হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছ? আসা করি তোমরা সবাই ভালো আছ। তোমরা তো অনেকেই অনলাইনে টাকা ইনকাম করতে চাও তাই না। কোন কাজ করার আগে সেই কাজের সম্পর্কে জেনে নেওয়াটা অনেক ভালো। তোমাদের আজকে ইনকাম সম্পর্কে কিছু উপদেশ দেওয়া হবে। আর তোমরা এই উপদেশ মেনে কাজ করলে অবশ্যই ইনকাম করতে পারবে। তাহলে উপদেশের দিকে জাওয়া যাক।
তোমরা ইনকাম করতে চাইলে অনলাইনে অনেক কাজ খুঁজে পাবে। আর তোমরা প্রত্যেক কাজের নিয়ম কয়েকবার ভালো মতো করে পড়ে নেবে। তাহলে তোমাদের কাজ করা সুবিধা হবে। আর তোমরা যেই সাইটে বা অ্যাপে কাজ কর না কেন সেই সাইট অ্যাপের সম্পর্কে তথ্য ভালো মতো পড়ে নেবে। আর দেখবে তোমরা কাজ করার পর টাকা পাচ্ছ কি পাচ্ছ না। আর তোমরা সেই টাকা বিকাশে উত্তলন করতে পারতেছ কি পারতেছ না। এগুলো ভালো মতো পরীক্ষা করে লাগাতার কাজ করবে। আর না টাকা পেলে বুঝবে সেই অ্যাপ অথবা সাইটি পেমেন্ট দেয় না, আর তোমরা সেখানে কাজ করবে না।
তোমরা কোন কাজ করার সময় কোন ভুল করবে না। কারণ অনলাইন কাজ বেশিরভাগই আর্টিকেল লিখতে হয়। আর তোমরা যদি আর্টিকেল লিখ তাহলে অন্যের আর্টিকেল কপি করে লিখতে পারবে না। যদি কপি করে লিখে সেই কাজটি জমা কর তাহলে তোমরা সেই কাজের টাকা পাবে না। এটাই অনলাইনের প্রথম নির্দেশনা।
তোমরা হয়তো বলতে পারো কি লিখলে টাকা পাবে? তোমরা আর্টিকেল লিখলে টাকা পাবে আর্টিকেল ইংরেজিতে লিখতে হবে। আর তোমার চিন্তা কোনো দরকার নেই কারণ তোমরা যদি ইংরেজিতে না লিখতে পারো তাহলে তোমরা বাংলাতেও লিখে টাকা ইনকাম করতে পারবে। এরকমও সাইট অনেক আসে। আর তোমরা যদি বাংলা আর্টিকেল লিখে ইনকামের সাইট সম্পর্কে জানতে চাও তাহলে কমেন্ট করে জানাও। আর তোমাদের কমেন্টের উত্তর অবশ্যই তোমরা পাবে।
এখন তোমাদের প্রশ্ন হতে পারে তোমরা ইংরেজিতে আর্টিকেল লিখলে আর বাংলাতে আর্টিকেল লিখলে কত টাকা ইনকাম কর্তে পারবে? তোমরা ইংরেজিতে আর্টিকেল লিখলে দিনে ১০০ ের বেশী ডলার ইনকাম করতে পারবে। আর বাংলাতে আর্টিকেল লিখলে দিনে ৬০০ এর বেশী টাকা ইনকাম করতে পারবে। আর তোমরা অনলাইনে বিভিন্ন ভাবে টাকা ইনকাম করতে পারবে। যেমনঃ
১। ইউটূবিং করে ইনকাম করতে পারবে।
২। ডিজাইনিং করে ইনকাম।
৩। আর্টিকেল লিখে ইনকাম।
৪। ব্লগিং করে ইনকাম।
ইত্যাদি ভাবে তোমরা ইনকাম করতে পারো। তোমরা তোমাদের স্কিন্টাচ ফোনেও ইনকাম করতে পারবে। আর সেখানে তোমরা অ্যাপের মাধ্যমে ভিডিও দেখে ইনকাম করতে পারবে। আর তোমরা আরও নানা ভাবে বিভিন্ন অ্যাপ থেকে টাকা ইনকাম করতে পারবে।
অনলাইন ইনকাম করার জন্য সবার আগে ধৈর্য থাকাটা জরুলি। কারণ অনলাইনে ইনকাম করতে গেলে প্রথমে তোমার কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হয়। সেটা হলো তোমরা যেই সাইট বা অ্যাপে কাজ করবে সেই সাইটে অথবা অ্যাপে প্রবেশ করার সময় বিভিন্ন তথ্য দিতে হয় আর এসব তথ্যগুলো ভুল হলে তোমরা কাজ করতেই থাকবে কিন্তু টাকা পাবে না। তাই তোমাদের সাবধানে সেই তথ্য পূরণ করতে হবে।
এভাবেই তোমরা ইনকাম সহজেই করতে পারবে।
ততদিন সকলে ভালো থাকো সুস্থ থাকো,
আল্লাহ হাফিজ।
Taka to paina
Nice
Nice
Nc
Nice article
Nice
নিচের ওয়েবসাইট থেকে আপনি বিজ্ঞান সম্পর্কে কিছু জানতে পারবেন
https://jit.com.bd/
nice
good
good
You must be logged in to post a comment.