বর্তমানে ইনকামের অনেক প্লাটফর্ম রয়েছে। তার মধ্যে এখন গুগল এডসেন্স একটি জনপ্রিয় নাম। আপনার ইনকামের পথকে আরো একটু সহজ করতে এই গুগল এডসেন্স এক নতুন মাত্রা হিসেবে যোগ হয়েছে।
গুগল এডসেন্স কি(What is Google Adsense?)
গুগল এডসেন্স মূলত গুগলেরই একটি প্রোডাক্ট বা গুগলেরই একটি অংশ । যা গুগলে advertising publishing programme হিসেবে কাজ করে থাকে। অর্থাৎ গুগল এডসেন্স হলো একটি বিজ্ঞাপন প্রচারকারী কোম্পানি।
গুগল এডসেন্স কিভাবে কাজ করে (How Google Adsense works)
ধরুন আপনার একটি ইউটিউব চ্যানেল বা একটি ওয়েবসাইট রয়েছে। যেখানে আপনি নিয়মিত নতুন নতুন ভিডিও বা কন্টেন্ট আপলোড করে থাকেন।
আর আপনার এই ভিডিও বা কন্টেন্টগুলোর যে ভিউয়াররা থাকবে Google Adsense তাদের সামনে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন প্রদর্শন করবে।
আর এই কোম্পানিগুলো তাদের পণ্য বা সার্ভিস প্রমোটের জন্য গুগল এডসেন্সকে পে করে থাকে।
যহেতু আপনি কন্টেন্টগুলো আপলোড করে থাকেন সেহেতু আপনাকে বলা হবে Publisher এবং যারা তাদের বিজ্ঞাপন প্রচারের জন্য গুগল এডসেন্সকে পে করে থাকে তাদেরকে বলা হবে Advertiser।
তো এই এ্যাডভার্টাইজাররা গুগল এডসেন্সকে যে টাকা দিয়ে থাকে তা থেকে কিছু টাকা কেটে রেখে বাকিটা গুগল এডসেন্স পাবলিশারকে দিয়ে থাকে। এভাবেই গুগল এডসেন্স কাজ করে থাকে।
গুগল এডসেন্স এ্যাকাউন্ট(Google Adsense account)
গুগল এডসেন্সে দুই ধরনের account রয়েছে। একটি হলো Hosted এবং অপরটি Non Hosted এ্যাকাউন্ট। আপনি যদি গুগল এডসেন্স থেকে আয় করতে চান তাহলে এই দুইভাবে account খুলে আয় করতে পারবেন।
গুগল এডসেন্স থেকে আয়(Earn money from Google Adsense)
বিভিন্ন উপায়ে আপনি Google Adsense থেকে আয় করতে পারবেন। তন্মধ্যে কিছু কিছু হলো-
Adsense for content : আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে যেখানে আপনি কন্টেন্ট আপলোড করেন।
এবং সেই কন্টেন্টগুলো ভালো পরিমাণ ভিউ আসলে আপনি সেখানে গুগল এডসেন্সের এ্যাড প্রদর্শন করিয়ে আয় করতে পারেন।
Adsense for video : আপনার কোনো ভিডিও শেয়ারিং ওয়েবসাইট থাকলে সেখানেও গুগল এডসেন্সের এ্যাড দেখিয়ে আয় করতে পারেন।
Adsense for You Tube : আপনার ইউটিউব চ্যানেলে ভালো পরিমাণ ভিউয়ার এবং সাবস্ক্রাইবার থাকলে সেখানেও গুগল এডসেন্সের এ্যাড দেখিয়ে আয় করতে পারেন।
Adsense for games : আপনার গেমস রিলেটেড কোনো ওয়েবসাইট থাকলে সেখানেও গুগল এডসেন্সের এ্যাড দিয়ে আয় করতে পারবেন।
এরকম আরো রয়েছে adsense for search, adsense for blogger, Double Click for Publishers ইত্যাদি ইত্যাদি। এসবের মাধ্যমে আপনি চাইলে খুব সহজেই Google Adsense থেকে আর্ন করতে পারবেন।
You must be logged in to post a comment.