বন্ধুগণ আসসালামু আলাইকুম। আমি আজকে যেই আর্টিকেল টা লিখতেছি এটা লেখার যোগ্যতা ও পরিপূর্ণ জ্ঞান আমার নাই, তাও আমার সীমিত অভিজ্ঞতা থেকে লিখতেছি। তো আজকে যে বীষয়টি আপনাদের কাছে তুলে ধরব তা হচ্ছে কিভাবে একটি উন্নত ব্যাক্ত্বিত্তের অধিকারী হবেন তা নিয়ে, তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাকঃঃ
১. ব্যাক্তিত্ত্ব মানে যে শুধু সাদা চামড়া আর উন্নত পোশাক এ পতিফলিত হবে তা আসলে ভুল ধারণা
তাই নিজের পার্সোনালিটি বাড়ানোর জন্য আপনাকে সর্বপ্রথম আপনার নিজেকে সম্মান করতে হবে নিজেকে সম্মান করতে শিখলে মানুষ আপনাকে সম্মান করতে বাধ্য।
২. কারো কাছে নিজেকে খুব বেশি এভেলেবল করে দিবেন না।
৩. সবসময় খেয়াল রাখবেন অতিরিক্ত সবকিছুই খুব খারাপ পরিস্থিতি ডেকে আনে তাই অতিরিক্ত
কথা বলা অতিরিক্ত ফাজলামি করা থেকে নিজেকে দূরে রাখবেন।
৪. কখনো নিজের দুর্বলতা কারো সাথে শেয়ার করবেন না
৫. কথা বলার সময় সব সময় মুখে হাসি রেখে কথা বলবেন।
৬. কারো প্রতি বিরক্তি বোধ করলে তার সম্মুখে কিছু বলবেন না প্রয়োজন এ তাকে এড়িয়ে চলুন। কেননা আপনি তার সম্মুখে কিছু বললে তার মনে আপনার প্রতি আক্ষেপ সৃষ্টি হবে।
৭. পাবার থেকে দেওয়ার চেষ্টা ও আশা করবেন,
কারো থেকে কোন কিছু না আশা করাই ভালো।
মনে রাখবেন উন্নত পার্সোনালিটি কিন্তু একবারেই আসেনা তার জন্য সাধনা করতে হয় আর আমি মোহাম্মদ কাইসার আশা করি উক্ত কথা গুলো মেনে চললে আপনারা একটি সুন্দর ও মার্জিত পার্সোনালিটির অধিকারী হবেন🙃
You must be logged in to post a comment.