বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো জে-আইটি আর্নিং প্রোগ্রাম এ কিভাবে একাউন্ট করবেন, কিভাবে আর্টিকেল লিখবেন, কিভাবে আয় করবেন এবং কিভাবে গিফট পাবেন। আর এখানে মাত্র ১০০ টাকা হলেই আপনি সরাসরি বিকাশ অ্যাকাউন্টে পেমেন্ট নিতে পারবেন আর ২০ টাকা হলে মোবাইল রিচার্জ।
আপনি যদি লিখতে পছন্দ করেন তাহলে জে-আইটি আর্নিং প্রোগ্রাম-এর টপিক তালিকা থেকে আপনার পছন্দের বিষয় সম্পর্কে লিখে ঘরে বসে আয় করতে পারবেন।
কিভাবে জে-আইটি আর্নিং প্রোগ্রাম এর মেম্বার হবেন:
১. প্রথমে জে-আইটি আর্নিং প্রোগ্রাম-এ রেজিস্টার করে একজন মেম্বার হন। https://blog.jit.com.bd/ref/yasminppur এই লিংকটি কপি করে নিয়ে সার্চ দিন।
২. আপনার সামনে একটি ইন্টারফেস চলে আসবে। এখানে একেবারে উপরে register এর উপর ক্লিক করুন।
৩. এখানে আপনার name, username, email address, passward এবং confirm passward লিখে register এর উপর ক্লিক করুন।
৫. আপনার মেইলে আসা confirmation mail ক্লিক করে একাউন্ট এক্টিভ করে নিন। ব্যস হয়ে গেল আপনার অ্যাকাউন্ট।
কিভাবে জে-আইটি আর্নিং প্রোগ্রাম-এ লগইন করবেন:
আপনি যদি একজন রেজিস্টার মেম্বার হন তাহলে, এই ওয়েবসাইটের উপরে থাকা ডান পাশের কর্নারে লগইন বাটনে ক্লিক করে আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
কিভাবে প্রোফাইল সেটআপ করবেন:
আপনি আপনার অ্যাকাউন্ট এ লগইন করার পর যে পৃষ্ঠাটি আসবে সেই পৃষ্ঠার বামপাশে কতগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনি আপনার একাউন্ট নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনার প্রোফাইল সেটআপ করার জন্য প্রথমেই সেটিং অপশনে যান। তারপর সেখানে আপনার নাম, ইমেইল এড্রেস, আপনার ছবি এবং আপনার সম্পর্কে কিছু কথা লিখুন।
কিভাবে আর্টিকেল লিখবেন:
আর্টিকেল লেখার জন্য ড্যাশবোর্ড থেকে Add Article এ ক্লিক করুন।
* এবার আর্টিকেল এর টাইটেল দিন।
* ক্যাটাগরি নির্বাচন করুন।
* আর্টিকেল এর সামারি অংশটুকু লিখুন।
* তারপর মূল আর্টিকেলটি লিখুন।
* এবার নিচে একটি ফিচার ইমেজ যোগ করুন।
* এরপর বিভিউতে গিয়ে এডমিনের উদ্দেশ্যে কোন মেসেজ দিয়ে দিন। যেমন, প্লিজ রিভিউ করুন বা অন্য কিছু।
* তারপর সাবমিট বাটনে ক্লিক করুন
আপনার কাজ শেষ, এবার এডমিন কর্তৃক আপনার আর্টিকেলটি রিভিউ হবে। আর্টিকেলটি রিভিউ করা হয়ে গেলে যদি প্রকাশ করার উপযুক্ত হয় তাহলে এডমিন আপনার আর্টিকেলটি প্রকাশ করে দেবে।
আর যদি আপনার আর্টিকেলটি প্রকাশ করার অনুপযুক্ত হয় তাহলে কেন প্রকাশ করা হলো না সে কারণটি লিখে দেয়া হবে। সেটি আপনি আপনার আর্টিকেল এর স্ট্যাটাস অপশনে দেখতে পারবেন এবং আপনার ইমেইলেও একটি কপি চলে যাবে।
আর যদি আপনার আর্টিকেলটি বেশি অসঙ্গতিপূর্ণ হয় তাহলে একেবারে রিজেক্ট করে দেওয়া হবে।
জে আইটি আর্নিং প্রোগ্রাম এর একজন পারফেক্ট মেম্বার হবেন যেভাবে:
আপনি যদি জে-আইটি আর্নিং প্রোগ্রাম-এ যুক্ত হয়ে আয় করতে চান তাহলে অবশ্যই নিম্নোক্ত বিষয়গুলো আপনার থাকতে হবে। যদি আপনার নিম্নোক্ত জিনিসগুলো থাকে তাহলে আপনি জে-আইটি আর্নিং প্রোগ্রাম-এর একজন মেম্বার হতে পারবেন।
* আপনার আর্টিকেল লেখার অভিজ্ঞতা থাকতে হবে।
* আপনার একটি কম্পিউটার অথবা স্মার্ট ফোন থাকতে হবে।
* আপনার ঘরে ইন্টারনেট কানেকশন থাকতে হবে।
জে-আইটি আর্নিং প্রোগ্রাম-এ কি কি বিষয়ে লিখতে পারবেন:
অনলাইন ইনকাম, ব্লগিং এন্ড ওয়েবসাইট, ইউটিউব, ওয়ার্ডপ্রেস, ব্লগার, এস.ই.ও, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেইল মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং, অনলাইন ব্যবসা, ই-কমার্স , কম্পিউটার ও মোবাইল, সফটওয়্যার, এন্ড্রোয়েড এপ, গেমস, বিটকয়েন, ক্রিপ্রোকারেন্সি, অনলাইন ট্রেডিং, টেকনোলজি, নেটওয়ার্ক, ইন্টারনেট অফার, সিম কার্ড অফার, সাইবার নিরাপত্তা, ডাটা রি-কভারী, ব্যাংকিং, মাস্টার কার্ড , ভিসা কার্ড, ডেবিট ক্রেডিট ও একাউন্স, লোন বা ডোনেশন, ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিক্স , বীমা /ইন্সুরেন্স, আইন, মর্গেজ, নোটারী, ভিডিও কল, ম্যাসেজিং, চ্যাটিং, কল কনফারেন্স, অনলাইন পড়াশুনা, বিদেশে উচ্চশিক্ষা , অনলাইন ক্লাস, সাইন্স ও সাকসেস স্টোরি।
আর্টিকেল প্রকাশ হওয়ার জন্য শর্তঃ
আর্টিকেল 100% ইউনিক হতে হবে। কোন ধরনের কপি রাইট আর্টিকেল দেয় যাবে না। তাহলে আপনার লেখা প্রকাশ করা হবেনা।
* আর্টিকেল কমপক্ষে 500 ওয়ার্ড এর হতে হবে। আর্টিকেল 500 ওয়ার্ড এর যত উপরে হবে আপনি আপনার আর্টিকেলের মান অনুযায়ী তত বেশি টাকা পাবেন।
* একটি ইউনিক ফিচার ইমেজ যুক্ত করতে হবে।
* বাংলা ভাষায় লিখতে হবে।
আপনার আর্টিকেল ভিউ বাড়ানোর জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য ওয়েবসাইটে আপনার প্রকাশিত আর্টিকেল এর লিংক প্রকাশ করতে পারবেন।
কিভাবে আয় করবেন:
জে-আইটি আর্নিং প্রোগ্রাম-এর একজন রেজিস্টার মেম্বার তিনভাবে ইনকাম করতে পারবেন। যেমন,
১।আর্টিকেল লিখে আয়:
প্রথমে জে-আইটি আর্নিং প্রোগ্রাম-এ রেজিস্টার করে একজন মেম্বার হতে হবে। এরপর লগইন করে আর্টিকেল লিখতে হবে। আপনার আর্টিকেলটি এডমিন কর্তৃক রিভিউ করে প্রকাশ করা হলে প্রকাশিত আর্টিকেল এর জন্য সাথে সাথে 10 টাকা থেকে 100 টাকা পর্যন্ত পাবেন।
২।পে-পার ভিউ:
আপনার লেখা আর্টিকেল যত বেশি ভিউ হবে আপনার তত বেশি ইনকাম হবে।
৩।রেফার করে আয়:
একজন মেম্বার যখন রেজিস্টার করবে তার ড্যাশবোর্ডে অটোমেটিক একটি রেফারেল লিংক তৈরী হয়ে যাবে এবং সেই লিঙ্ক থেকে যত মেম্বার এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবে, রেজিষ্টার কৃত মেম্বার এর ইনকামের 20% আপনার একাউন্টে জমা হয়ে যাবে।
লেখকদের চলমান অফার এবং গিফটসমূহ:
জে-আইটি আর্নিং প্রোগ্রাম একটি উন্মুক্ত প্লাটফর্ম। এখান থেকে আপনার প্রতিভাকে ছড়িয়ে দিন সারা বিশ্বে। আপনার লেখাটি যত মানুষের কাছে পৌছাবে আপনি ততই লাভবান হবেন।
জে-আইটিতে লেখকদের জন্য রয়েছে স্পেশাল কিছু অফার এবং প্রমোশনাল গিফট।
তো বন্ধুরা দেখে নিন কি কি গিফট থাকছে আপনাদের জন্য।
লেখকদের জন্য চলমান অফার ও গিফ্টসমূহ:
জে-আইটি আর্নিং প্রোগ্রাম-এ যারা লিখছেন তাদের দুই ভাবে গিফট এবং অফার দেওয়া হয়।
১। আর্টিকেল রাইটিং প্রোগ্রাম
২। রেফারেল প্রোগ্রাম
আর্টিকেল রাইটিং প্রোগ্রাম এ রজন্য চলমান অফার:
* নতুন লেখক রেজিস্টার করার সাথে সাথে 10 টাকা বোনাস পাবেন।
* নীতিমালা অনুযায়ী প্রতিটি লেখা প্রকাশ হওয়ার সাথে সাথে 10 টাকা থেকে 100 টাকা পর্যন্ত ইন্সটেন্ট বোনাস দেওয়া হবে।
* লেখক এর লেখা আর্টিকেল 1000 ইউনিক ভিউ হলে 500 টাকা দেয়া হবে।
* একজন লেখক আনলিমিটেড লেখা প্রকাশ করতে পারবেন।
* একটি আর্টিকেল পাবলিশ হওয়ার পর থেকে 2 (দুই) মাস পর্যন্ত পে-পার ভিউ হিসাবে ইনকাম করতে পারবেন।
* একজন লেখক একটি আর্টিকেল থেকে সর্বোচ্চ 5000 (পাঁচ হাজার টাকা) পর্যন্ত ইনকাম করতে পারবেন।
* একজন লেখক এর 20 টি আর্টিকেল প্রকাশ হলে তাকে জে-আইটি আর্নিং প্রোগ্রাম-এর পক্ষ থেকে একটি টি-শার্ট গিফট করা হবে।
* একজন লেখক এর 100 টি আর্টিকেল প্রকাশ হলে তাকে একটি মোবাইল ফোন গিফট করা হবে।
* লেখক তার নিজের আর্টিকেল যেকোনো সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করতে পারবেন।
রেফারেল প্রোগ্রাম এর জন্য চলমান অফার সমূহ:
* একজন রেজিস্টার মেম্বার আনলিমিটেড রেফারেল যুক্ত করতে পারবেন।
* আপনার রেফার করা মেম্বারদের ইনকামের 20% লাইফ টাইম কমিশন পাবেন।
* 100 জন একটিভ রেফারেল হলে একটি টি-শার্ট দেয়া হবে।
* 200 জন একটিভ রেফারেল হলে একটি মোবাইল ফোন গিফট করা হবে।
(এখানে একটিভ রেফারেল বলতে বুঝানো হয়েছে, কমপক্ষে তার একটি লেখা প্রকাশ করতে হবে।)
তো বন্ধুরা আজ এ পর্যন্ত। সবাইকে পোস্টটি সময় নিয়ে পড়ার জন্য ধন্যবাদ।
সবাই ভালো থাকবেন,সুস্থ ও সুন্দর থাকবেন। আল্লাহ্ হাফেজ।
জে আই টি লেখক সমিতি গ্রুপ
বেশী ভিউ পাইতে জইন করুন
https://www.facebook.com/groups/356487609344988/?ref=share
You must be logged in to post a comment.