আসসালামু আলাইকুম বন্ধুরা, আসা করি আল্লাহর অশেস রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তেমাদের সাথে কিভাবে অনলাইন থেকে টাকা আয় করা যায় এই বিষয় নিয়ে আলোচনা করবো।
ফ্রিলান্সিং করে টাকা আয়ঃ
ফ্রিলান্সুং হলো এক ধরনের মুক্ত পেশা। এ পেশায় যে কেউ আসতে পারে।বতমানে এ পেশার চাহিদা অনেক।অনেকে এ পেশায় এসে সাবলম্বী হয়েছে।
এমন অনেক হাজারো মানুষ আছে যারা নিজেদেরকে এই পেশায় নিয়োগ করেছেন। তবে ফ্রিলান্সিং করে টাকা আয় করতে হলে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে। তাহলেই টাকা আয় করা সম্ভব।
তবে ফ্রিলাঞ্চিং এ অনেক ধরনের কাজ রয়েছে। যেমন – ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, এস ই ও, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, আফিলিয়েট মার্কেটিং সহ অনেক ধরনের কাজ।
যেসব মার্কটপ্লেস এ ফ্রিলাঞ্চিং এর কাজ পাওয়া যায় তার একটি লিস্ট নিম্নে দেওয়া হলো –
১। ফাইবার মার্কেটপ্লেস
২। আপ ওয়ার্ক মার্কেটপ্লেস
৩। ফ্রিলাঞ্চিং মারকেটপ্লেস
উপরের ৩ টি সাইট ফ্রিলাঞ্চিং এর কাজ করার জন্য বেশ জনপ্রিয়।
ডিজিটাল মারকেটিং
যারা শুরুতেই ফ্রিলাঞ্চিং করে টাকা আয় করতে চাই তারা প্রথমে ডিজিটাল মার্কেটিং শিখে কাজ করে আয় করতে পারে। বরতমানে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা অনেক বেশি। তাই অনেকে ডিজিটাল মার্কেটিং এর দিকেই বেশি ঝুঁকছেন।
গ্রাফিক্স ডিজাইন করে টাকা আয়
যারা ডিজাইন করতে ভালোবাসে তাদের জন্য এটা একটা ভালো আয়ের উৎস হতে পারে। বর্তমানে অনলাইন মার্কেটপ্লেস গুলোতে অনেক ডিজাইনিং এর কাজ পাওয়া যায়। যেমন – বেনার ডিজাইন, পোস্টার ডিজাইন, লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন ইতাদি অনেক ধরনের কাজ করে টাকা আয় করা যায়।
আফিলিয়েট মার্কেটিং করে আয়
অন্নের প্রোডাক্ট বিক্রি করে সেখান থেকে যে কমিশন পাওয়া যায় তাকে আফিলিয়েট মার্কেটিং বলে। আফিলিয়েট মার্কেটিং করে অনেকে হাজার হাজার টাকা আয় করতেছে। চাইলে যেকেউ এই কাজটি করতে পারে। এজন্য একটি আফিলিয়েট একাউন্ট থাকতে হবে তাহলেই এই কাজটি করা যাবে।
ওয়েব ডিজাইন করে টাকা আয়
ওয়েব ডিজাইন বলতে সাধারণত ওয়েবসাইট ডিজাইনকে বুঝায়। অনেক কোম্পানি আছে যারা তাদের প্রোডাক্টকে প্রোমোশন করার জন্য ওয়েবসাইট বানায়। যারা নিজেরা ওয়েবসাইট বানাতে পারেনা তারা ওয়েবসাইট ডিজাইনারদের দারা ওয়েবসাইট বানিয়ে নেয় এবং এর জন্য তারা টাকা পেমেন্ট করে।
তাছাড়া অনলাইনে অনেক ধরনের কাজ পাওয়া যায় যেগুলা করে অনেকে হাজার হাজার টাকা আয় করতে পারে।
Nice
Nice
You must be logged in to post a comment.