ইনকাম করার 5 টি সেরা সাইট

আসা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম 5 টি সেরা app। যেগুলো থেকে আপনি ইনকাম করতে পারবেন।

আর মনে রাখবেন আমি কোনো fack বিষয়ে আর্টিকেল দি না। যদি আপনি ঠিক থাক ভাবে কাজ করে ও ইনকাম না পান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন।

আর অবশ্যই মনে রাখবেন আপনাকে কিন্তু সঠিক ভাবে কাজ করতে হবে। তা না হলে আপনাকে arn দিবে না।

তো এবার মূল আর্টিকেল এ আসা যাক।

আপনাদের জন্য 5 টি সেরা app বা ওয়েব সাইট রয়েছে। এগুলো কি কি?

5 টি সাইটের নাম হলো :

1; ইউটিউব

2; Google adsenc

3; jit arning sait

4; Microsoft workswok

5; freelanceing

1. বর্তমানে পৃথিবীর প্রায় সকল দেশে ইউটিউব একটি জনপ্রিয় মাধ্যম। এখান থেকে ইনকাম করতে চাইলে প্রথমে আপনাকে একটা ইউটিউব আইডি খুলতে হবে।

আইডি খোলার পর আপনি কোন ক্যাটাগরি তে ভিডিও আপলোড করবেন তা শনাক্ত করুন,,, এবং ওই ক্যাটাগরি তে ভিডিও আপলোড করুন।

এভাবে কিছু মাস বা বছর পর আপনার subscribe 1000 হবে এবং 4000 ঘন্টা ওয়েস্ট টাইম পূর্ন হবে তখন থেকে আপনি ইউটিউব থেকে arning পাবেন।

তবে অবশ্যই মনে রাখতে হবে যাতে আপনি অন্য কারোর ভিডিও ডাউনলোড করে নিজের ইউটিউব আইডি তে submit করতে পারবেন না।

2. Google adsenc থেকে ইনকাম করতে হলে প্রথমে আপনার একটা নিজের ওয়েব সাইট থাকতে হবে,, যেখানে আপনি আর্টিকেল লিখে publish করবেন। আপনি সর্বোচ্চ 20/30 তা আর্টিকেল লিখে adsenc এর জন্য আবেদন করবেন। আপনার আবেদন কনফার্ম হয়ে গেলে

আপনি ওইখান থেকে ভালো একটা ইনকাম পাবেন। তবে মনে রাখতে হবে কারোর আর্টিকেল কপি করে ওইখানে দেওয়া যাবেনা।

আপনার লেখা আর্টিকেল টি একেবারে ইউনিক হতে হবে।

3 .  jit arning site এটা একটা বিশ্বস্ত ওয়েব সাইট।

এখানে ও আপনি একটা আইডি খুলে আর্টিকেল লিখবেন। আপনি আইডি খোলার সাথে সাথে 10 টাকা বোনাস পাবেন। আর আপনার লিখা আর্টিকেল এ যতো ভিউ হবে আপনাকে তত বেশি ইনকাম দেওয়া হবে।

এখানে ও আপনার লেখা আর্টিকেল টি ইউনিক হতে হবে। আপনি আপনার লেখা আর্টিকেল তীর লিঙ্ক কাউকে শেয়ার করলে সে যদি ওই লিঙ্ক এ ক্লিক করে তাহলে তাকে ভিউ হিসাবে গন্য করা হবে এবং আপনাকে arn দেওয়া হবে।

আপনার একাউন্ট এ 20 টাকা হলে আপনি বিকাশ, রকেট এর মাধ্যমে পে নিতে পারেন,।

আর তাছাড়া ও আপনি আপনার রেফার কোড শেয়ার করলে শেয়ার কিট লিঙ্ক থেকে কেউ যদি jit লগইন করে এবং কাজ করে তাহলে আপনি তার ইনকাম থেকে 20% arn পাইবেন।

এখানে আপনাকে প্রতি ভিউ এর জন্য 1-2 টাকা দিবে তাহলে আপনার একটা আর্টিকেল এ যদি 1000 ভিউ হয় তাহলে আপনি পাবেন 500 টাকা।

4 .  Microsoft worksarwork এখানে আপনার জন্য রয়েছে হাজার হাজার কাজ। আপনি যে কাজ ভালো পারেন সে কাজ করবেন।

এই সাইট টা অন্য দেশি। তাই এখানে সব কিছু ইংলিশe লিখা। আর আপনার কাজ গুলো ও ইংলিশ এ। এখানে কাজ করতে হলে আপনাকে অবশ্যই কাজ শিখতে হবে। কাজ শেষ

হলে আপনার একাউন্ট এ ডলার জমা হবে। যেহেতু বাংলাদেশ এ পেপাল চলেনা তাই আপনারা bitcoin এর মাধ্যমে পেমেন্ট নিতে পারেন।

5 .  freelanceing আসলে এটা এমন একটা সাইট যেটা বর্তমানে জনপ্রিয়তা লাভ করতে শুরু করেছে। এই সাইট তে আপনি যা ভালো পারেন তাই করতে পারবেন।

মনে করেন আপনি ভালো ফটো এডিট করতে পারেন। তাহলে অন্য দেশী যারা এটা পারেনা তারা অনলাইন এ সার্চ দিবে কারা ভালো ফটো এডিট করতে পারে ওইখানে যদি আপনার নাম থাকে তাহলে তারা আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনার সাথে ডিল করবে।

মানে কত টাকা দিলে আপনি তাদের ফটো এডিট করে দিবেন।

আর ভালো করে ফটো এডিট করে দিলে তারা আপনার সাথে যত টাকা ডিল করেছে তা দিয়ে দিবে।

আর freelanceing করতে হলে আপনাকে freelanceing শিখতে হবে। freelanceing এর korch করতে হবে,।

তো বস এই সাইট গুলো স্টুডেন্ট দের জন্য ও। এখানে স্টুডেন্ট রা চাইলে পড়া লেখার পাশাপাশি এখানে কাজ করে ইনকাম করতে পারবে।

তো বস আজকের আর্টিকেল টি কেমন হলো জানাবেন। আপনার যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles