অনলাইন জগৎ এখন শুধু আর বিনোদনের জন্য ব্যবহার হয়না। অনলাইনে বিনোদনের পাশাপাশি আয় করার জন্যও রয়েছে অসংখ্য রাস্তা। আর্টিকেল লিখে আয় করা যায় এমনটা আপনারা শুধু শুনেই আসছিলেন এতদিন। কিন্তু এত এত ওয়েবসাইটের ভীরে কোনটা জেনুইন কাজের আর কোনটায় অযথাই সময় নষ্ট এসব ভেবে ভয় পাচ্ছেন? তাহলে এই লেখাটি আপনার জন্য।
অনলাইনে বাংলায় লিখে আয় করাটা একটু কঠিন, কেননা সচরাচর খুব বেশি বাংলা ওয়েবসাইট পাওয়া যায়না। আবার দেখা গেলো আছে ঠিকই তাতে লেখা জমাও দিচ্ছেন কিন্তু এডমিন ফোরাম এর গতি নেই, ফলাফল সেই সাইটটি ঘুমন্ত হয়ে যাবে একসময়! অযথা সময় নষ্ট কেনো করবেন?
বাংলা লিখে আয় করার সেরা ওয়েবসাইট।
আজ এমন ৩ টি ওয়েবসাইটের নাম বলবো যেখানে সহজেই বাংলা আর্টিকেল লিখে আয় করতে পারবেন।
বাংলা লিখে আয় করার সেরা সাইটগুলি
বর্তমানে অনলাইনে অনেকগুলো বাংলা আর্টিকেল লিখে আয় করার ওয়েবসাইট রয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো এবং রেগুলার পেমেন্ট করে যাচ্ছে এমন কিছু ওয়েব সাইট নিয়ে আজকের এই আলোচনা।
বাংলা আর্টিকেল লিখে অনলাইন থেকে আয় করার যে সাইট গুলোর মধ্যে প্রথম তালিকায় রয়েছে জে আইটি আনিংপ্রোগাম।
১। জে আইটি আনিংপ্রোগাম থেকে আয়
বাংলায় আর্টিকেল লিখে আয় করার সেরা সাইটগুলোর মধ্যে লিস্টের এক নম্বরে রাখবো এটিকে। জে আইটি আনিং প্রোগ্রাম থেকে আপনি দুই ভাবে ইনকাম করতে পারবেন।
১। লেখালেখি করে, ২। রেফার করে।
১। আর্টিকেল লিখে আয়:
প্রথমে জে আইটি আর্নিং প্রোগ্রাম-এ রেজিস্টার করে একজন মেম্বার হতে হবে। লগইন করে আর্টিকেল লিখা শুরু করবেন। এবং আপনার আর্টিকেলটি এডমিন রিভিউ করে প্রকাশ করে দেবেন। প্রকাশিত আর্টিকেল যত ভিউ হবে আপনার তত ইনকাম হবে!
আর্টিকেল প্রকাশ হওয়ার জন্য শর্তগুলো কি কিঃ
- আর্টিকেল টি একদম ইউনিক হতে হবে।
- আর্টিকেল কমপক্ষে ৩৫০ ওয়ার্ড এর হতে হবে।
- ইউনিক ইমেজ যুক্ত করতে হবে।
- বাংলা ভাষায় লিখতে হবে।
প্লাস পয়েন্ট হলো, আর্টিকেল ভিউ বাড়ানোর জন্য ভিউয়ারদের জন্য বসে না থেকে আপনি নিজেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য ওয়েবসাইটে আর্টিকেল এর লিংক প্রকাশ করতে পারবেন!
২। রেফার করে আয়
একজন মেম্বার যখন রেজিস্টার করবে তার ড্যাশবোর্ডে অটোমেটিক একটি রেফারেল লিংক তৈরী হয়ে যাবে। এবং সেই লিঙ্ক থেকে যত মেম্বার ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবে, রেজিষ্ট্রিকৃত মেম্বার এর ইনকামের 20% আপনার একাউন্টে জমা হয়ে যাবে।
মেম্বার হওয়ার জন্য কি কি লাগবেঃ
- লেখালেখির অভিজ্ঞতা থাকতে হবে।
- কম্পিউটার অথবা মোবাইল লাগবে।
- ইন্টারনেট সংযোগ থাকতে হবে।
জে আইটি আনিংপ্রোগ্রামে কি কি বিষয়ে লিখতে পারবেনঃ
অনলাইন ইনকাম, ব্লগিং এন্ড ওয়েবসাইট, ইউটিউব, ওয়ার্ডপ্রেস, ব্লগার, এস.ই.ও, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেইল মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং, অনলাইন ব্যবসা, ই-কমার্স , কম্পিউটার ও মোবাইল, সফটওয়্যার, এন্ড্রোয়েড এপ, গেমস, বিট কয়েন, ক্রিপ্রোকারেন্সি, অনলাইন ট্রেডিং, টেকনোলজি, নেটওয়ার্ক, ইন্টারনেট অফার, সিম কার্ড অফার, সাইবার নিরাপত্তা, ডাটা রিকভারী, ব্যাংকিং, মাস্টার কার্ড , ভিসা কার্ড, ডেবিট ক্রেডিট ও একাউন্স, লোন বা ডোনেশন, ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিক্স , বীমা /ইন্সুরেন্স, আইন, মর্গেজ, নোটারী, ভিডিও কল, ম্যাসেজিং, চ্যাটিং, কল কনফারেন্স, অনলাইন পড়াশুনা, বিদেশে উচ্চ শিক্ষা , অনলাইন ক্লাস, সাইন্স ও সাকসেস স্টোরি।
কত টাকা আয় করা যাবে
জে আইটি আর্নিং প্রোগ্রাম থেকে আনলিমিডেট আয় করতে পারবেন আপনি। মজার বিষয় হলো এখানে যে যত কাজ করবে ততই আয় করতে পারবে। কি দারুন তাই না? আপনার লেখা আর্টিকেল প্রতি 1000 ইউনিক ভিউয়ে 500 টাকা পাবেন। সকল আর্টিকেল মিলে যদি দিনে 1000 ভিউ হয় তাহলেও আপনি পাবেন 500 টাকা!
জে আইটি আনিংপ্রোগ্রামের সুবিধাঃ
- মেম্বার হতে হলে কোনো রেজিস্ট্রেশন ফী লাগেনা
- কোনো ধরনের হিডেন চার্জ নেই
- যেকোনো সময়ে আপনি লেখা জমা দিতে পারেন,কোনো ধরাবাঁধা নিয়ম নেই
পেমেন্টঃ
বিকাশ, রকেট, নগদ, শিউরক্যাশ এবং মোবাইল রিচার্জ।
আমাদের লিষ্টে 2 নম্বর সিরিয়ালে হতভাগা ডট কম।
হতভাগা ডট কম থেকে আয় (hotvaga.com) থেকে আয়
অনলাইন থেকে লেখালেখি করে আয় করার জনপ্রিয় ওয়েবসাইট গুলোর মধ্যে আরো একটি জনপ্রিয় বাংলাদেশী ওয়েবসাইট হল হতভাগা ডট কম। (hotovaga.com)। একজন মেম্বার চাইলে লেখালেখি করে এখান থেকে প্রতি মাসে 10 থেকে 15 হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারে।
সবচেয়ে মজার বিষয় হলো এখানে একবার কাজ করলে দুই মাস পর্যন্ত ইনকাম করা যায়। অর্থাৎ এখানে একটি আর্টিকেল পাবলিশ হলে সেই আর্টিকেলটি দুই মাস পর্যন্ত যত ভিউ হবে প্রতি এক হাজার 500 টাকা করে দেয়া হয়।
এখানেও দুইভাবে ইনকাম করা যায়ঃ
১। আর্টিকেল লিখে ইনকাম ২। রেফার করে ইনকাম
১। আর্টিকেল লিখে ইনকাম
হতভাগা ডট কম। (hotovaga.com) লেখালেখি করে ইনকাম করতে চাইলে অবশ্যই নিচের শর্তগুলো মেনে তারপর এখান থেকে আয় করতে হবে। হতভাগা ডট কম। (hotovaga.com) এর নীতিমালা।
- বাংলা ভাষায় আর্টিকেল লিখতে হবে।
- কোনরকম ট্রান্সলেট কপিরাইট এবং রি রাইট আর্টিকেল প্রকাশ করা যাবে না।
- 100% ইউনিক আর্টিকেল লিখতে হবে।
- এখানে কমপক্ষে 400 ওয়ার্ড এর আর্টিকেল লিখতে হবে।
- একটি ফিচার ইমেজ এবং বিভিন্ন হিডিং ব্যবহার করতে হবে
আপনার সাবমিটকৃত আর্টিকেল ওয়েবসাইট কর্তৃপক্ষের দ্বারা রিভিউ করে প্রকাশ করা হলে তার পরেই আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন।
এখানে আপনি যত ইচ্ছা তত আর্টিকেল লিখতে পারবেন এখানে কোনো লিমিট নেই।
২। রেফার করে ইনকাম
লেখালেখির পাশাপাশি আপনি আপনার বন্ধুদের এবং ফলোয়ারদের রেফার করে ইনকাম করতে পারবেন। হতভাগা ডট কম। (hotovaga.com) আপনার রেফার কৃত মেম্বারের ইনকামের আজিবন 20% আপনি পাবেন। অর্থাৎ আপনি রেফার করলে তারা যত ইনকাম করবে তার ইনকামের 20 পার্সেন্ট আপনি বসে বসেই পেতে থাকবেন এর জন্য আপনাকে দ্বিতীয়বার কোন কাজ করতে হবে না।
হতভাগা ডট কম। (hotovaga.com) ওয়েবসাইটে রেফারের কোন লিমিট নেই আপনি যত ইচ্ছা তত রেফার করতে পারবেন।
সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে রেজিস্ট্রেশন করতে কোন খরচ বা টাকা পয়সা দিতে হবে না। আপনি ফ্রিতে একজন মেম্বার হয়ে এখানে কাজ করতে পারবেন এবং আপনি চাইলে প্রতিদিন এবং সপ্তাহে অথবা প্রতি মাসে পেমেন্ট নিতে পারবেন।
হতভাগা ডট কম। (hotovaga.com) কিভাবে পেমেন্ট করে
- এই ওয়েবসাইটে আপনার একাউন্টে 20 টাকা জমা হলে মোবাইল রিচার্জের মাধ্যমে নিতে পারবেন
- এবং 100 টাকা হলে যেকোনো মোবাইল ব্যাংকিং বিকাশ রকেট শিওর ক্যাশ নগদ এর মাধ্যমে উত্তোলন করতে পারবেন।
ওয়েব সাইটে রেজিস্ট্রেশন করার জন্য এখানে ক্লিক করুন
আমাদের লিষ্টে ৩য় নম্বরে রয়েছে: sohojincome.com
3। সহজ ইনকাম ডট কম থেকে আয়।
বাংলায় আর্টিকেল লিখে আয় করার আরেকটি ওয়েবসাইট হলো সহজ ইনকাম ডট কম। এখানে লেখালেখি করেও খুব সহজেই আপনি আয় করতে পারেন।
শর্তাবলীঃ
*প্রথমে আপনাকে ৭ দিনের প্রশিক্ষণ কাজে অংশগ্রহন করতে হবে।
*প্রশিক্ষণের জন্য কো ফি পে করতে হবে না।
* আপনি যে কোন সময় লেখা সাবমিট করতে পারবেন।।
নিজের উপর যারা জোর খাটিয়ে কাজে লেগে থাকতে পারবেন তারা এখানে চেষ্টা করে দেখতে পারেন। মাস শেষে আয়ের টাকা পেলে মন্দ লাগবেনা আশা করছি।
এখানেও পেমেন্ট বিকাশ বা রকেটে।
4। হট নিউজ অল ডট কম।
অনলাইন লেখালেখির জগতে একদমই নতুন একটা ওয়েবসাইট এটি। ওরা এখনও লেখক ব্লগার খুজছে। আনাড়ি হলেও সহজেই এখানে জায়গা করে নিতে পারবেন আপনি। একদিনে সর্বোচ্চ ১০০ টাকাও ইনকাম হয়ে যায় খুব সহজে। এছাড়া বিভিন্ন বোনাস টাকা, রেফার পে ইত্যাদিতো রয়েছেই। আরেকটা মজার নিয়ম হলো, এখানে যতবেশি পোস্ট দেখবেন বা কমেন্ট করবেন প্রতিক্ষেত্রে ০.০১ টাকা করে যোগ হতে থাকবে ভিউয়ার ও লেখকের একাউন্টে।
এভাবে সারাদিন শুধু অন্যের পোস্ট দেখেও একাউন্ট এ আয় যোগ করতে থাকার সুযোগ এখানে পেয়ে যাচ্ছেন!
এদের পেমেন্ট সিস্টেমও বিকাশে।
এই হলো তিনটি বাংলা আর্টিকেল লিখে আয় করার সাইট। আমার খোজে আরো কিছু আছে, পরবর্তী পোষ্টে আর গুলো জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।
৩ টি অবশ্য পালনীয় পরামর্শঃ
এই পর্যন্ত যদি এসে থাকেন ধরে নিলাম আপনি লেখালেখি করে আয় করতে ইচ্ছুক?৷ তাহলে আপনার জন্য তিনটি সুন্দর পরামর্শ দিতে চাই,
১। ধৈর্য ঃ
১ দিন লিখলাম তারপর বসে থাকবো ধৈর্য হারিয়ে টাকা কেনো আসলো না? তাহলে ভাই এই লেখা আপনার জন্য নয়! এই কাজও নয়! এখানে একবার লিখে জমা দেবেন হয়তো পাবলিশ হবে ৫ দিন পরে। এর মাঝে বসে না থেকে আপনাকে লেখা চালিয়ে যেতে হবে নিজের মতো করে।৷ ধৈর্য ধরুন সময় দিন সুপল পাবেনই ইনশাআল্লাহ।।
২। ইউনিক টপিকঃ
সবাই যা লিখছে ঠিক সরাসরি তা নয় ঐ টপিকটাকেই একটু ঘুরিয়ে ইউনিক ভাবে উপস্থাপন করতে শিখুন। নিজের মন থেকে লিখুন ব্রেইন থেকে গৎবাধা লেখা দিয়ে ভিউ বাড়াতে পারবেন না।
৩। প্রযুক্তিগত জ্ঞান অর্জনঃ
আপনাকে অনলাইন জগতে বাংলা আর্টিকেল লিখতে হলে প্রচুর পরিমানে প্রযুক্তি বিষয়ক জ্ঞান আহরন করতে হবে। আপনি যত জানবেন ততই আপনার লেখা সমৃদ্ধ হবে, ভিউ বাড়বে।
আজ এই পর্যন্তই। আগামীতে আরো নতুন নতুন কিছু ওয়েবসাইট আর ইউনিক কিছু ট্রিক্স জানানোর চেষ্টা করবো।
সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।
Nice
Nice
Thnx
Thnx!
কোথায় লিখতে হবে সেটা তো বুজতে পারছি না প্লিজ বুঝাই দিন!
You must be logged in to post a comment.