GOOGLE AFFILIATE ঘরে বসে আয়ের এক সহজ মাধ্যম

বর্তমানে  ঘরে বসে সবাই টাকা আয় করতে চায়।চাওয়াটাই স্বাভাবিক কারণ ঘরে বসে কাজ করে টাকা ইনকাম করার মধ্যে একটা আলাদা অনুভূতি আছে। এবং এই অনলাইন ইনকামের কিছু পদ্ধতিও আছে।

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

আর এর মধ্যে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত পদ্ধতি হচ্ছে্ অ্যাফিলিয়েট মার্কেটিং।

আজকে আমরাই এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর আদোপান্ত আলোচনা করার চেষ্টা করব এই অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে কাজ করে,কিভাবে এর থেকে সহজেই টাকা আয় করা যায়, কিছু জনপ্রিয় সাইট নিয়ে কিছু বলবো।

Google অ্যাফিলিয়েট প্রোগ্রাম কি?

অ্যাফিলিয়েট মার্কেটিং হল  কমিশনের মাধ্যমে অন্য কোম্পানির প্রোডাক্ট বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করা।সাধারণত ই কমার্স প্রতিষ্ঠানগুলো এই অ্যাফিলিয়েট প্রোগ্রাম চালনা করে থাকে।প্রথমে সেলার বা প্রোডাক্ট উৎপাদনকারী তার প্রোডাক্টের একটি অ্যাফিলিয়েট লিংক তৈরি করে।

তারপর তারা এই লিংক অ্যাফিলিয়েট মার্কেটারদের কাছে বিক্রি করে। অ্যাফিলিয়েট মার্কেটার সেই লিংক দিয়ে প্রচারণা করে।

এরপর কনজিউমার বা ক্রেতারা সেই লিংকে ঢুকে সেই প্রোডাক্ট দেখে এবং তারা যদি সেই প্রোডাক্ট কিনে তখন সেই প্রোডাক্টের উপর কমিশন মার্কেটাররা পেয়ে থাকে।

আরএকটু সহজ করে বলি। মনে করেন আপনি দারাজ এর কাছ থেকে একটি পন্যের অ্যাফিলিয়েট লিংক নিলেন। এই লিংক নিয়ে আপনি বিভিন্ন জায়গায় ওই পণ্যের প্রচারণা করলেন। তারপর ক্রেতারা ওই পণ্য কিনলে আপনি ওই পণ্যের উপর কিছু কমিশন পাবেন।

এই কমিশন দিবে দারাজ অর্থাৎ Seller ।আপনি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটার।এটাই হচ্ছে Google অ্যাফিলিয়েট প্রোগ্রাম।

অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাথে সম্পর্কিত যারা

এইমার্কেটিংএরসাথেতিন থেকে চার জন প্রধানপক্ষ জড়িত থাকে । তারা হল-

Seller - Seller হচ্ছে তারা যারা প্রোডাক্ট উৎপাদন করে থাকে।তারাই অ্যাফিলিয়েট প্রোগ্রাম চালনা করে থাকে এবং অ্যাফিলিয়েট

লিংক তৈরি করে এটি sell করে

AffiliateMarketer – অ্যাফিলিয়েট মার্কেটার হচ্ছে তারা যারা কমিশনের বিনিময়ে প্রোডাক্ট বিক্রির ব্যবস্থা করে।

Consumer- কনজিউমার বাক্রেতা হচ্ছে তারা যারা ওই অ্যাফিলিয়েট লিংকে প্রবেশ করে প্রোডাক্ট কিনে।

অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য কি কি প্রয়োজন?

অনলাইনে ইনকামের এই সিস্টেমের জন্য হাতি ঘোড়া তেমন কিছুরই প্রয়োজন নাই।

তবে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটারকে প্ল্যাটফর্মে (যেমন- ব্লগিং, ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল) যুক্ত থাকতে হবে।কারণ তাকে তার প্রোডাক্টের প্রচারণার জন্য প্ল্যাটফর্মের প্রয়োজনএবংসামান্য কিছুInstrument থাকলেই এই মার্কেটিং করা যায়।

1.  ভালো স্মার্টফোন বা ল্যাপটপ

2.  FAST ইন্টারনেট কানেকশন

3.  অ্যাফিলিয়েট করার জন্য উপযুক্ত প্রোডাক্ট নির্বাচন

4. আধুনিক প্রচারণা করার দক্ষতা

5. STRONG Network between people

6. পরিশ্রম ও সততা

শুরু কিভাবে

অ্যাফিলিয়েটমার্কেটিংশুরু করতে হলে প্রথমেই দরকার হবে উপযুক্ত প্রোডাক্ট নির্বাচন। যেই প্রোডাক্টের মার্কেট চাহিদা আছে, যেই প্রোডাক্ট মানুষ কিনার সম্ভাবনা আছে।

তারপরেই দরকার প্রচারণার মাধ্যম।ওই অ্যাফিলিয়েট লিংক দিয়ে সঠিকভাবে প্রচারণা করতে হবে।প্রচারের মাধ্যমে হিসেবে ব্লগিং সাইট, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট ব্যবহৃত  হতে পারে।

মার্কেটিং করেমাসিক আয়

অ্যাফিলিয়েট মার্কেটিং করে মাসে কোন নির্দিষ্ট আয় সম্ভব নয়।বাংলাদেশের এমন অনেক মার্কেটার আছে যারা মাসে ২ থেকে ৪ লক্ষ টাকা ইনকাম করে।

কিন্তু আপনি যদি মনে করেন শুরুতেই এটা হবে তা নয়।আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। কিন্তু এটা সত্য এই মার্কেটিং এ লস হওয়ার কোন চান্স নেই।কারণ পণ্যের দায়বদ্ধতা আপনার নয়

অ্যাফিলিয়েট  মার্কেটিং এর কিছু জনপ্রিয় সাইট

    অ্যাফিলিয়েট মার্কেটিং এ প্রচুর সাইট ‌   আছে। তার মধ্যে কিছু জনপ্রিয় সাইট হচ্ছে-

1.  Amazon Associates. (সবচাইতে বেশী পরিচিত)

2.  eBay Partners.

3.  Shopify Affiliate Program.

4.  Clickbank.

5.  Rakuten Marketing Affiliates.

এদের মধ্যে Amazon Associate এর প্রচুর চাহিদা এদের লক্ষ লক্ষ গ্রাহক আছে।

সর্বশেষ বলব এই অ্যাফিলিয়েট প্রোগ্রামিং আমাদের দেশের বেকার তরুণ তরুণীদের জন্য এক দুর্দান্ত opportunity তৈরি করেছে নিজের পায়ে দাঁড়ানোর।যে কেউই অ্যাফিলিয়েট প্রোগ্রামিং এর সাথে যুক্ত হতে পারে।

শুধু অর্জন করতে হবে কিছু skills and English এর উপর দক্ষতা।

ধন্যবাদ?

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ