাই মিলে দৈনিক ২০০০ টাকা ইনকাম করলে সেখান থেকে পাচ্ছেন ২০% = ৪০০ টাকা।
২/ কি বিষয়ে লিখবো ও কীভাবে লিখবো: আপনি জেআইটি ব্লগ এ রেজিষ্ট্রেশন করার পর স্কিপ করে একটু নিচে গেলে দেখতে পাবে আর্নিং প্রোগ্রাম নামে একটি টপিক আছে এর উপরে ক্লিক করলে কোন বিষয়ে লিখবেন ও কীভাবে লিখবেন তা বিস্তারিত লিখা আছে ও একটি ভিডিও দেওয়া আছে।
৩/ যে বিষয়ে লিখবো সে বিষয়ে তথ্য কোথায় পাব: যে যে বিষয়ে লেখার টপিক এই সাইটে দেওয়া আছে সে বিষয় রিলেটেড ইউটিউবে অসংখ্য ভিডিও আগে এসেছে, এখন আসতেছে এবং আরও আসবে।
তাই আপনি সেই ভিডিও গুলো দেখে সেখানে কি বলা হয়েছে তা এখানে পাবলিশ করেন তাহলে আপনি আর্টিকেল লিখে শেষ করতে পারবেন না।
একদিকে ভিডিও দেখে আপনিও নতুন নতুন কিছু শিখতে পারতেছেন আবার সে লেখা পাবলিশ করে ইনকামও করতেছেন।
jit.blog এ রেজিষ্ট্রেশন করতে এই লিংকে ক্লিক করুন: রেজিষ্ট্রেশন
You must be logged in to post a comment.