পিকোওয়ারকারস ওয়েবসাইট থেকে ইনকাম

আপনি যদি পিকোওয়ারকারস এ কাজ করেন বা করতে চান তাহলে এই লেখাটি আপনার জন্য বন্ধুরা আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

আমরা অনেকেই পিকোওয়ারকারস ওয়েবসাইট এ কাজ করি কিন্তু এই সাইটের অনেক কাজ আমরা করতে পারিনা এবং কিছু কাজ বাংলাদেশ থেকে করা যায় না।

তাই আমরা আজ বাংলাদেশ থেকে যেই কাজগুলো করা যায় তা সঠিকভাবে শিখে নিব।এখান থেকে আমরা এই কাজগুলো শিখলে প্রতিষ্ঠান ৮-১২ ডলার ইনকাম করতে পারবো।তাহলে চলুন শুরু করি আমাদের আজকের আলোচনা-

আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তা হলো-

১.পিকো-ওয়ারকারস কী?

২.পিকো-ওয়ারকারস এ ইনকাম করতে কি কি প্রয়োজন হয়?

৩.পিকো-ওয়ারকারস এ কি কি কাজ করে ইনকাম করা যায়? 

৪.Marketing test visit - এর কাজ কিভাবে করবো?

৫.Reddit Upvote- এর কাজ কিভাবে করবো? 

৬.Crewdle Signup-এর কাজ কিভাবে করবো? 

৭.Gmail Read Email-এর কাজ কিভাবে করবো? 

৮.Gmail-Creat an Account -এর কাজ কিভাবে করবো? 

৯.Tweeter Like,Follow-এর কাজ কিভাবে করবো? 

১০.Instagram Like,Follow-এর কাজ কিভাবে করবো?

১১.Telegram Join Bot-এর কাজ কিভাবে করবো? 

এই কাজগুলো করে আমরা দিনে প্রায় ৮-১২ ডলার ইনকাম করতে পারবো।তাহলে আর দেড়ি কেনো?চলুন জেনে নেই বিস্তারিত -

১.পিকো-ওয়ারকারস (Picoworkers) কী?

পিকো-ওয়ারকারস একটি অনলাইন থেকে ইনকাম করার ওয়েবসাইট বা মার্কেটপ্লেস।এটিকে একটি ছোট কাজের ফ্রিল্যান্সার সাইট ও বলা যায়।

এখান থেকে মাইক্রো বা ছোট ছোট কাজ করে ভালো ইনকাম করা যায়।এবং এই সাইট টি থেকে আমাদের হাতের কাছের নানারকম মোবাইল কারেন্সি মাধ্যমে ইনকাম পেমেন্ট নেওয়া যায়।এই সাইটটি গত ৭ বছর যাবত ১০০% পেমেন্ট করে।

২.পিকো-ওয়ারকারস(Picoworkers) এ ইনকাম করতে কি কি প্রয়োজন হয়? 

পিকোওয়ারকারস ওয়েবসাইট একটি ওয়ার্কার্স ফ্রেন্ডলি ইনকাম সাইট।এখান থেকে আমরা সকলেই খুব সহজে ইনকাম করতে পারবো।এখানে কাজ করতে হলে আমাদের প্রয়োজন -

ক.একটি স্মার্টফোন বা ল্যাপটপ বা পিসি।

খ.ইন্টারনেট কানেকশন। 

গ.ইংরেজিতে বুঝার মতো অল্প দক্ষতা।

ঘ.কাজের প্রতি আপনার কঠিন একাগ্রতা। 

এখানে যা যা প্রয়োজন তা প্রায় আমাদের সকলের কাছেই আজকের দিনে বিদ্যমান।আর আপনার এখান থেকে ইনকাম করার তীব্র আগ্রহ থাকতে হবে।

৩.পিকো-ওয়ারকারস(Picoworkers) এ কি কি কাজ করে ইনকাম করা যায়? 

পিকো-ওয়ারকারস একটি মাইক্রো জব সাইট। এখানে নানারকম ছোট ছোট কাজ করে ইনকাম করা যায়। যেমন- 

ক.Marketing Test Visit.

খ.Reddit Upvoting.

গ.Crewdle Signup.

ঘ.Gmail Read Email.

ঙ.Gmail-Creat an Account. 

চ.Tweeter Like,Follow.

ছ.Instagram Like,Follow.

জ.Telegram Join Bot.

ইত্যাদি নানারকম ছোট ছোট কাজ করে এখান থেকে করা যায়।তাহলে চলুন এই কাজ গুলো শিখে নেই-

৪. Marketing Test Visit - এর কাজ কিভাবে করবো?

Marketing Test Visit - এর কাজ হলো মুলত কোন ওয়েবসাইট এর বিভিন্ন পোস্ট ভিজিট করা।আপনাকে এই কাজে ইমপ্লয়ার তার কোন ওয়েবসাইট কে ভিজিট করতে বলবে। আপনাকে এই কাজের জন্য একটি লিংক দেওয়া হবে তার ওয়েবসাইট এর এরপর,

ক. আপনাকে সেই ওয়েবসাইটের লিংক টি কে কপি করতে হবে।

খ. ক্রোম বাউজারে একটি নতুন ট্যাব ওপেন করতে হবে। 

গ. নতুন ট্যাবে সেই কপি করা লিংকটি পেস্ট করতে হবে।

ঘ. তারপর সার্চ করলে আপনাকে সেই ওয়েবসাইটে নিয়ে যাবে।

ঙ. তারপর সেখানে আপনাকে ১০ টি পোস্ট ভিজিট করতে হবে।

চ. পোস্টের ভিতরে যেকোন একটি এড এ আপনাকে ক্লিক করে প্রবেশ করতে হবে এবং সেখানে কিছুক্ষন থাকতে হবে। 

ছ. ভিজিট করার পর সেখান থেকে প্রয়োজনীয় প্রমান দিতে হবে।যেমন-বিভিন্ন পোস্ট লিংক,হিডেন কোন ইত্যাদি। 

এভাবে আপনি এই কাজটি করলে ৩ সেন্ট পাবেন।

৫.Reddit Upvote- এর কাজ কিভাবে করবো? 

Reddit Upvote-এর কাজ মুলত Reddit সাইটে বিভিন্ন পোস্টে আপ ভোট করতে হয়।এই কাজে আপনাকে-

ক.প্রথমে যেই লিংক দেওয়া থাকে তা কপি করতে হবে।

খ.তারপর,একটি নতুন ট্যাব ওপেন করতে হবে। 

গ.তারপর,নতুন ট্যাবে লিংক টি পেস্ট করে সার্চ করতে হবে।

ঘ.তারপর,আপনাকে যেই পোস্টে নিয়ে যাবে সেখানে একটি আপভোট দিতে হবে।

ঙ.আপভোট দেওয়ার পর আপনাকে আপনার Reddit  এর প্রোফাইল লিংক কপি করতে হবে।

চ.কপি করা লিংকটি প্রুফ হিসেবে জমা দিতে হবে।

এভাবে এই কাজটি সম্পন্ন করলে আপনি ৩-৪সেন্ট পেয়ে যাবেন।

৬. Crewdle Signup-এর কাজ কিভাবে করবো? 

Crewdle-হচ্ছে একটি ভিডিও কলিং সফটওয়্যার। আপনাকে এই কাজে মুলত সেই সফটওয়্যার এর ওয়েবপেইজ এ সাইনআপ করতে হবে।এর জন্য আপনাকে-

ক.প্রথমে কাজে দেওয়া লিংক এ ক্লিক করে প্রবেশ করতে হবে। 

খ.তারপর,আপনাকে সেই ওয়েবসাইটের রেজিস্ট্রার পেজে নিয়ে যাওয়া হবে। 

গ.রেজিস্ট্রার করতে আপনাকে প্রথমে আপনার নাম দিতে হবে।

ঘ.তারপর,আপনার একটি রিয়েল নাম যুক্ত ইমেইল এড্রেস দিতে হবে। 

ঙ.তারপর,একটি পাসওয়ার্ড দিয়ে সাবমিট দিতে হবে।

চ.সাবমিট করার পর আপনার দেওয়া মেইলে একটি ভেরিফিকেশন মেইল যাবে।

ছ.সেই মেইলে দেওয়া লিংক এ ক্লিক করলে আপনার একাউন্ট ওপেন হয়ে যাবে। 

জ.একাউন্ট এর ড্যাশ বোর্ডের ডান দিকের উপরে আপনার নামের প্রথম অক্ষরের একটি আইকন থাকবে,সেখানে ক্লিক করলে আপনার ইউজার নাম ও ইমেইল এড্রেস আসবে।

ঝ.এখন একটি স্ক্রিনশট নিয়ে প্রুফ হিসেবে জমা দিতে হবে। 

এভাবে কাজটি করলে আপনি ৮-১৫ সেন্ট পাবেন।

৭.Gmail Read Email-এর কাজ কিভাবে করবো? 

Gmail Read Email - এই কাজটি হচ্ছে পিকোওয়ারকারস সাইটের সবচেয়ে সহজ কাজ ও এর থেকে ইনকাম ও বেশি হয়।এই কাজের জন্য আপনাকে-

ক.কাজে দেওয়া লিংক এ ক্লিক করে প্রবেশ করতে হবে। 

খ.আপনাকে যেই পেজ এ নিয়ে যাওয়া হবে সেখানে আপনার একটি এক্টিভ ইমেইল দিয়ে সাবস্ক্রাইবে ক্লিক করতে হবে।

গ.তারপর,আপনার দেওয়া ইমেইলে কিছু মেইল যাবে,আপনাকে সেই মেইল গুলো স্পাম ফোল্ডার থেকে নট স্পাম এ ক্লিক করতে হবে।

ঘ.তারপর প্রাইমারি মেইলে গিয়ে একটি স্ক্রিনশট নিয়ে প্রুফ হিসেবে জমা দিতে হবে। 

এভাবে এই কাজটি করলে আপনি ১৪ বা ১৫ সেন্ট পাবেন।

৮.Gmail-Creat an Account -এর কাজ কিভাবে করবো? 

Gmail-Creat an Account- এই কাজে আপনাকে মুলত একটি জিমেইল একাউন্ট খুলে তা জমা দিতে হয়।তার জন্য আপনাকে -

ক.প্রথমে মোবাইলের জিমেইলে চলে যাবেন।

খ.তারপর,এড এনাদার একাউন্ট এ ক্লিক করবেন এবং সেখানে আপনার মোবাইলে প্রবেশ করার পাসওয়ার্ড টি দিয়ে প্রবেশ করবেন। 

গ.তারপর,Creat Account - এ ক্লিক করবেন।

ঘ.প্রথমে আপনার নাম দিবেন।

ঙ.তারপর,আপনার বয়স,আপনার জেন্ডার ও আপনার জিমেইল একাউন্ট কি হবে তা লিখবেন।

চ.তারপর, একটি পাসওয়ার্ড দিবেন।

ছ.তারপর,মোবাইল ভেরিফিকেশন স্কিপ করে দিবেন এবং একাউন্ট খুলতে- I Agree তে ক্লিক করলে একাউন্ট খুলে যাবে।

জ.তারপর,আপনার মোবাইল থেকে সে একাউন্ট লগ আউট করবেন।

ঝ.আপনার তৈরীকৃত জিমেইল এর এড্রেস ও পাসওয়ার্ড প্রুফ হিসেবে জমা দিতে হবে। 

এভাবে কাজটি করলে আপনি ৮-১২সেন্ট পাবেন।

৯.Tweeter Like,Follow-এর কাজ কিভাবে করবো? 

Tweeter Like,Follow- এই কাজে আপনাকে কোন টুইটার একাউন্ট এ লাইক বা ফলো করতে হয়।এর জন্য-

ক.কাজে দেওয়া লিংকে ক্লিক করলে আপনাকে সেই একাউন্ট এর পেজে নিয়ে যাবে।

খ.সেখানে লাইক বা ফলো করে একটি স্ক্রিনশট নিয়ে প্রুফ হিসেবে জমা দিতে হবে। 

এভাবে কাজটি করলে আপনি ২-৫ সেন্ট পাবেন।

১০.Instagram Like,Follow-এর কাজ কিভাবে করবো? 

Instagram Like,Follow-এই কাজে আপনাকে মুলত কোন ইন্সটাগ্রাম একাউন্ট এ লাইক বা ফলো করতে হয়।এর জন্য-

ক.কাজে দেওয়া লিংকে ক্লিক করলে আপনাকে সেই একাউন্ট এর পেজে নিয়ে যাবে।

খ.সেখানে লাইক বা ফলো করে একটি স্ক্রিনশট নিয়ে প্রুফ হিসেবে জমা দিতে হবে। 

এভাবে কাজটি করলে আপনি ২-৫ সেন্ট পাবেন।

১১.Telegram Join Bot-এর কাজ কিভাবে করবো? 

Telegram Join Bot- এই কাজটি এই সাইটের আরও একটি সহজ কাজ।এখানে মুলত কোন একটি টেলিগ্রাম বূত বা গ্রুপে জয়েন করতে হয়।এর জন্য-

ক.কাজে দেওয়া লিংকে ক্লিক করলে আপনাকে টেলিগ্রামে নিয়ে যাবে।

খ.একটি Join লেখা আসবে,সেখানে ক্লিক করে জয়েন করে নিতে হবে।

গ.এখন একটি স্ক্রিনশট নিয়ে প্রুফ হিসেবে জমা দিতে হবে। 

এভাবে এই কাজটি করলে আপনি ৫-১০ সেন্ট পাবেন।

শেষকথাঃ

পিকোওয়ারকারস সাইটটি খুব কম কাজেই আমাদের অনেক বেশি পারিশ্রমিক দিয়ে থাকে।এই সাইটটি থেকে আমি ব্যক্তিগত ভাবে ৩১ ডলার ইনকাম করে পেমেন্ট নিয়েছি মাত্র কয়েক দিনেই।আপনার সকলেই এই সাইটটিতে কাজ করতে পারেন বিশ্বাসের সাথে।

আশা করি সকলেই সঠিক তথ্য পেয়েছেন।ভালো লাগলে সাথেই থাকুন- "জে আইটি.কম"এর ধন্যবাদ সবাইকে।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ