ফ্রিল্যান্সিং এর জন্য প্রথমত একটি কম্পিউটার, ল্যাপটপ অথবা একটি এন্ড্রয়েড মোবাইল প্রয়োজন। সামান্য দক্ষতা হলেও চলবে তবে প্রচুর ধৈর্য প্রয়োজন। প্রথমে কাজের জন্য যে কোন একটা সেক্টর বেছে নিতে হবে। এখানে বিভিন্ন ধরনের সেক্টর রয়েছে। প্রধান কয়েকটি সেক্টর নিম্নরূপঃ
১। ই লার্নিং।
২। ডাটা এন্ট্রি।
৩। ওয়েব ডেভেলপমেন্ট।
৪। ডিজিটাল মার্কেটিং ।
৫। গ্রাফিক্স ডিজাইন।
৬। লিড জেনারেশন।
উপরোল্লিখিত যে কোন একটি বিষয়ে দক্ষতা অর্জন করে Upwork.com, Fiverr.com অথবা Freelancer.com এ একটি এ্যাকাউন্ট খুলতে হবে। তবে যাদের মোটেও দক্ষতা নেই অথবা নারীদের ডাটা এন্ট্রি সেক্টর বেছে নেওয়ার জন্য উপদেশ দিবো। পরবর্তীতে ধৈর্য সহকারে প্রথম কাজ না পাওয়া পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যেতে হবে। মনে রাখতে হবে ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়।
প্রথম কাজ পাওয়ার কৌশল সমূহঃ
১। সবসময় অনলাইনে থাকা।
২। গভীর রাতে বিশেষ করে রাত ২টার পরে প্রপোজাল সাবমিট করা।
৩। কঠোর পরিশ্রম করা।
জব সাবমিট করার ক্ষেত্রে ক্লাইন্টের পেমেন্ট মেথড ভেরিফাইড আছে কিনা খেয়াল রাখতে হবে।
বন্ধুরা কঠোর পরিশ্রম করে প্রথম কাজটি পেলে পরবর্তী কাজগুলো পাওয়া সহজ হবে।
মনে রাখতে হবে যে কোন জায়গায় প্রথম অবস্থায় টিকে থাকা কঠিন। বাংলাদেশের ৯০% মানুষ এ্যাকাউন্ট করে কাজ পাওয়ার আগে ঝরে যায় কারন তাদের ধৈর্য নাই। অথচ এই বাংলাদেশের মানুষ ফ্রিল্যান্সিং করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। বিশ্বাস না হলে Google এ সার্চ দিয়ে দেখতে পারেন।
বন্ধুরা অযথা সময় নষ্ট না করে আজ থেকে ফ্রিল্যান্সিং শুরু করে দিন।
উপরোল্লিখিত কোন বিষয়ে ভুল হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
You must be logged in to post a comment.