আস্সালামু আলাইকুম! বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ; গুগল এডমোব (Google AdMob) থেকে টাকা ইনকাম করার উপায়।
বর্তমানে সবার হাতেই রয়েছে স্মার্ট ফোন। আর প্রতিদিন এই ফোনে ডাউনলোড করা হচ্ছে হাজার হাজার apps।
আর এই apps গুলো ইনস্টল করে ব্যবহার করতে গেলেই ফোনের স্কিনে বিভিন্ন বিজ্ঞাপন চলে আসে। আর এই মাধ্যমে মোবাইল apps এ বিজ্ঞাপন দেখিয়ে আয় করা বা Google AdMob এর মাধ্যমে আয় করার এখন বেশ জনপ্রিয় হয়েছে।
ত আজকের এই পোষ্টটি পড়ে আশা করছি আপনিও Google AdMob এর মাধ্যমে আয় করতে পারবেন।
টপিক সূচি:-
1.গুগল এডমব কি? ( What is google AdMob?)
2. গুগল এডমব থেকে আয় করার উপায় সমূহ।
2.1 App creation.
2.2 App publishing
2.3 App approval.
2.4 Earn money.
3. Google play store এ Apps জমা দেওয়ার উপায়।
4. কিভাবে AdMob থেকে টাকা উত্তলন করব?
1.গুগল এডমব কি? ( What is google AdMob?)
গুগল এডমব হচ্ছে গুগলের একটি product বা service। আর এটি হচ্ছে গুগল থেকে আয় করার একটি উপযুক্ত মাধ্যম। আর গুগল হলো পৃথিবীর বৃহত্তম বিজ্ঞাপনে নেটওর্য়াক।
আপনাদের একটি উদাহরন দিলে সহজে বুঝতে পারবেন।যখন আমরা google play store থেকে কোন app ডাউনলোড করে তা ইনস্টল করে ব্যবহার করতে চাই তখন আমাদের সামনে যে ad গুলো আসে তা মূ্লত Google AdMob দিয়েই করা হয়।
গুগল এডমব থেকে আয় করার উপায় সমূহ।
2.1 App creation.
Google AdMob থেকে যদি আপনি ইনকাম করতে চান। তবে তার জন্য প্রথমে আপনার নিজের তৈরি এপস প্রয়োজন। আর সেই এপসে google এর বিজ্ঞাপন দেখিয়ে আপনি ইনকাম করতে পারবেন।
2.2 App publishing.
ত আপনার যদি নিজের তৈরি এপস থাকে তবে, এখন আপনার কাজ হবে এপস টি ইউজারদের উদ্দেশ্যে পাবলিশ করা।
আর apps publish করার বৃহত্তম প্ল্যাটফর্ম হলো google play store.। আর যদি আপনি এডমব থেকে আয় করতে চান তবে অবশ্যই আপনার তৈরি এপস google play store এ পাবলিশ করতে হবে।
2.3 App approval.
আপনার তৈরি করা এপস google play store এ পাবলিশ করার পর এখন আপনাকে AdMob approval নিতে হবে।
যখন দেখবেন আপনার তৈরি করা apps মানুষ google play store থেকে ডাউনলোড করে ব্যবহার করছে। তখন আপনি google এর কাছে request করবেন যে তাদের বিজ্ঞাপন গুলো আপনার তৈরি করা apps এর মধ্যে দেখানো হয়।
2.4 Earn money.
এখন আপনাকে AdMob account এর ড্যাশবোর্ড চেক করতে হবে যে আপনার ইনকাম কেমন হচ্ছে।
এখন আপনার কাজ শেষ। এবার apps তৈরি করুন আর পাবলিশ করুন। তবে মনে রাখবেন একটি ব্লগ বা ওয়েবসাইট তৈরি যতটা সহজ apps তৈরি তত সহজ নয়। তার জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম।
3. Google play store এ Apps জমা দেওয়ার উপায়।
ত চলুন বন্ধুরা এখন জেনে নেই কিভাবে google play store এ apps জমা দিতে হবে।
>> প্রথমে আপনার একটি " google play console account " তৈরি করতে হবে।আপনার G-mail একাউন্ট ব্যবহার করে খুব সহজে sign up করতে পারবেন।
>> এখন আপনার apps টি google play store এ জমা দেওয়ার জন্য ২৫$ fee দিতে হবে।
>> যখন আপনার apps টি google play store থেকে ১০০০ ইউজার ডাউনলোড করবে, তখন Google AdMob এ গিয়ে একটি publisher account তৈরি করতে পারেন।
>> আর ১০০০ user দ্বারা apps ডাউনলোড হলো AdMob এপ্রুভ দিয়ে দেবে।এবার AdMob account দিয়ে বিজ্ঞাপন তৈরি করে ads এর কোড গুলো application এ যুক্ত করতে পারবেন।
এভাবে আপনার তৈরি apps যত বেশি user ডাউনলোড করবে আপনার ইনকাম তত বেশি হবে।
4. কিভাবে AdMob থেকে টাকা উত্তলন করব?
আপনি apps থেকে যে টাকা ইনকাম করবেন তা সরাসরি আপনার হাতে পাবেন না। কারন এখানে আপনার ইনকাম করা টাকা প্রথমে AdMob একাউন্টে জমা হবে।
আর যখন আপনার AdMob একাউন্টে ১০০$ হবে তখন এই টাকা আপনি আপনার Bank account এর মাধ্যমে উত্তলন করতে পারবেন।
শেষ কথা:-
ত প্রিয় বন্ধুগন এই ছিল আমাদের আজকের আলোচনা;-গুগল এডমোব (Google AdMob) থেকে টাকা ইনকাম করার উপায়।
ত আশা করছি পোষ্টটি পড়ে আপনারা সবাই অনেক উপকৃত হবেন।
আর পোষ্টটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্য কমেন্ট করে আপনাদের মতামত আমাদের জানাবেন। আপনাদের মূলবান মতামত আমাদের ভবিষ্যতে আর ও ভালো কাজ করার জন্য উৎসাহ যোগাবে।
আর পোষ্টটি সর্ম্পকে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে, তবে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারেন।আমি ইনশা আল্লাহ আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।
ত বন্ধুরা আবার ও খুব শীঘ্রই নতুন কোন পোষ্টে নতুন কোন বিষয়ে আপনাদের সাথে আলোচনা করতে হাজির হয়ে যাব।আর এতক্ষন ধৈর্য ধরে মনোযোগ সহকারে পোষ্টটি পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।ত বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ হাফেজ।
You must be logged in to post a comment.