আসসালামু আলাইকুম, সুপ্রিয় পাঠকবৃন্দ, সভাইকে স্বাগত আজকের এই আর্টিকেলে। আজকে আমি আপনাদেরকে দেখাব কিভাবে বাংলা লেখা লেখি করে টাকা ইনকাম করতে পারবেন।
সে বিষয় সম্পর্কে, কারণ আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা বিভিন্ন বিষয়ে লেখা লেখি করতে ভালোবাসেন।
তো কেমন হয় যদি আপনি আপনার এই লেখা লেখিটাকে কাজে লাগিয়ে টাকা আনতে পারেন। অনলাইনে যারা বিভিন্ন বিষয়ে লেখা লেখি করেন তাদেরকে বলা হয় ব্লাগার এর লেখাকে ব্লগিং।
তো আজকে আমি যে ওয়েবসাইট এর কথা বলছি এই সাইটে আপনি ব্লগিং করে মাসে ৫-১০ হাজার টাকা আয় করতে পারবেন।
আর এই সাইটের নাম হচ্ছে জে,আইটি।
জে,আই,টি সাইটে একাউন্ট খোলার লিংক:
https://blog.jit.com.bd/ref/Parvej2857
লিংক কপি করে যেকোনো ব্রাউজারে ব্রাউজ করে ইমেইল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে একাউন্ট রেজিস্ট্রার করে নিতে পারবেন।
জে,আই,টি সাইটে যে যে বিষয়ে আর্টিকেল লিখতে পারবেন।
1. অনলাইন আয়
2.ব্লগিং/ওয়েবসাইট
3.ইউটিউব
4. সফটওয়্যার
5. টিউটোরিয়াল
6. টিপস অ্যান্ড ট্রিকস
7. মোবাইল
8.প্রযুক্তি
9. অন্যান্য
জে,আই,টি সাইটে আয় এর সুবিধা।
এই সাইটে আয়ের সুবিধা হল হল, এখানে আপনি একটি আর্টিকেল লিখলে ১০-১০০- ৫০০ টাকা টাকা পর্যন্ত আয় করতে পারবেন এখানে পে পার ক্লিক হিসেবে টাকা প্রধান করা হয়।
যত ভিউ তত টাকা ১০০০ ভিউ হলে পাবেন ৫০০ টাকা বোনাস। এর দ্বিতীয়ত হল এখানে আপনি মাএ ২০ টাকা হলেই মোবাইল রিচার্জে টাকা নিয়ে নিতে পারবেন আর ১০০ টাকা হলেই বিকাশ, নগদ রকেটে টাকা তুলতে পারবেন।
জে,আই,টি সাইটে কিভাবে আর্টিকেল লেখব।
যদি আপনার আর্টিকেল রাইটিং সম্পর্কে কোনো ধারণা না তাকে বা নতুন হন তাহলে আমি বলব আপনি এই সাইটে একাউন্ট রেজিস্ট্রার করার পর এই সাইটে কয়েকদিন নিয়মিত ভিজিট করেন আর দেখেন এবং পড়েন অন্যরা কিভাবে কি কি এখানে আর্টিকেল লিখছে,
তাহলে এ সম্পর্কে ধারণা পেয়ে যাবেন এবং লিখতে অভ্যাস্ত হয়ে যাবেন। আস্তে আস্তে আপনি ও শিখে যাবেন। আর্টিকেল লিখতে আপনি edd article এ গিয়ে লেখার টুল ব্যবহার করে আর্টিকেল লিখতে পারবেন।
অথবা আপনার যদি অসুবিধে হয় তাহলে নোটপেড অথবা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে ও লিখতে পারবেন এবং পরে তা কপি করে add article এ বসিয়ে লেখা সাবমিট কর্তে পারবেন।
জে,আই,টি সাইটে আর্টিকেল লেখার নীতিমালা।
জে,আই,টি সাইটে আর্টিকেল লেখার কিছু নীতিমালা রয়েছে সেগুলো মেনে আপনাকে আর্টিকেল লিখতে হবে, যেমন; যেমন অন্য কারো লেখা কপি করে সাইটে পোস্ট করা যাবে না, ৩০০ বা ৫০০ ওয়ার্ড এর উপরে আর্টিকেল লেখা ।
এ সম্পর্কে বিস্তারিত জানতে আপনি এই সাইটের নিচে গিয়ে তাদের আর্টিকেল লেখার গাইড লাইন, নীতিমালা পড়ে নিবেন তা এই সাইটের নিচে লেখা আছে ।
কিভাবে এখানে আমার ইনকাম বাড়াব।
এই সাইটে ইনকাম বাড়ানোর কিছু কৌশল এর মধ্যে রয়েছে, যেমন আপনার এই সাইটে লেখা আর্টিকেলটি বিভিন্ন সোস্যাল মিডিয়াতে শেয়ার করা, যেমন ফেইসবুক, ইন্সটাগ্রাম, পিন্টারেস্ট ইত্যাদি।
তাছাড়া এমন কিছু বিষয়ে আর্টিকেল লিখতে চেষ্টা করবেন যেগুলো মানুষ ইন্টারনেট বেশি সার্চ করে। যেমন, অনলাইন ইনকাম, বা টিপস অ্যান্ড ট্রিক্স। লিংক অন্য কোনো সাইটে প্রমোট করা। বা লিংক শেয়ার করা।
জে,আই,টি সাইটের পেমেন্ট সিস্টেম।
মোবাইল রিচার্জ, বিকাশ, নগদ, রকেট
উইথড্র অপশনে গিয়ে আগে উইথড্র একাউন্ট সেট করে রাখবেন । পেমেন্ট পেতে একদিন অথবা দুই দিন সময় নিতে পারে তবে পেমেন্ট পাবেন নিশ্চিত।
জে আই টি তে লেখকদের জন্য অফার ও গিফ্ট সমূহ:
জে আইটি সাইটে এ যারা লিখছে তাদের দুই ভাবে গিফট এবং অফার দেওয়া হয়ে থাকে।
১। আর্টিকেল রাইটিং প্রোগ্রাম
২। রেফারেল প্রোগ্রাম
আর্টিকেল রাইটিং প্রোগ্রাম এর জন্য অফার
নতুন লেখক রেজিস্টার করার সাথে সাথে 10 টাকা বোনাস প্রদান করা হয়।
নীতিমালা অনুযায়ী প্রতিটি লেখা প্রকাম হওয়ার সাথে সাথে 10 টাকা থেকে 100 টাকা পর্যন্ত ইন্সটেন্ট বোনাস দেওয়া হয়।
লেখক এর লেখা আর্টিকেল 1000 ইউনিক ভিউ হলে 500 টাকা দেওয়া হয়।
একটি আর্টিকেল পাবলিশ হওয়ার পর থেকে 2 (দুই) মাস পর্যন্ত পে পার ভিউ হিসাবে ইনকাম করতে পারবে।
একজন লেখক এর 20 টি আর্টিকেল প্রকাশ হলে তাকে জে আইটি আর্নিং প্রোগ্রাম-এর পক্ষ থেকে একটি টি-শার্ট গিফট করা হবে।
একজন লেখক এর 100 টি আর্টিকেল প্রকাশ হলে তাকে একটি মোবাইল ফোন গিফট করা হবে।
helpfull
Thanks
You must be logged in to post a comment.