মেসেঞ্জার সম্পর্কে বেসিক ধারনা, মেসেঞ্জার ফেসবুকের সঙ্গে ওত্তোপ্রোত ভাবে জড়িত। ফেসবুকের সাথে মেসেঞ্জারও করেন মার্কজাকারবার্গ । কিন্তু মেসেঞ্জার ২০১১ সালের ৯ আগস্ট আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে। বর্তমানে এটির ৫ বিলিয়ন ব্যবহারকারী রয়েছে।
মেসেঞ্জার ব্যবহার করতে যা লাগে, মেসেঞ্জার ব্যবহার করতে ফেসবুকের একটা এক্টিভ একাউন্ট থাকতে হবে।
সেই একাউন্ট এর নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে মেসেঞ্জারে লগ ইন করতে হবে। তারপরই আমরা মেসেঞ্জার ব্যবহার করতে পারব।
মেসেঞ্জার এর নতুন কিছু সেটিংস মেসেঞ্জার লেটেস্ট আপডেট হওয়ার পর নতুন কিছু সেটিংস দেখতে পায়। যা আমাদেরকে অনেক ভাবে সাহায্য করে থাকে।
আমরা অনেকেই এই সিটিংস গুলা সম্পর্কে জানি না। আজকে আমি সেই সিটিংস গুলা নিয়েই আলোচনা করব।
নতুন সিটিংস গুলা হলো:
- Restrict
- Word Effect
- Vanish Mode
- Bump
Restrict
এই ফিচারটি আমাদের জন্য অনেক হেল্প ফুল। এমন অনেক সময় আমাদের এমন সব ফ্রেন্ড হয় যাদের কে ব্লক করে দিতে পারি না । মেসেঞ্জারে মেসেজ ফোন করে বিরক্ত করে দেয়। তাদের জন্য এই ফিচারটি দেওয়া হয়েছে। এই ফিচারটি ব্যবহার করলে এই বিরক্তি থেকে বের হয়ে আসা যায়।
যে ভাবে এই ফিচারটি ব্যবহার করতে পারব? এই ফিচারটি ব্যবহার করা একদম সহজ।
যে আইডি টি কে Restrict করব সেই আইডি এর উপর টাচ করে ধরে রাখব।তারপর দেখতে পারব কিছু অপশন আসবে আমাদের স্ক্রিনে।
সেই অপশন গুলার মধ্যে এই ফিচারটি দেখতে পারব। ওই টায় টাচ করলেই আইডি টা Restrict হয়ে যাবে। এটা ব্যবহার করার পর আর সেই আইডি থেকে আর ডিস্টার্ব করতে পারবে না।
Word Effect
Word effect হলো বাক্যটির প্রভাব। অর্থাৎ আমরা যে মেসেজ টা দিলাম সেটার একটা মিনিং বুঝায়।
যে ওয়ার্ড টা দিব সেটা বুঝার জন্য কিছু ইমুজি দেখাবে।
হাসি, কান্না, লাভ, রাগ , কেয়ার, আরোও অনেক কিছু দেখা যায়। মেসেজ সেন্ট করার পর আমরা সেই ইমুজি গুলা দেখতে পারব। আমরা যে ওয়ার্ড এর সাথে যে ইমুজি সেট করে রাখব সেই ওয়ার্ড ব্যবহার করার পর যে কোন মেসেজ সেন্ড করব তখন ইমুজি দেখাবে ।
যেভাবে Word Effect ব্যবহার করতে পারবযে মানুষ গুলা খুব কাছের তাদের সাথেই আমরা মজা মাস্তি করে থাকি। ওয়ার্ড ইফেক্ট ফিচার টি মজা করার জন্যই ব্যবহার করা হয়। ফাস্টে চেট লিস্টে যেতে হবে।
যার সাথে ওয়ার্ড ইফেক্ট ব্যবহার করব তার মেসেঞ্জার আইডি তে ঢুকব। উপরের ডান কোনায় খেয়াল করলে দেখতে পারব i চিহ্নিত একটা অপশন দেখতে পারব।
আমরা সেই অপশন টিতে ঢুকব। ঢুকার পর অনেক গুলা অপশন আসবে স্ক্রিনে । তখন Word effect অপশনে ঢুকে ওয়ার্ড আর ইমুজি সেট করে নিব।
Vanish Mode
Vanish mode মানে হল বিলুপ্ত করা। এটি একটি অনেক ইমপরটেন্ট একটা ফিচার। এটি ব্যবহার করার ফলে মেসেজ গুলা অটোমটিক ভাবে বিলুপ্ত হয়ে যায়।
এটি ব্যবহার করলে কেউ মেসেজ গুলার স্ক্রিনশট নিতে পারবে না। এটি ব্যবহার করার পর মেসেজ করার কোন ভয় থাকবে না।
যেভাবে Vanish mode টি ব্যবহার করব। Vanish mode ব্যবহার করা একদম সহজ।
Vanish mode দুই ভাবে অন করতে পারব আমরা।
প্রথমত, যার সাথে ভেনিষ মুড ব্যবহার করব তার মেসেজে যায়তে হবে। তারপর শুধু স্ক্রিনে ধরে উপর দিকে টান দিয়ে ধরে রাখলেই অটোমেটিক ভাবে ভেনিষ মুড অন হয়ে যাবে।
দ্বিতীয়ত, মেসেজ অপশনে যায়তে হবে। যাওয়ার পর উপরের ডান কোনায় i এই রকম একটা চিহ্ন দেখতে পারব। ওই অপশনে টাচ করলে অনেক গুলা অপশন আসবে স্ক্রিনে।
অপশন গুলার লাস্টের দিকে ভেনিষ মুড অপশন টা দেখতে পারব। তারপর Venish mode টা Off থেকে On করে দিলেই হয়ে যাবে।
Bump
Bump হলো মেসেঞ্জার এর লেটেস্ট আপডেট।বাম্প এর মাধ্যমে আগের করা মেসেজ সহজেই পুনরায় দিতে পারি
বাম্প এর মাধ্যমে আমাদের সময় বেঁচে যায়। এক মেসেজ দ্বিতীয় বার লিখার প্রয়োজন পরে না।
এখন আপনাদের প্রশ্ন হতে পারে বাম্প কিভাবে ব্যবহার করব বা কোথায় পাব? বাম্প ব্যবহার করা একদম সহজ।
আমরা যে মেসেজ টি দ্বিতীয় বার লিখার প্রয়োজন সেই মেসেজ টির উপর টাচ করে ধরে রাখব। টাচ করে ধরে রাখলে স্কিনে তিনটি অপশন আসবে। প্রথম যে অপশনটি হলো সেটিই বাম্প।বাম্পে টাচ করলেই মেসেজ টি পুনরায় সেন্ড হয়ে যাবে।
You must be logged in to post a comment.