ফ্রিল্যান্সিং একাউন্ট যেভাবে তৈরী করবেন?

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আসা করি সকলেই ভালো আছো। freelancing   জগতে আপনাকে স্বাগতম, আপনি যদি ফ্রিল্যান্সিং করে ক্যারিয়ার গরতে চান, তাহলে আমি বলবো যে আপনার সিদ্ধান্ত সঠিক। freelancing  কে অনেক মানুষ তাদের ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছেন। 

সাধারন চাকরি থেকে এখানে আরেকটি বিষয়-এর ভিন্নতা আছে। সেটি হলো কাজের স্থান। ফ্রিল্যান্সিং এর নির্দিষ্ট কোনো অফিস নেই।মুলত আপনার বাড়িই হচ্ছে আপনার একটা অফিস। 

আপনি বাড়িতে বসেই বিভিন্ন দেশের বায়ারদের সাথে কাজ করতে পারবেন।ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে অনেক সহজেই সরকারি বেসরকারি চাকরি থেকে বেশি বেতনে কাজ করতে পারবেন। বাট, যদি আপনার যথেষ্ট পরিমাণ দক্ষতা থাকে। 

freelancing  এর সুবিধা

freelancing  এর সবথেকে বেশি সুবিধা হচ্ছে "স্বাধীনতা" ইচ্ছে মতো স্বাধীন ভাবে কাজ করতে পারবেন। তো বন্ধুরা বেশি কথা না বলে চলুন শুরু করা যাক,,,,

Freelancing দুই  ধরনের হয়ে থাকে

1/ personal buyer

2/ No a personal buyers

1/ personal buyer,,,  পর্সোনাল বয়ার হচ্ছে একজন নির্দিষ্ট বায়ার যিনি আপনাকে পার্সোনাল ভাবে কাজের জন্য নিয়ে নিবেন। এর বিনিময়ে তিনি আপনাকে পারিশ্রমিক দিবেন। 

2// No a personal buyers,, এটা কোনো নির্দিষ্ট বায়ার নই। এখানে আপনি সকলের কাজ করতে পারবেন। সকলের থেকে পেমেন্ট গ্রহন করতে পারবেন।

আপনি কি ফ্রিল্যান্সিং একাউন্ট তৈরি করা নিয়ে ভাবছেন? তাহলে সঠিক জায়গায় এসেছেন।

আমি আজ আপনাদের  শেখাবো কিভাবে একটি আর্নিং freelancing account তৈরি করা যায়।

প্রথমে, আপনাকে একটি জিমেইল একাউন্ট তৈরি করতে হবে,

তারপর আপনাকে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে,, যেমন Google ওপেন করে লিখতে হবে,,

www.freelance.com এ ওপেন করতে হবে। 

তারপর এরকম একটি পেইজ আপনার সামনে আসবে,,, 

এখানে আপনার জিমেইল, পাসওয়ার্ড দিয়ে Join freelancer এ ক্লিক করতে হবে। 

স্টেপ ৩

এবার আপনার ইউসার নেম চাওয়া হবে 

আপনার নামটি দিয়ে দিবেন,, যেভাবে আমি দিয়েছি। 

এবার স্টেপ ৪

এ আপনাকে স্লিক্ট করতে হবে 

I want to work 

এইবার স্টেপ ৫

এখানে আপনাকে স্লিক্ট করতে হবে সেইসব বিষয় যেগুলোর ওপর আপনার অভিজ্ঞতা আছে। 

এরপর Next stap এ ক্লিক করতে হবে। 

স্টেপ ৬

দেখুন আপনার প্রোফাইল কিন্তু কমপ্লিট হয়ে গেছে!  এখানে আপনাকে "প্রোফাইল ফটো" "ফুল নাম" "আপনার কোন কোন ভাষায় অভিজ্ঞ তা লিখতে হবে।এরপর Experience এ  INTERMEDIATE স্লিক্ট করবেন। ওকে Next stap এ ক্লিক করবেন,,, 

স্টেপ ৭

এখানে আপনাকে payment method টা স্লেকট করতে হবে।  মানে হচ্ছে আপনি কার মাদ্ধমে payment টা নিতে চান,,  আপনার ব্যাংক কার্ড যেমন ডেবিট কার্ডের মাদ্ধমেও নিতে পারবেন। অথবা PayPal একাউন্ট এর মাদ্ধমেও নিতে পারবেন।  তারপর Next এ ক্লিক করবেন। 

স্টেপ ৮

এখানে আমাদের একটি promotional পেইজ দেখানো হচ্ছে। মানে  কিছু টাকা দিয়ে যদি আপনি freelancer ওয়েবসাইট থেকে plus mambarship নিতে চান। তাহলে আপনাকে কিছু বিশেষ সুবিধা দেওয়া হবে।

আপাতত এটা আমাদের দরকার নেই। সুতরাং skip এ ক্লিক করবেন। 

স্টেপ ৯

আপনার একাউন্ট কমপ্লিট।

এখন আপনি বিভিন্ন রকমের কাজ দেখতে পাবেন যেগুলোতে আপনি বিড করতে পারবেন।

এর পর কিভাবে বিড করতে হয় তা নিয়ে অন্য সময় আলোচনা করবো ইনশাআল্লাহ।। 

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
Emon Chowdury - Apr 13, 2022, 12:33 PM - Add Reply

আপনার আরটিকেল থেকে অনেক উপকৃত হলাম।আমি এই অ্যাপে কাজ করে আজকে ২ ডলার ইনকাম করেছি।এই রকম আরও কয়েকটি অ্যাপ সম্পর্কে বলবেন।

You must be logged in to post a comment.
Samad Ali - Apr 13, 2022, 12:57 PM - Add Reply

ok thanks

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

Related Articles