অনলাইনে টাকা ইনকাম করার কথা আমরা আশা করি সকলে জেনে গেছি। হতে পারে সেগুলো ইউটিউব চ্যানেল থেকে, ডিজিটাল মার্কেটিং করে, এড দেখে, গেম খেলে ইত্যাদি আরো অনেক কিছু।
কিন্তু আপনি যে শুধুমাত্র বাংলা আর্টিকেল লিখে প্রতিদিন 300-500 টাকা ইনকাম করতে পারবেন সেটা কি আপনি জানেন?
একজন ফ্রীল্যান্সার হিসেবে আর্টিকেল রাইটিং করে টাকা ইনকাম করা এটা আপনার জন্য একটা বেস্ট উপায় হবে বলে আমি মনে করি।
ফ্রিল্যান্সিং কথাটি বলছি এজন্য যে, আপনি একজন ছাত্র, শিক্ষক, গৃহিণী কিংবা যে কোন পেশায় নিয়োজিত থাকেন না কেন।
আপনি আপনার অবসর সময়ে বাংলা লেখালেখি করে আয় করতে পারবেন। তাই এই পোস্টটি হতে চলেছে আপনার জীবনে অনলাইনে টাকা ইনকাম করার একমাত্র উপায়।
শুরু করার আগে যা যা থাকছে:
- আর্টিকেল কি?
- কিভাবে বাংলা আর্টিকেল লিখবেন?
- জে আইটি আর্নিং প্রোগ্রাম এ আর্টিকেল লিখে আয়।
- জে আইটি তে কিভাবে রেজিস্ট্রেশন করবেন?
- জে আইটি থেকে কিভাবে পেমেন্ট নেবেন?
আর্টিকেল কী:
আর্টিকেল লিখে টাকা ইনকাম করার আগে আমাদের প্রথমে জেনে নেওয়া উচিত যে, আসলে আর্টিকেল রাইটিং কি জিনিস।
আর্টিকেল হল কোন একটি নির্দিষ্ট বিষয় কে লেখার মাধ্যমে প্রকাশ করাকে আর্টিকেল রাইটিং বলে।
আপনার যদি একটি ব্লগিং ওয়েবসাইট থাকে তাহলে আপনি যেকোনো টপিকের উপর আর্টিকেল লিখে সেখানে প্রকাশ করতে পারবেন।
আর্টিকেল যে কোন বিষয়ের উপর লেখা যায়। যেমন প্রযুক্তি, অনলাইনে আয় ,টিপস-এন্ড-ট্রিকস, লেখাপড়া ইত্যাদি।
এছাড়াও আপনি জে আইটি ব্লগিং ওয়েবসাইটে আপনার পছন্দমত টপিক থেকে আর্টিকেল লিখে আয় করতে পারবেন।
কিভাবে বাংলা আর্টিকেল লিখবেন?
আর্টিকেল কি তা আমরা ইতিমধ্যে জেনে গেছি। এখন কিভাবে একটি মানসম্পন্ন বাংলা আর্টিকেল লিখতে হয় সে সম্পর্কে জানব।
টাইটেল:
আর্টিকেল লেখার আগে বিষয় বা টাইটেল নির্বাচন করা অত্যন্ত জরুরি। যে কিওয়ার্ডগুলো দিয়ে মানুষ বেশি গুগলে সার্চ করে সেগুলো আপনার টাইটেল এ দিবেন।
কারণ, আর্টিকেল এর টাইটেল যত এস ই ও ফ্রেন্ডলি হবে আপনার পোস্টে ততবেশি ভিজিটর আসবে।
সামারি:
পাঠকের বুঝার সুবিধার জন্য আপনি যে টপিকের উপর আর্টিকেল লিখবেন সে সম্পর্কে 4 থেকে 5 লাইনের একটি সামারি দিবেন।
কনটেন্ট:
কনটেন্ট এর ভিতর আপনার পোস্ট এর সম্পূর্ণ মূল বক্তব্য থাকবে। পোস্ট অবশ্যই 500 শব্দের ভেতরে লিখতে হবে।
যে লেখাগুলো বোল্ড করতে হবে, হেডিং দিতে হবে সেগুলো টুলবক্স থেকে এডিট করে নিবেন।
এভাবে আপনি খুব সহজে একটি মানসম্পন্ন আর্টিকেল লিখতে পারবেন।
জে আইটি আর্নিং প্রোগ্রাম এ আর্টিকেল লিখে আয়:-
জে আইটি হলো একটি উম্মুক্ত ব্লগিং ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে লেখালেখি করে আনলিমিটেড ইনকাম করতে পারবেন।
জে আইটি আর্নিং প্রোগ্রাম এর নির্দিষ্ট টপিক থেকে নিজের পছন্দের বিষয়টি লিখে আয় করতে পারবেন। তবে অন্য কোন সাইট থেকে লেখা কপি করে সাবমিট করলে সেটা প্রকাশ করা হবে না।
আপনার আর্টিকেল এডমিন কর্তিক প্রকাশ করা হলে প্রকাশিত আর্টিকেলের জন্য সাথে সাথে 10-100 টাকা পর্যন্ত ইনকাম দেওয়া হবে। তবে আর্টিকেল অবশ্যই কমপক্ষে 500 ওয়ার্ডের হতে হবে।
জে আইটিতে কিভাবে রেজিস্ট্রেশন করবেন?
জে আইটি আর্নিং প্রোগ্রাম এ রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে।
Link:- https://blog.jit.com.bd/ref/AbAlim0300
- প্রথমে উপরের দেওয়া লিংকে ক্লিক করুন।
- লিংকে ক্লিক করলে নিচের ছবির মত একটা ফর্ম আসবে সিটি সম্পূর্ণরূপে পূরণ করতে হবে।
- তারপর রেজিস্টার বাটনে ক্লিক করুন।
- জে আইটি আর্নিং প্রোগ্রাম এ অ্যাকাউন্ট খোলার সাথে সাথে 10 টাকা বোনাস পেয়ে যাবে।
- এভাবে আপনি খুব সহজে জে আইটি আর্নিং প্রোগ্রাম এ একাউন্ট খুলতে পারবেন।
জে আইটি থেকে কিভাবে পেমেন্ট নেবেন?
জে আইটি আর্নিং প্রোগ্রাম থেকে আপনার আয় করা 100 টাকা হলে নগদ, বিকাশ, রকেট এবং 30 টাকা হলে রিচার্জ এর মাধ্যমে উত্তোলন করতে পারবেন।
টাকা উইথড্রো দেওয়ার 24 ঘন্টা মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন।
পরিশেষে:
তো পাঠক বৃন্দ আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
পরবর্তী আর্টিকেল না পাওয়া পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।
5000
01798308525
নাইচ
very informative and well structured. is a great exam ple of an Article.
You must be logged in to post a comment.