আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে আপনাকে ভালো একটি বিষয় বা স্কিল নিয়ে কাজ করতে হবে। অনলাইন থেকে ইনকাম করার সেরা ৪টি উপায় হলো
১। অনলাইন কোর্স তৈরি করা
২। একজন অনলাইন গৃহ শিক্ষক হন
৩। অনলাইনে আপনার ডিজাইন বিক্রি করুন
৪। একটি ইউটিউব চ্যানেল শুরু করুন
প্রিয় দর্শক পয়েন্ট গুলো দেখে অবহেলা করে চলে যাবেন না। পুড়ো পোস্ট টি পড়লে বিষয় টি বুঝতে পারবেন।
১। অনলাইন কোর্স তৈরি করা
জি হা আপনি অনলাইন কোর্স তৈরি করে বিক্রি করতে পারেন। কিভাবে কি কোর্স তৈরি করবেন ভাবছেন। আপনি যেই বিষয় টা ভালো জানেন যেমন অনেকে আছে ফেসবুকে বিঙ্গাপন দিয়ে ডিজিটাল মার্কেটিং কোর্স, ফেসবুক মার্কেটিং কোর্স, ওয়েব ডেবলব কোর্স, গ্রাফিক্স ডিজাইন কোর্স তৈরি করে তা বিক্রি করছে।
অনেকে আবার কুরআন শিখানোর কোর্স তৈরি করছে তো আপনি যেই বিষয়ে ভালো পারদর্শি সেই বিষয়ে কোর্স তৈরি করতে পারেন।
২। একজন অনলাইন গৃহ শিক্ষক হন
আপনি একজন অনলাইন গৃহ শিক্ষক হয়েও ইনকাম করতে পারবেন সবসময়। বর্তমান সময়ে করোনা ভাইরাসের কারনে স্টুডেন্ট রা স্কুলে যেতে পারছে না তাই আপনি যদি একজন ভালো মিধাবি হন তাহল একজন অনলাইন গৃহ শিক্ষক হতে পারেন।
এছাড়া করোনা কালীন সময় এর পরেও একজন অনলাইন গৃহ শিক্ষক হিসাবে পড়াতে পারবেন অনেকে বিভিন্ন সমস্যার কারনে স্টুডেন্ট টিচারের কাছে অথবা টিচার স্টুডেন্ট এর কাছে যেতে পারছে না। সেক্ষেএে অনলাইন টিউশন দিতে পারেন।
৩। অনলাইনে আপনার ডিজাইন বিক্রি করুন
আপনি আপনার ডিজাইন গুলো বিক্রি করতে পারেন। আপনি যদি গ্রাফিক্স ডিজাইন জানেন তাহলে লগো ডিজাইন, থাম্বেইল ডিজাইন, ব্যানার ডিজাইন, ভিজিটিং কার্ড ডিজাইন তৈরি করে সে গুলো বিভিন্ন সাইটে বিক্রি করে ভালো একটা এমাউন্ট পেতে পারেন।
এছাড়াও আপনি টি শার্ট ডিজাইন সহ ডিজাইনার এর জগতে যত ধরনের ডিজাইন আছে আপনি যদি এগুলো জানেন তা হলে ডিজাইন গুলো সেল করে ইনকাম করতে পারবেন।
৪। একটি ইউটিউব চ্যানেল শুরু করুন
একটি ইউটিউব চ্যানেল তৈরি করে সেখানে ভিডিও আপলোড দিন যখন আপনার চ্যানেল ইউটিউব পার্টনার পোগ্রাম এর জন্য প্রস্তুত হবে তখন আপনি চ্যানেল থকে গুগল এড সেন্স এর মাধ্যমে ইনকাম করতে চান।
এছারাও আপনার কাছে যখন অনেক অডিয়েনছ আসবে তখন আপনি স্পনসর নিয়েও ইনকাম করতে পারবেন।
nice app
You must be logged in to post a comment.