লেখালেখি করে আয় করার ওয়েবসাইট পেমেন্ট বিকাশে

লেখালেখি করে আয় করার ওয়েবসাইট পেমেন্ট বিকাশে : আমরা দৈনন্দিন জীবনে ইন্টারনেট নানাভাবে ব্যবহার করি। এটি আমাদের জীবনের সাথে গভীরভাবে মিশে গেছে। এখন এই সময়ে দাঁড়িয়ে আমরা অনেকেই ইন্টারনেট থেকে ইনকামের কথা চিন্তা করি।

তাই আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে অনলাইন থেকে সহজে ইনকাম করা যায়। মনে রাখবেন অনলাইনে ইনকাম করা কিন্তু অনেক সহজও না আবার কঠিন কিছুও না।

আজকে অনলাইনে ইনকামের যে পদ্ধতিটি আপনাদের দেখাবো সেটি হচ্ছে আর্টিকেল লেখা বা সহজ কথায় লেখালেখি করে ইনকাম। কি অবাক হচ্ছেন ? না, অবাক হওয়ার কিছু নেই এটি সত্যি! এই যেমন আমি এই লেখাটি লিখেছি। আর আপনি পড়ছেন। এর থেকে আমার কি লাভ হচ্ছে। আমি কি শুধু শুধু সময় নষ্ট করে আপনাদের জন্য লেখাটি লিখেছি?

না, আমি এই লেখাটি লিখেছি কেননা এর মাধ্যমে আমি ইনকাম করছি। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় আশা যাক।

আগে আমরা দেখে নেই লেখালেখি করে ইনকাম করতে আমাদের কি কি যোগ্যতা অর্জন করতে হবে বা প্রয়োজন হবে।

১. বাংলা এবং ইংরেজী এই দুইটি ভাষা সম্বন্ধে সুস্পষ্ট ধারণা থাকতে হবে।

২. সাজিয়ে লিখতে জানতে হবে।

৩. নির্ভুল বানান লিখতে হবে।

এইগুলো তেমন কোন কঠিন শর্ত না। আমাদের প্রায় সবারই এগুলো জানা আছে।

চলুন এবার দেখে নেই আর্টিকেল লিখে ইনকাম বা লেখালেখি করে ইনকামের সেরা কিছু ওয়েবসাইট।

১. জে-আইটি অ্যার্নিং প্রোগ্রাম :

যদি আপনি ইংরেজীতে পারদর্শী না হন, তবে এই সাইটটি আপনার জন্য। কেননা এখানে আপনি বাংলা ভাষার আর্টিকেল লিখে ইনকাম করতে পারবেন। আমার জানা মতে এটিই প্রথম ওয়েবসাইট যেখানে আপনি বাংলা ভাষায় আর্টিকেল লিখে ইনকাম করতে পারবেন।

এখানে কি কি বিষয়ে আর্টিকেল লিখতে পারবেন :

• অনলাইনে ইনকাম

• ইউটিউব

• ইমেইল মার্কেটিং

• কম্পিউটার

• মোবাইল

• এফিলিয়েট মার্কেটিং

• সোশ্যাল মিডিয়া মার্কেটিং

• টেকনোলজি

• ইন্টারনেট ও সিমের বিভিন্ন অফার

• সাইন্স এবং সাকসেস স্টোরি। 

• অনলাইন পড়াশুনা

• মাস্টার কার্ড 

• ভিসা কার্ড

• ডেবিট অথবা ক্রেডিট কার্ড

এছাড়াও আরও অনেক কিছু নিয়ে আর্টিকেল লিখতে পারবেন।

যে কারণে আর্টিকেল ওয়েবসাইটে প্রকাশ করা হয় না

• অন্য কোন ওয়েবসাইট থেকে লেখা কপি করে সাবমিট করলে সেটা প্রকাশ করা হবে না।

• অনলাইনে বিদ্যমান কোন আর্টিকেল রিরাইটিং করে সাবমিট করলে প্রকাশ করা হবে না।

আর্টিকেল লেখার শর্ত।

১. আপনার লেখা আর্টিকেলটি ১০০% ইউনিক অর্থাৎ কপিরাইট ফ্রি হতে হবে।

২. আর্টিকেলটি সর্বনিম্ন ৫০০ শব্দের হতে হবে।

৩. আর্টিকেলটি অবশ্যই বাংলা ভাষার লিখতে হবে। অন্য কোন ভাষায় লিখলে হবে না।

৪. একটি কপিরাইট ফ্রি ফটো যুক্ত করতে হবে।

জে-আইটিতে দুই ভাবে ইনকাম করা যায়। একটি আর্টিকেল লিখে। অন্যটি রেফার করে। আপনি চাইলে আপনার বন্ধুদের রেফার করে তাদের ইনকামের ২০% কমিশন আজীবন পেতে পারেন।

জে-আইটি থেকে কতো টাকা ইনকাম করা যাবে :

জে-আইটি থেকে আপনি চাইলে আনলিমিটেড ইনকাম করতে পারবেন। আপনার লেখা প্রতিটি আর্টিকেল ওয়েবসাইটে প্রকাশ করা হলে আপনাকে সাথে সাথে ১০ থেকে ১০০ টাকা পর্যন্ত দেওয়া হবে। (বিঃদ্রঃ এটি আপনার আর্টিকেলের কোয়ালিটির উপর নির্ভর করে)

এছাড়াও আপনার লেখা আর্টিকেলটি ১০০০ জন পড়লে আপনাকে ১০০০ থেকে ২০০০ টাকা দেওয়া হবে। এটি দেশ ও অঞ্চল ভেদে ভিন্ন হতে পারে।

জে- আইটির অন্য একটি সুবিধা হচ্ছে আপনি এখান থেকে সহজেই বিকাশ, রকেট, নগদ অথবা মোবাইল রিচার্জের মাধ্যমে আয়কৃত অর্থ উত্তোলন করতে পারবেন।

তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আশা করি আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। যদি আর্টিকেলটি আপনাদের উপকারে এসে থাকে তবে এটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
Josim Uddin - Dec 18, 2021, 4:14 PM - Add Reply

সুন্দর হয়েছে

You must be logged in to post a comment.
Josim Uddin - Dec 18, 2021, 4:14 PM - Add Reply

সুন্দর হয়েছে

You must be logged in to post a comment.
mohammod saimul islam - Dec 19, 2021, 12:03 AM - Add Reply

Good 😊

You must be logged in to post a comment.
Adobe Editing - Nov 19, 2022, 5:17 PM - Add Reply

Sign up link : https://blog.jit.com.bd/ref/Adobe0

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.