১ মে আমিও তেমন একটা উৎসাহিত ছিলাম না তবে সব দেখে ভালো লাগলো। শেখা ও আয় দুটোই হবে। https://blog.jit.com.bd/ref/Nafi2
এছাড়াও সুখবর হলো, আপনি চাইলে জে আইটি আর্নিং প্রোগ্রাম-এ লিখে আনলিমিটেড ইনকাম করতে পারবেন আর পেমেন্ট সিস্টেম বিকাশ সহ অন্যান্য।
প্রথমে রেজিষ্ট্রেশন করুন নিচের লিংক দিয়ে, এরপর একটি পোস্ট করুন, কোনো সমস্যা হলে ম্যাসেজ করুন https://blog.jit.com.bd/ref/Nafi2
উপরের লিংক দিয়ে রেজিস্ট্রেশন এর পর এই লিংক এ আগে প্রবেশ করে গুরুত্বপূর্ণ টিপস জেনে নিন তারপর পুরো পোস্টটি পড়ুন, ১০০% সঠিক একটি আয়ের মাধ্যম,
https://blog.jit.com.bd/blog-jit-com-bd-1-7628
কল্পনা নয় বাস্তব, নিম্নে আপনারা jit Earning Programme থেকে কিভাবে টাকা উত্তোলন করা যায়,
উপরের লিংক দিয়ে রেজিস্ট্রেশন এর পর বিস্তারিত পড়ুন নিচের লিংক থেকে, খুবই গুরুত্বপূর্ণ,
https://blog.jit.com.bd/blog-jit-com-bd-1-7628
উপরের লিংক টি ভিজিট করুন গুরুত্বপূর্ণ ইনকাম এর বিস্তারিত জানবেন, তারপর নিচের পেমেন্ট অপশন নিচের লেখা পড়ুন,
আপনি নিচের দেয়া পেমেন্ট অপশন গুলোর মধ্যে যে কোনোটির মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন যে কোনো সময়ঃ
উত্তোলন || কমপক্ষে উত্তোলন,
মোবাইল রিচার্জ ৳50.000
নগদ ৳100.000
বিকাশ ৳500.000
রকেট ৳500.000
পে টিএম ৳1,000.000
পে আউট রেট সম্পর্কে বিস্তারিতঃ
প্রতি আর্টিকেল প্রকাশ 10 টাকা থেকে 100 টাকা পর্যন্ত।
প্রতি 1000 ভিউ = দেশ ভেদে 1000 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত।
রেফারেল মেম্বার এর 20%
প্রথমে রেজিষ্ট্রেশন করুন নিচের লিংক দিয়ে, এরপর একটি পোস্ট করুন, https://blog.jit.com.bd/ref/Nafi2
কিভাবে আয় করবেন বিস্তারিত নিচে দেখুন!
জে আইটি আর্নিং প্রোগ্রাম-এর একজন রেজিস্টার মেম্বার তিন ভাবে ইনকাম করতে পারবে তা নিম্নে দেওয়া হলো। যেমন,
১। আর্টিকেল লিখে আয়ের বিস্তারিত,
প্রথমে জে আইটি আর্নিং প্রোগ্রাম-এ রেজিস্টার করে একজন মেম্বার হতে হবে। অতঃপর লগইন করে আর্টিকেল লিখতে হবে। এবং আপনার আর্টিকেলটি এডমিন কর্তৃক রিভিউ করে প্রকাশ করা হলে প্রকাশিত আর্টিকেল এর জন্য সাথে সাথে 10 টাকা থেকে 100 টাকা পর্যন্ত ইনকাম হবে।
২। পে পার ভিউ কিভাবে হয় তা বিস্তারিত,
আপনার লেখা আর্টিকেল যত ভিউ হবে আপনার তত ইনকাম হবে।
আর্টিকেল প্রকাশ হওয়ার জন্য শর্ত সম্পর্কে জানা জরুরি,
মনে রাখবেন, কপিরাইট আর্টিকেল প্রকাশ করা হবে না। ইউনিক লেখা হলে ভালো হয়।
আর্টিকেল কমপক্ষে 500 ওয়ার্ড এর উপরে হতে হবে।একটি ফিচার ইমেজ যুক্ত করতে হবে সুন্দর।
লেখা অবশ্যই বাংলা ভাষায় লিখতে হবে।
আপনার আর্টিকেল ভিউ বাড়ানোর জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য ওয়েবসাইটে আপনার প্রকাশিত আর্টিকেল এর লিংক প্রকাশ করতে পারবেন, এতে ভিউ বাড়বে।
৩। রেফার করে আয় সম্পর্কে বিস্তারিত,
মনে রাখবেন, একজন মেম্বার যখন রেজিস্টার করবে তার ড্যাশবোর্ডে অটোমেটিক একটি রেফারেল লিংক তৈরী হয়ে যাবে। সেই লিঙ্ক থেকে যত মেম্বার আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবে, রেজিষ্ট্রিকৃত মেম্বার এর ইনকামের 20% আপনার একাউন্টে জমা হয়ে যাবে। কিন্তু নতুন মেম্বার যিনি তার আইডি বা এ্যাকাউন্ট থেকে মোটেও তা কাটবে না।
এটা সাইট কর্তৃপক্ষই দেবে। এটা নিয়ে দুঃচিন্তার কিছু নাই। তারপরো সমস্যা মনে হলে নিচের লিংকটি দেখতে পারেন প্রমান স্বরুপ বিস্তারিত, রেজিস্ট্রেশন এর পর প্রবেশ করুন, https://blog.jit.com.bd/blog-jit-com-bd-1-7628
এখন কিভাবে আয় বাড়াবেন - বিস্তারিত আরোও জানা কিন্তু জরুরী,
কত টাকা আয় করা যাবে
জে আইটি আর্নিং প্রোগ্রাম থেকে আনলিমিডেট আয় করা যাবে। এখানে আয়ের লিমিট নিয়ে কোন ধরাবাধা নিয়ম নেই । যে যত কাজ করবে ততই আয় করতে পারবে।
আপনারা চাইলে এখান থেকে তিন ভাবে আয় করতে পারেন,
(১) আর্টিকেল রাইটিং করে,
প্রতি আর্টিকেল এর জন্য 10 টাকা থেকে 100 টাকা পর্যন্ত সাথে সাথে বোনাস দেওয়া হবে। (তবে কোন প্রোমোশনাল লিংক, রেফার লিংক, ব্যাকলিংক, প্রোডাক্ট প্রোমোশন বা 500 ওয়ার্ড এর থেকে কম লেখার ক্ষেত্রে এই বোনাস প্রযোয্য নয়)
(২) পে পার ভিউঃ
আপনার লেখা আর্টিকেল প্রতি 1000 ইউনিক ভিউয়ে 1000 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত পাবেন। আপনার লেখা সকল আর্টিকেল মিলে যদি দিনে 1000 ভিউ হয় তাহলে আপনি পাবেন দেশে ভেদে 1000 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত।
বিঃদ্রঃ এখানে দর্শকের ভিউ কাউন্ট হবে। একই ইউজার যদি একই পোষ্ট 24 ঘন্টায় একাধিক বার দেখে তাহলে সর্বোচ্য 2 বার কাউন্ট হবে। আপনি চাইলে যত ইচ্ছা আপনার লেখা পোস্ট বিভিন্ন সোশ্যাল মিডিয়া, যেমন ফেসবুক, টুইটার ইত্যাদিতে শেয়ার করতে পারবেন। এবং যত বেশি ভিউ হবে আপনার তত বেশি আয় হবে।
গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোন ধরনের বট ট্রাফিক, পিটিসি ট্রাফিক, ভিপিএন ট্রাফিক, প্রক্সি ট্রাফিক, প্রোমোট ট্রাফিক ইত্যাদি ব্যবহার করে কেউ ট্রাফিক জেনারেট করলে অথবা আমাদের নীতিমালা ভঙ্গ করলে তাদের বিনা নোটিশে ব্যান করা হবে। এবং কোন পেমেন্ট করা হবে না। তাহলে বুঝতেই পারলেন নীতিমালা ভঙ্গ করা যাবে না।
এবার আসি - রেফারঃ
হ্যাঁ বন্ধুরা আপনার রেফারেল লিংক থেকে যারা রেজিষ্ট্রেশন করেছে তারা যত আয় করবে আপনি তাদের আয়ের 20% পাবেন।
অর্থাৎ মনে করেন, আপনার যদি 20 জন রেফারেল মেম্বার থাকে এবং সেই 20 জনে যদি 2000 টাকা আয় করে, তাহলে আপনার আয় 2000 X 20% = 400 টাকা হবে।
বি.দ্রঃ আপনি যত ইচ্ছা তত রেফার করতে পারবেন এবং আপনার টিম বড় করতে পারেন।
বিস্তারিত জানুন ও ইনকাম এবং টাকা উত্তোলন বিষয়ে জানুন এখানে,
জেনে নিম আর্নিং প্রগ্রাম গুলো, নতুনরা ১/২ মাস মনোযোগ দিলেই সেরা রোজগার করতে পারবে, ধৈর্য্য রাখতে হবে এবং টপিকস এর উপর অটুট থাকতে হবে। তাহলে জে আইটি আর্নিং প্রোগ্রাম-এ লিখে আয় করতে চাইলে অবশ্যই আপনাকে জে আইটি আর্নিং প্রোগ্রাম এর নীতিমালা ভালো করে পড়ে নিতে হবে কারন নীতিমালা হলো একটি সুশৃঙ্খল লিখতে আপনাকে অনুসর করাবে।
আপনি কিভাবে জে আইটি আর্নিং প্রোগ্রাম-এ মেম্বার হবেন?
★ প্রথমে রেজিস্ট্রেশন করে মেম্বার হবেন আর এজন্য লাগবে, https://blog.jit.com.bd/ref/Nafi2
(১) আর্টিকেল লেখার সামান্য অভিজ্ঞতা।
(২) কম্পিউটার বা স্মার্টফোন।
(৩) ইন্টারনেট কানেকশন।
যেসব বিষয়ে জে আইটি আর্নিং প্রোগ্রাম-এ লিখা যাবে বিস্তারিত,
(১)অনলাইন ইনকাম,
(২)ব্লগিং এন্ড ওয়েবসাইট,
(৩)ইউটিউব,
(৪)ওয়ার্ডপ্রেস,
(৫)ব্লগার,
(৬) এস.ই.ও,
(৭) ডিজিটাল মার্কেটিং,
(৮)সোশ্যাল মিডিয়া মার্কেটিং,
(৯)ইমেইল মার্কেটিং,
(১০) এফিলিয়েট মার্কেটিং,
(১১)অনলাইন ব্যবসা,
(১২)ই-কমার্স ,
(১৩)কম্পিউটার ও মোবাইল,
(১৪)সফটওয়্যার,
(১৫) এন্ড্রোয়েড এপ,
(১৬) গেমস,
(১৭) বিট কয়েন,
(১৮)ক্রিপ্রোকারেন্সি,
(১৯) অনলাইন ট্রেডিং,
(২০) টেকনোলজি,
(২১)নেটওয়ার্ক,
(২২) ইন্টারনেট অফার,
(২৩) সিম কার্ড অফার,
(২৪) সাইবার নিরাপত্তা,
(২৫) ডাটা রিকভারী,
(২৬) ব্যাংকিং,
(২৭) মাস্টার কার্ড ,
(২৮) ভিসা কার্ড,
(২৯) ডেবিট ক্রেডিট ও একাউন্স,
(৩০) লোন বা ডোনেশন,
(৩১) ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিক্স ,
(৩২)বীমা /ইন্সুরেন্স,
(৩৩)আইন,
(৩৪)মর্গেজ,
(৩৫)নোটারী,
(৩৬) ভিডিও কল,
(৩৭)ম্যাসেজিং,
(৩৮) চ্যাটিং,
(৩৯) কল কনফারেন্স,
(৪০) অনলাইন পড়াশুনা,
(৪১)বিদেশে উচ্চ শিক্ষা ,
(৪২)অনলাইন ক্লাস,
(৪৩)সাইন্স ও সাকসেস স্টোরি গুলো নির্ধারিত ক্যাটাগরীতে লেখতে হবে ৫০০ ওয়ার্ডের বেশি।
মনে রাখবেন প্রিয় দর্শক ও ভিউয়ারগন, উল্লেখিত টপিক ছাড়া কোন ক্যাটাগরিতে লিখলে উক্ত লেখা প্রকাশ করা হবে না। আর প্রকাশ হলেও সেটার জন্য পে করা হবে না। তাহলে বুঝতেই পারছেন টপিক্স এর আলোকেই আপনার লেখতে হবে। উদাহরণ গরুর রচনার জায়গায় যদি কেউ নদীর রচনা লেখে তাহলে বুঝতেই পারেন কেমন হবে বিষয়টি।
স্পন্সর নীতিমালায় স্পন্সরঃ ব্র্যান্ড প্রোমোশন, ব্যাকলিংক, প্রোডাক্ট প্রোমোশন বা এফিলিয়েট কোন লিংক যুক্ত করলে সেটা স্পনসর ক্যাটাগরিতে গন্য করা হবে। স্পন্সর নীতিমালা টি লক্ষ্য করুনঃ
যে সকল কারনে আপনার লেখা প্রকাশ হয় না বা হবে না? তা হলো,
১। কোনো লেখা অন্য কোন সাইট থেকে কপি করে সাবমিট করলে সেটা প্রকাশ করা হবে না বা হয় না।
২। ভাষান্তর এ্যাপস বা সফটওয়ার ব্যবহার করে অন্য কোন ভাষা থেকে ভাষান্তর (ট্রান্সলেট) করে প্রকাশ করলে সেটা প্রকাশ করা হয় না। উল্লেখ্য যে, অন্য ভাষার কোন লেখা অনুস্বরন করে নিজের ভাষায় সাজিয়ে লিখতে পারবে, এতে কোনো সমস্যা নাই।
৩। মনে রাখবেন কোন লেখা হুবহু রিরাইট করে প্রকাশ করলে প্রকাশ করা হবে না। অন্য কোন লেখা সকল স্ট্রাকচার ঠিক রেখে মাঝে মাঝে শব্দ বা বাক্য এডিট করে ইউনিক করলেও লেখা প্রকাশ করা হবে না বা হয় না। লেখার সম্পূর্ণ স্ট্রাকচার, গ্রাফিক, এবং ফরমেট অবশ্যই ইউনিক হতে হবে বিষয়টি অবশ্যই মনে রাখবেন।
প্রথমে রেজিষ্ট্রেশন করুন নিচের লিংক দিয়ে, এরপর একটি পোস্ট করুন, সমস্যা হলে ম্যাসেজ করুন https://blog.jit.com.bd/ref/Nafi2
উপরের লিংক দিয়ে রেজিস্ট্রেশন এর পর
আপনি দ্রুত কিভাবে আয় বাড়াবেন - আরোও বিস্তারিত এখানে পাবেন, একবার হলেও ভিজিট করে দেখুন।
https://blog.jit.com.bd/blog-jit-com-bd-1-7628
নানা রকম প্রসেস থাকলেও মনে রাখতে হবে এটি।
আর জে আইটি একটি মোটামুটি সুন্দর পরিকল্পিত প্লাটফর্ম। সুতরাং এটিকে বড় করতে হলে সকলে এক যোগে কাজ করতে হবে।
আপনারা জানেন অএটএনলাইন বর্তমানে একটি জনপ্রিয় একটি মাধ্যম।
(১) একটি স্মার্ট ফোন লাগবে।
(২) ইন্টারনেট লাগবে
(৩) একটি রেজিস্টার করতে এ্যাকাউন্ট লাগবে।
এরপরই আপনি কাজ শুরু করতে পারেন আশা করি। আপনি এগিয়ে যান ইনশাআল্লাহ। সফল হতে হলে ধৈয্য রাখুন
Thanks vai
You must be logged in to post a comment.