বাড়িতে বসেই ইনকামের আইডিয়া।

আসালামু আলাইকুম আশাকরি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ্ আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে আসছি,

আজ আমরা যে বিষয়ে আলোচনা করবো তা হলো কয়েকটি ইউনিক ব‍্যাবসার আইডিয়া সম্পর্কে।

আমরা সবাই জানি বর্তমানে নিত‍্য প্রয়জনীয় জিনিস পত্রের দাম ক্রমবর্ধমান ভাবে বেড়েই চলেছে।

একটি ব‍্যাবসাই পারে আমাদের কে সাবোলম্বি করতে।

আমরা আজ গ‍্রামে বসে করা যায় এমন কয়েকটি ব‍্যাবসার কথা বলতে চলেছি।

ব‍্যাবসার সুবিধা।

১। আপনি নিজের ইচ্ছা অনুযায়ী  কাজ করতে পারবেন।

২। আপনার স্বাধিনতা থাকবে।

৩। আপনার অধিনে অনেক মানুষ কাজ করতে পারবে।

৪। আপনি পরিবারকে অনেক সময় দিতে পারবেন।

৫। ব‍্যাবসার লাভের বা মুনাফার কোন সিম থাকেনা তাই লাভ বেশি হয়।

ব‍্যাবসা ও রিবা বা সুদের পার্থক্য।

ইসলামে সুদ কে হারাম করা হয়ছে। এবং ব‍্যাবসা কে হালাল করা হয়েছে।

সুদ কী।

ধরুন আপনি কাউকে ১০০ টাকা ধার দিয়েছেন। এখন ঐ টাকা সহ আরও অতিরিক্ত ১০ টাকা  আদায় করলেন।

এই অতিরিক্ত ১০ টাকা হলো সুদ।

সুদের ফলে কি হয়।

রিবা বা সুদের ফলে সমাজকাঠামোয় অর্থর ভারসম‍্য থাকে না।

ধনি শুধু ধনী হয় আর গরিব শুধু গরিব হতে থাকে।

যার ফলে সমাজকাঠামোর ভারসম‍্য নষ্ট হয়।  ধনিরা গরিবের  উপরে খোদা হয়ে বসে।

আর দরিদ্ররা হারায় তাদের শেষ সম্বলটুকু।

আল্লাহ্ চার ধরনের মানুষের উপর লানত দিয়েছেন।

১। যে সুদ নেয়।

২। যে সুদ দেয়।

৩। যে সুদের সাক্ষী থাকে।

৪। যে সুদের হিসাব রাখে।

সুদ খাওয়ার শাস্তি।

কুরআন ও সুন্নায় সুদখোরের ৮০ ধরনের শাস্তির  কথা বলা হয়েছে।

যার সর্বো নিম্ম গোনাহ হলো নিজের আপন মায়ের সাথে যেনা করা। এক টাকা সুদ সমান ৩৬ বার মায়ের সাথে যেনা করার গোনাহ হয়।

সর্বোচ্চ গোনাহ  আল্লাহ্ ও রাসুল স. এর সাথে যুদ্ধ করার সমান।

ব‍্যাবসার ফলে কি হয়

ব‍্যাবসার ফলে অর্থ চক্রাকারে বাজারের মধ‍্যে ঘুরতে থাকে।

এখানে একদিন আপনার লাভ হবে।অন‍্য দিন আপনার খতি বা লস হবে। আপনার লস টুকু অন‍্য আরেকজনের লাভ।  তার লস আপনার লাভ।এভাবেই ধোরে সম্পদ।আশাকরি আপনারা  বুঝতে পেরেছেন।

আজ আমরা দুটি সুন্নতি ব‍্যাবসার কথা বলো।

এক নম্বর ব‍্যাবসা।

মুদি দোকান এই ব‍্যাবসায় লাভ অনেক ভালো হয়।

গ্রাম অঞ্চলে তেমন দোকান না থাকায়। বিক্রি ভালো হয়।

তাই লাভ বেশিই হয়।

আপনি  সব ধরনের পণ্যই বিক্রি করবেন। আপনি চাইলে 

টি স্টল বা কফি হাউসও করতে পারেন।

দুই নম্বর ব‍্যাবসার আইডিয়া।

কাঠ ও কঠের সাথে সম্পর্কিত ব‍্যাবসা।

আপনি নানা ফার্ণিচার  তৈরি করে বিক্রি করতে পারেন।

এই ব‍্যাবসা করতে আপনার দোকানের প্রয়জন পরবে।

এবং কিছু শ্রমিকের প্রয়োজন পরবে।

তাছাড়া  আপনি গাছ কিনে তা বিক্রি করেও আয় করতে পারেন। এক্ষেত্রে আপনার অভিজ্ঞতার প্রয়জন পরবে।

আপনি  আরো ব‍্যাবসার আইডিয়া পেতে এই লিংকটি দেখুন   https://blog.jit.com.bd/anyone-can-do-these-three-businesses-easily-8292 

আর আপনি  নিচের লিংকটি ক্লিক করলে এমন এক বিষয়ে জানতে পারবেন হয়তোবা তা আগে জানতেন না।

লিংক    https://blog.jit.com.bd/a-life-story-that-will-change-you-8303

আপনি আর্টিকেল লিখেও ইনকাম করতে পারেন।

আর্টিকেল লিখতে হলে প্রথমে আপনাকে  রেজিষ্টার করতে হবে।

লিংক https://blog.jit.com.bd/ref/334

https://blog.jit.com.bd/ref/334

আপনি রেফার করে ইনকাম  করতে পারবেন  সারাজীবন।

রেজিষ্টেশন করার পর আপনি  ১০ টাকা বোনাস পাবেন।

এবং আর্টিকেল লিখলে তা পাবলিশ হলেই আপনার ইনকাম শুরু।

আর্টিকেল লিখতে হলে এড আর্টিকেল নামে এক অপশন পাবেন।

এখানে আপনি  লিখতে পারবেন।

আর আপনার অর্জিত টাকা  আপনি  মোবাইল রিচার্জ  বা বিকাশ নগদ রকেট এর মাধ‍্যমে তুলতে পারবেন।

এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন‍্যবাদ

সকলকে।আমনার মতামত কমেন্টে জানাতে পারেন।

লেখক,৩৩৪

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ

আমি বিশ্বাস করি সকলে ওঠা সূর্যের মতো ইসলাম ও মুসলিমদের সোনালি সূর্য উদিত হবে। বিশ্বের নেতৃত্বের আসনে ফিরে আসবে ইসলাম।