অনলাইন থেকে কিভাবে আবার টাকা আয় করা যায়?
আজকের টপিকঃ ফ্রিলান্সিং
আপনাকে আজ আমি বলে দিবো কিভাবে অনলাইন থেকে টাকা আয় করা যায়।
আমাদের কিছু প্রশ্ন ❓ থাকে নিম্নে দেওয়া হলো।
- ফ্রিলান্সিং কি?
- কিভাবে কাজ করে?
- কোথায় কাজ করে?
- এইটা কি পেশা(professionals)হিসাবে নিতে পারব?
- এই কাজ কি মোবাইল দিয়ে করা।যায়?
- এইটা শিখতে কি টাকা লাগে?কত টাকা লাগে?
- কোন বিভাগটি জনপ্রিয়?
- কতদিনে কাজ শিখব?
- ওকে কাজতো শিখলাম এইবার কোথায় কাজ করব?
এইটার কতগুলো বিভাগ আছে?
উত্তরঃ
- ফ্রিলান্সিং মানে মুক্ত পেশা।আপনি সাধিনভাবে কাজ করতে পারবেন এখানে নেই কোন অফিসের বসের ঝামেলা আপনি চাইলে কাজ করবেন না করলে নাই।
- এইটি মুলতো ইন্টারনেট ব্যাবহার করে কাজ করে
- কাজ করে Marketplace এ সেখানে আপনার service দিবেন এর বিনিময় আপনাকে আপনার মুল্য দেওয়া হবে।
- হ্যাঁ কিছু বিভাগ আছে আপনি মোবাইল দিয়ে কাজ করতে পারবেন।
- এইটা শিখতে পারবেন (paid) ভাবে এবং ফ্রিভাবে। ফ্রিভাবে আমি একটা ওয়েবসাইট সাজেস্ট করবো আমার পাঠকদের "1 Hour Study" এই টা লিখে আপনি আপনার ফোন অথবা pc এর ব্রাউজারে যাবেন এরপর আপনার পছন্দমতো course টি কর্তে পারবেন ফুল শিখানো হয়। সময়ের সেরা হচ্ছে ইউটিউব আপনি চাইলে ইউটিউব থেকেও দেখে নিতে পারেন(1 Hour study) এই চ্যানেল থেকে। এইবার আসি (paid)ভাবে কিভাবে শিখবেন আপনি চাইলে টাকা দিয়েও শিখতে পারেন তবে আমি সাজেস্ট করব আমার পাঠকদেরকে যে তারা ফ্রি শিখুক।
- এইটা আপনি প্রফেশনাল হিসেবে নিতে পারবেন একজন ফ্রিলান্সার মাসে লাখ লাখ টাক আয় করছে তাই আপনি কেন পেশা হিসেবে নিবেন না?
- কাজ কতদিনে শিখবেন সেইটি আপনার ওপর নির্ভর করে। এমনও হতে পারে আপনি খুব অল্প সময়ে কাজ শিখে ফেলেছেন আবার দেরিও হতে পারে সম্পুন্ন আপনার ওপর।
জনপ্রিয় Marketplace হচ্ছে ফাইভার ,ফ্রিলান্সার,পিপল্পারহাওর।
বিভাগগুলো
Graphic Design
1.Logo design
2.illustration
3.Buisness card design
4.Gmae and art
5.Twith store
6.Pattern Design
7Portreit design
8.Tatto design
9.Cartoon& Caricature
10.storybords
11.website Design
12.App Design
13.Landing page Design
14.E-mail Design
15.icon design
16.wen banner
17.social media Design
18.Book design album design
19.produc cover art
20.car Wraps
ভাবুন তাহলে একটি বিভাগের ভিতরেই এতগুলো কাজ এর আইটেম আছে তাহলে কেমন টাকা আয় করা যায়।এইগুলার মধ্যে আপনি কোনটা শিখবেন আপনার ডিসিশন
আরো অনেক আইটেম আছে এই সেক্টরেই
সেক্টর ২↓
Dijital marketing এই প্লাটফর্মে প্রচুর কাজ পাওয়া যায়।
- Seo
- Social media Marketing
- Vedio Marketing
- Local Seo
- Social media management
- Social media Advertising
- Search Engine Marketing(sem)
- Display ads
- Content marketing
- Public reletions
- Email Marketing
- Text massage Marketing
- Affiliat marketing
- E comerce Marketing
- Mobile app Marketing
- E book Marketing
- Product Marketing
Wen analytics etc.
writting & Translation আপ্নি অন্য দেশের ভাষা ট্রাস্নলেট করেও আয় করতে পারেন।
- article & Blog post
- Translation
- Professional&Editing
- Website content
- Book&Ebook writing
- Ux writing
- Job description
- Sales copy
- Email copy
- Recharch&summary etc.
Video animations
- Whitebord&Animated expeller
- Character animations
- Animated gifts
- E comers product video
- Unboxing video
- Live-action explore
- Visual effect
- Subtile&caption
- Animation for kids
- Slideshows vedio
- Game trilar
- Book trailar
- Articale to vedio
- Product photography
- Local phonography etc. আরো আছে.......
- Programming Teach↓
- Wordpress Devloper
- Shopify Devloper
- Wix Devloper
- Website builder
- E comerse development
- Web programing
- Mobile apps
- Dekstop application
- Game development
- Chatbot
- Support&it
- Convert files
- Q&a review
- Online coading lessions
- Coustop app
- Word press customize
Book formating আরো আছে
আমার প্রিয় পাঠকদের বলতেছি যে আপনার আগে ভালো মতো শিখের এইগুলা যেকোন একটি এরপর টাকার অভাব হবেনা।
আশা করি ব্লগটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না
Shohan
You must be logged in to post a comment.