আজ আমি আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো। আশা করি এই পুরো পোস্ট এর সাথেই থাকবেন।
আর এটাও নিশ্চিত যে এই পোস্টটি ভালো করে মন দিয়ে পড়লে এখান থেকে ভালো একটা ফলাফল পাবেন।
তবে এটা মনে রাখবেন, কাজ এর সাথে আমি আপনাকে শুধু পরিচিত করে দিতে পারবো, তবে কাজ করে আমি কখনোই দিব বা আপনাকে।
তাই পোস্ট সমন্ধে ভালোভাবে বুঝে নিজেই কাজ শুরু করে দিন। আশা করি অল্প দিনেই ভালো ফলাফল নিয়ে আসতে পারবেন।
ফেসবুক পেজে ফলো কেন বাড়াবেন
আমরা প্রতিনিয়ত ফেসবুক নামক সোস্যাল মিডিয়ায় সময় দিয়ে থাকি, কেউ কাজে বা বা আবার অযথাই সময় নষ্ট করে থাকি। তবে আমরাও চাইলে এই সময়কে কাজে লাগাতে পারি।
ফেসবুকে যদি একটা পেজ খুলে সেখানে অনেক ফলো বানাতে পারি, তাহলে সেখান থেকে কিন্তু আমরা অনেক ভাবেই ভালো পরিমানে ইনকাম করতে পারি।
আমাদের চারপাশে অনেকেই কিন্তু ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা আয় করতেছে৷ আর এটা অনেক সহজ একটা কাজ।
ফেসবুক থেকে অনেক ভাবেই টাকা আয় করা যায় তার মধ্যে অন্যতম হলোঃ
- মার্কেটিং করে
- ভিডিওতে অ্যাড দিয়ে
- স্পন্সরশীপ নিয়ে
- লিংক শেয়ার করে
- লেখালেখি করে
- আরো ইত্যাদি উপায়ে প্রচুর পরিমাণে টাকা আয় করা যায়।
তবে এটাকে অনেকেই কঠিন একটা কাজ মনে করেন, কিন্তু এটা মোটেও ই কোন কঠিন কাজ না। তবে, এই কাজ গুলো থেকে যে কোন কাজ করার জন্যই আপনার প্রয়োজন হবে ভালো পরিমানে ফলো থাকা একটা ফেসবুক গ্রুপ বা পেজ।
এবার কথা হলো, প্রভাইল হলে কি হবে না? এর উত্তর, অবশ্যই হবে। কিন্তু সেখানেও ফলো থাকা দরকার। আর স্বাধারন প্রফাইলে তেমন বেশি ফ্রেন্ড রাখা যায় না।
এর একটা লিমিট করা থাকে। কারন এটা পার্সোনাল ভাবে ব্যবহার করার জন্য।
আর পেজে অনেক ফলো হলেও সমস্যা নেই। আর এটা মুলত, বিজনেস এর জন্যই করা হয়েছে। আর গ্রুপেও অনেক মেম্বার থাকে তাই।
আবার ফেসবুক পেজ অনেক তারাতারি ভাইরাল হতে থাকে। তাই এটা আরো উপকারী, যা প্রফাইল হয় না।
তবে প্রফাইলটা যদি প্রফেশনাল হয়ে থাকে, তাহলে সেখান থেকেও সম্ভব। কারন প্রফেশনাল প্রফাইলকে পেজের মতোই সুযোগ দেওয়া হয়।
পেজে ফলো হবে ৩০ দিনে ৩০ হাজার
এখানে, অনেকেই ফলো বাড়ানোর জন্য অনেক ভয় পেয়ে থাকেন। তবে বলে রাখা ভালো ফলো থাকলে দারাজ বা অন্য কোন অ্যাফিলিয়েট মার্কেটিং এর লিংক নিয়েও কাজ করা যায়।
আবার সিপিএ মার্কেটিং করাও অনেক টাকা আয় করা সম্ভব।
তাই নিজে একটা পেজ খুলে এখনই ফলো বাড়াতে শুরু করুন।
অনেকেই বলবে ফলো বাড়ানো কি আর মুখের কথা?, হ্যাঁ ভাই, মুখের কথা আর মনের ইচ্ছে। আমাও বাড়াইছি। একবার চেষ্টা করেই দেখুন।
সামান্য কিছু নিয়ম মেনে কাজ করুন অতি তারাতাড়ি ফলো বেড়ে যাবে।
আমি আমার ওয়েবসাইটে এই বিষয়ে সম্পুর্ন তথ্য দিয়েছি। এবং লিংক শেয়ার করার ১০০০ গ্রুপের লিস্ট দিয়েছি৷ সেখান থেকে ৩০ দিনে ৩০ হাজারের বেশি ফলো পাবেন।
তবে ওখানে থাকা নিয়ম মেনে কাজ করতে হবে। আমাদের পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
ফেসবুক প্রফাইল এবং পেজে ফলো বাড়ানোর উপায়
ওই পোস্টে আমরা আলোচনা করেছি, কিভাবে কোন একটা রাতকার নামে ফেক একাউন্ট খুলো অনেক দ্রুত ফলো নেওয়া যায়। আর সেখানে প্রয়োজনীয় সফটওয়্যার গুলো দিয়ে দিয়েছি।
আর দরকারী লিংক গুলোর সাথে, পেজ এর পোস্ট শেয়ার করে ফলো বাড়ানোর জন্য অনেক গ্রুপের লিংক দিয়েছি।
আশা করি পোস্টটি সবাই দেখে আসবেন আর আমাদের সাইটে এই ধরনের অনেক পোস্ট আছে, চাইলে দেখতে পারেন। আমাদের সাইটের লিংক। HELPLINE BD360
You must be logged in to post a comment.