ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করার জন্য কাজের দক্ষতা অনুযায়ী উপযুক্ত মার্কেটপ্লেস নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। তাই নতুনদের জন্য সঠিক মার্কেটপ্লেস নির্বাচনের সুবিধার্থে সেরা এবং উপযুক্ত মার্কেটপ্লেসগুলোর কাজের ধরণ সম্পর্কে এখানে আলোচিত হয়েছে।
ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস কি?
যে ওয়েবসাইট এর মাধ্যমে বিভিন্ন ক্লায়েন্ট দের সাথে কানেক্ট হয়ে ফ্রিল্যান্সিং কাজগুলো সম্পাদন করা হয় তাকে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস বলে।
নতুন যারা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে চাই তারা অনেকেই জানে না যে কোন মার্কেটপ্লেসে কী ধরনের কাজ পাওয়া যায় বা কোন ধরনের দক্ষতা বা কাজের জন্য কোন মার্কেটপ্লেসে যাওয়া উচিত। তাদের জন্যই সেরা ৫টি মার্কেটপ্লেস উল্লেখ করা হলো।
সেরা ৫ টি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস:
১.ফাইভার (Fiverr.com) :
ফাইভার হলো একটি গিগ সম্পর্কিত মার্কেটপ্লেস। এখানে কাজ করার জন্য প্রথমে একাউন্ট ওপেন করে আপনার কাজের যোগ্যতা অনুযায়ী গিগ তৈরী করতে হবে। আপনি কোন কাজে দক্ষ, আপনি ক্লায়েন্ট কে কি কি সার্ভিস দিতে পারবেন, কাজের মূল্য এসব উল্লেখ করে বিভিন্ন ক্যাটাগরির উপর বিভিন্ন গিগ তৈরী করতে হবে। ক্লায়েন্ট আপনার গিগগুলো যাচাই করে তার উক্ত সার্ভিস প্রয়োজন হলে আপনাকে অর্ডার করবে। আবার এখানে ক্লায়েন্টের কাজের পোস্ট এ বিড করেও কাজ পাওয়া যায়।
কাজের ক্যাটাগরিঃ
- Digital Marketing
- Graphics and Logo Design
- Article writing and Translation
- Data entry
- Programming
উপরোক্ত কাজগুলো সহ ফাইভার এ আরও অনেক ক্যাটাগরির কাজ পাওয়া যায়।
পেমেন্ট পদ্ধতিঃ পেপাল, পেওনিয়ার, ব্যাংক ট্রান্সফার।
ফাইভার এ সম্পূর্ণ ফ্রি তে কাজের জন্য বিড করা যায়। তাই নতুন দের জন্য ফাইভার অত্যন্ত জনপ্রিয় মার্কেটপ্লেস।
২. আপওয়ার্ক (Upwork.com) :
আপয়ার্ক হলো একটি বিড রিলেটেড মার্কেটপ্লেস। এখানে সাধারণত ক্লায়েন্ট রা তাদের প্রয়োজন অনুযায়ী কাজ পোস্ট করবে এবং ফ্রিল্যান্সার দের উক্ত কাজে বিড করতে হবে।
উদাহরণস্বরূপ, একজন ক্লায়েন্ট একটি লোগো ডিজাইনের জন্য আপওয়ার্কে পোস্ট করলো। তখন ক্লায়েন্ট এর প্রয়োজন অনুযায়ী ফ্রিল্যান্সাররা উক্ত কাজে বিড করবে। ক্লায়েন্ট বিড গুলো যাচাই করার পর যাকে তার কাছে যোগ্য মনে হবে তাকে কাজটি দিবে।
কাজের ক্যাটাগরিঃ
- Web Development and Programming
- Sales and Marketing
- Design and Creative
- Writing and Translation
- Finance and Accounting
- Admin Support
উপরোক্ত কাজগুলো সহ আপওয়ার্ক এ আরও অনেক ক্যাটাগরির কাজ পাওয়া যায়।
পেমেন্ট পদ্ধতিঃ পেপাল, পেওনিয়ার, ব্যাংক ট্রান্সফার।
ফ্রিল্যান্সার ডট কম (freelancer.com) :
এটি একটি কনটেস্ট রিলেটেড মার্কেটপ্লেস। এখানে ক্লায়েন্ট রা তাদের প্রয়োজন অনুযায়ী একটি কনটেস্ট রান করবে। তারপর ফ্রিল্যান্সাররা ওই কনটেস্টে ক্লায়েন্টের তথ্যানুযায়ী কাজগুলো সম্পন্ন করে সাবমিট করবে। এর মধ্যে যার কাজটি ক্লায়েন্টের পছন্দ হবে তাকে উইন করবে। এখানে যে শুধু কনটেস্ট রিলেটেড কাজই করা হয় বিষয়টি তেমন না। কেউ চাইলে বিড করেও কাজ করতে পারে। তবে এখানে ফ্রিল্যান্সাররা কনটেস্ট রিলেটেড কাজের প্রতিই বেশি আগ্রহী।
কাজের ক্যাটাগরিঃ
- Web and Software Development
- IT and Networking
- Data Analytics
- Writing
- Sales and Marketing
- Design and Creative
- Customer Service
উপরোক্ত কাজগুলো ছাড়াও অনেক ক্যাটাগরিতে কাজ করার সুযোগ রয়েছে।
৯৯ডিজাইনস (99designs.com) :
বিশেষ করে ডিজাইনার দের জন্য ৯৯ডিজাইনস একটি অধিক জনপ্রিয় মার্কেটপ্লেস। এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটটি মূলত বিভিন্ন ধরনের ডিজাইনের কাজগুলোর প্রতি ফোকাস করে থাকে। ৯৯ডিজাইনস খুবই প্রতিযোগিতামূলক মার্কেটপ্লেস।
কাজের ক্যাটাগরিঃ
- Graphics Design
- Logo Design
- Banner Design
- Business Card Design
- Book Cover Design etc.
উপরোক্ত কাজগুলো ছাড়াও অনেক ক্যাটাগরিতে কাজ করার সুযোগ রয়েছে।
গুরু ডট কম (guru.com) :
গুরু ডট কম ও একটি জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। এখানে ফ্রিল্যান্সাররা তাদের বিভিন্ন সার্ভিস সেল করে ক্লায়েন্ট দের কাছ থেকে অর্থ উপার্জন করতে পারে। এখানে প্রজেক্ট বা ঘন্টা ভিত্তিক কাজ করা যায়।
কাজের ক্যাটাগরিঃ
- Sales and Marketing
- Programming and development
- Business, Administrative and Finance
- Design and Art
- Writing and Translation
- Education and Training
উপরোক্ত কাজগুলো ছাড়াও অনেক ক্যাটাগরিতে কাজ করার সুযোগ রয়েছে।
পেমেন্ট পদ্ধতিঃ পেপাল, পেওনিয়ার, ব্যাংক ট্রান্সফার।
আশা করি, যারা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন, তাদের জন্য সঠিক মার্কেটপ্লেস নির্বাচনে আর্টিকেলটি বেশ সহায়ক হবে।
আর্টিকেলটির মাধ্যমে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন বা ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।
You must be logged in to post a comment.