অনলাইনে কাজ করার অনেক পদ্ধতি রয়েছে । এই সকল পদ্ধতির মধ্যে একটি হল মাইক্রোজবের সাহায্যে ইনকাম। মাইক্রোজবে কিভাবে ইনকাম করে জানার আগে জানতে হবে মাইক্রোজব কি?
মাইক্রোজব কি?
মাইক্রোজব হল এমন কিছু কাজ যেগুলো করতে বেশি সময় বা স্কিল লাগে না। একটু সময় আর অনলাইনে ব্রাউস করা জানলেই জব গুলো করা যায়। মাইক্রোজবে রয়েছে ফেসবুক ফলো, ইন্সটাগ্রাম ফলো, টুইটের ফলো, ইউটুব সাবস্ক্রাইব, রেডিট আপভোট, সাইন আপ, ওয়েবসাইট ভিসিট, এপ্স ডাউনলোড সহ আরো অনেক কিছু।
মাইক্রোজবের সাইট
মাইক্রোজবের অনেক সাইট রয়েছে কিন্তু আমার দেখা সবচেয়ে ভালো সাইট পিকোওয়ারকার্স। পিকোওয়ারকার্স এ আমাদের দেশের অনেক মানুস কাজ করে দিনে ৫০০-৬০০ টাকার মতো আয় করে। আমি দেখেছি অনেকেই রয়েছে যারা ৫ ডলারের মতো আর্ন করে একদিনে যা প্রায় ৪০০ মতো। পিকোওয়ারকার্স এর মিনিমাম পে আউট মাত্র ৫ ডলার।
পিকোওয়ারকার্স এর কাজ আপনি শেষ করতে পারবেন না। এর তুলোনায় অন্য মাইক্রোজব সাইট গুলোর কাজ অনেক কম থাকে তুলনা মুলক। তাই মাইক্রোজবের জন্য যদি কোনো সাইট বেছে নিতে চান তাহলে আপনাকে আমি পিকোওয়ারকার্স বেছে নেয়ার মতামত দিবো।
লিংকঃ Picoworkers.com
কীভাবে পিকোওয়ারকার্স এর একাউন্ট খুলববেন?
পিকোওয়ারকার্স এর একাউন্ট খোলা খুব সোজা। নিচে দেয়া হলোঃ
- সাইটের উপরে Sign up বাটনে ক্লিক করুন।
- দেখুন একটি রেজিস্টেশ্ন ফরম পেজ এসেছে।
- ফরমটি যাথাযত ডিটেলস দ্বারা পূর্ন করুন।
- এর পর আপনার একাউন্টি ভেরিফাই করুন আপনার ই-মেইল এ একটি লিংক গেছে ঐটার সাহায্যে।
- এর পর লগিন করে আপনার প্রোফাইলটি কমপ্লিট করুন
কীভাবে কাজ করবেন?
পিকোওয়ারকার্স এ কাজ করা খুবি সহজ। নিচে কাজ করার পদ্ধতি দেয়া হলোঃ
- যখন একাউন্ট সেট আপ করে ফেলবেন আপনি অনেক জবের লিস্ট দেখতে পারবেন ।
- যেকোনো জব করতে পারবেন।
- জব করার জন্য জবের ভিতর ঢুকে কি কি ইন্সট্রাকশ্ন দেয়া আছে সেগুলো অনুযায়ি কাজ করেন।
- কাজ শেষ হলে যা যা প্রুভ চায় তা সাবমিট করে সাবমিট জবে ক্লিক করুন
- আপনার কাজ শেষ নতুন কাজ করুন। ইমপ্লয়ার এসে আপনার প্রুভ দেখে পেমেন্ট দিবে।
কি করে পে আউট করবেন?
পিকোওয়ারকার্স এ পে আউট করার জন্য প্রয়োজন ৫ ডলার আর্নিং। ৫ ডলার আর্ন করার পরঃ
- Wallet এ যান।
- Request Withdrawal দেন।
- এখন নিজে পেমেন্ট মেথোড অনুযায়ী পেমেন্ট নেন।
পরিশেষ,
যদি আপনি দিনে সহজ কাজ করে ৪০০-৫০০ সাইড ইনকাম জেনারেট করতে চান। এই ওয়েবসাইটটি আপনার জন্য।
You must be logged in to post a comment.